
ছবি সংগৃহীত
একজন ভাল অভিনেত্রী হতে চাই: রিকিতা নন্দিনী শিমু
আপডেট: ২৩ জানুয়ারি ২০১৬, ১৩:৩৯
ছবি: শামসুল হক রিপন
(প্রিয়.কম) রিকিতা নন্দিনী শিমু, টোকাই নাট্যদলের থিয়েটার কর্মী। সম্প্রতী মুক্তি পেল তার অভিনীত ও রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘আন্ডার কন্সট্রাকশন’। মাসুম আজিজের নাটক ‘তালা’য় অভিনয় করেন সর্ব প্রথম। এরপর তারেক মাসুদের ‘রান ওয়ে’তে মূল চরিত্র রুহুলের গার্লফ্রেন্ড শিউলি চরিত্রে অভিনয় করেন। মোহাম্মদ হান্নানের সিনেমা ‘শিখন্ডি কথা’র পরই কাজ করেছেন এই ‘আন্ডার কন্সট্রাকশন’য়ে। সম্প্রতি প্রিয়.কমের নিয়মিত বিভাগ প্রিয়কথার মুখোমুখি হয়েছিলেন শিমু। অভিনয় জগতে তার পথচলা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আলোচিত চলচ্চিত্র ‘আন্ডার কন্সট্রাকশনে’র এই অভিনেত্রী।
প্রিয়.কম: অভিনয়ে আসার শুরুটা কিভাবে হয়?
শিমু: আমার মামা থিয়েটারে কাজ করতো। তিনিই আমাকে থিয়েটারে নিয়ে যান। মূলত তার হাত ধরেই আমার এই জগতে আসা, কাজ করা। টোকাই নাট্যদলে আছি। ছোটবেলা যখন টিভি দেখতাম তখন ভাবতাম ইস যদি আমি এখানে কাজ করতে পারতাম। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল মিডিয়ায় কাজ করার। এভাবেই আসলে অভিনয়ে ঢুকে পড়ি। এখন কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, এটা অনেক ভাল লাগে আমার। সারা জীবন এবাবে কাজ করে যেতে চাই।
প্রিয়.কম: প্রথম থেকেই কি আপনার ইচ্ছা ছিল মিডিয়া কাজ করবেন?
শিমু: হ্যাঁ, আমি মিডিয়ায় কাজ করার আগ্রহ থেকেই এখানে আছি। আমার পরিবারও আমাকে অনেক সহায়তা ও সাহস জুগিয়েছে।
প্রিয়.কম: এখন পড়াশুনা করছেন কোথায়?
শিমু: আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে একাদশ শ্রেণীতে পড়ছি।
প্রিয়.কম: আন্ডারকন্সট্রাকশনে অভিজ্ঞতা?
শিমু: আমি আন্ডারকন্সট্রাকশনে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। কাজের সময় তিনি শুধু মাত্র ডিরেক্টার হিসেবে নয়, বড়বোনের মতো করে শিখিয়েছেন। এছাড়া সিনেমাটির মূল চরিত্র শাহানা গোস্বামী যে ছিলেন তিনিও অনেক হেল্পফুল ছিলেন। সব মিলিয়ে মনে হয়েছে আমরা একটি ফ্যামেলি।
প্রিয়.কম: এই কয়দিন আন্ডারকন্সট্রাকশন চলচ্চিত্রটি বেশ কয়েকটা জায়গায় দেখানো হয়েছে? মুক্তি পেল শুক্রবার। কেমন সাড়া পাচ্ছেন?
শিমু: আমি এখন বিবিসির একটি কাজে কক্সবাজারে আছি। এখান থেকে যতটুকু জানতে পারছি। তাতে খুব ভাল লাগছে। আমি বিবিসির সিজন-২ তেও কাজ করেছি। এখন সিজন থ্রিতে কাজ করছি। এখানকার বিবিসির যারা আছে সবাই আমাকে নিয়ে অনেক এক্সাইটেড। আমি অনেক হ্যাপী।
প্রিয়.কম: কি ধরনের চরিত্র কাজ করার ইচ্ছা আপনার? কোন ধরনের চরিত্র আপনার ভাল লাগে?
শিমু: একজন অভিনেত্রী হতে হলে সব ধরনের চরিত্রেই অভিনয় করতে হয়। যদি গল্পটা ভাল লাগে তাহলে যেকোন চরিত্রেই আমি কাজ করতে আগ্রহী। সব ধরনের চরিত্রে কাজ করে আমার অভিজ্ঞতার ঝুলি আরো ভারি করতে চাই।
প্রিয়.কম: মঞ্চ ও সিনেমা, কোথায় কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করেন?
শিমু: দুটোই আসলে অভিনয়ের জায়গা, আমি যেহেতু একজন অভিনেত্রী তাই দুজায়গাতেই কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করি।
প্রিয়.কম: প্রেম, বিয়ে নিয়ে কি কিছু বলবেন?
শিমু: না না, প্রেম বিয়ে নিয়ে এখন কিছু ভাবতেও পারছি না। এগুলো ভাবার আমার কোন সময়ও নেই। আমার ভালবাসা এখন শুধু কাজ আর কাজ।
প্রিয়.কম: ভবিষ্যত কোন পরিকল্পনা?
শিমু: আমি মিডিয়ায় রেগুলার কাজ করে যেতে চাই। এছাড়া একজন ভাল অভিনেত্রী হতে চাই।
প্রিয়.কম: দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন।
শিমু: দর্শক আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো ভাল ভাল কাজ আপনাদের উপহার দিতে পারি। ভাল মানের একজন অভিনেত্রী হতে পারি।