ছবি সংগৃহীত

ইরিন জামান এবং শফিক তুহিন নিয়ে এলেন 'কুসুম কুসুম প্রেম'

priyo.com
লেখক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০১৪, ০৮:১১
আপডেট: ০৯ জানুয়ারি ২০১৪, ০৮:১১

চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান অভিনয়ের পাশাপাশি অনেক দিন ধরেই গান করেন। আসছে ভালোবাসা দিবসে তার নতুন একটি একক অ্যালবাম আসছে। আর এ অ্যালবামে ইরিনের সাথে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন। গানটির শিরোনাম ‘কুসুম কুসুম প্রেম’। এ গানটির কথা ও সুর করেছেন শফিক তুহিন। আর মিউজিক করেছেন রাফি। শফিক তুহিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘ ইরিন জামানের এ অ্যালবামে আমি দুটি গান রচনা ও সুর করেছি। এরমধ্যে কুসুম কুসুম প্রেম একটি। গানটি ভালো হয়েছে। আর এ গানটির মিউজিক ভিডিও নিমার্ণের পরিকল্পনা চলছে। ভালোবাসা দিবসের আগে এটি সব চ্যানেলে প্রচার হবে।’