ছবি সংগৃহীত

ককটেল বিস্ফোরণে বন্ধ ভোমরা স্থলবন্দরের কার্যক্রম

priyo.com
লেখক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৩, ১২:২৬
আপডেট: ২৭ অক্টোবর ২০১৩, ১২:২৬

১৮ দলীয় জোটের হরতালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। এরপর থেকে বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। রোববার বেলা ১২টায় পিকেটাররা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে গেলে আতঙ্কে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম বন্ধ করে দেন। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম জানান, বন্দরের ওয়্যার হাউজের সামনে পিকেটাররা বেলা ১২টার দিকে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কেননা ভারত থেকে আগত ট্রাকের কোনো ক্ষতি হলে তার দায়-দায়িত্ব কেউ নিতে চাইবে না। এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার জানান, তিনি বন্দরের কার্যক্রম বন্ধের বিষয়টি শুনেছেন। বন্দর চালু করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।