মিমের পূজা তিন জায়গায়
পূজা এলেই বিদ্যা সিনহা মিমের মনটা রাজশাহীতে গ্রামের বাড়ি ছুটে যায়। কিন্তু আপাতত ঢাকাতেই ঘুরছেন মিম। মিম বলেন, ‘দৌড়ের ওপর আছি। বিভিন্ন মণ্ডপে যাচ্ছি। এ সময় মা-বাবা রাজশাহী চলে যান। কাল (বুধবার) পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজশাহী যাব। পরে আবার যেতে হবে শ্বশুরবাড়ি কুমিল্লায়। উৎসবমুখর পরিবেশে ঘুরতে ঘুরতেই সময়টা কেটে যাবে। বছরজুড়ে এ সময়ের জন্য অপেক্ষা থাকে।’ মিম জানান, পূজার ছোটাছুটি শেষে সময় কাটাতে দেশের বাইরেও যাবেন।
সিরাজগঞ্জে সিঁথি
গায়িকা সিঁথি সাহার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। গ্রামে তাঁদের বাড়িতেই দেড় শ বছর ধরে পূজা হয়। যেখানেই থাকেন, এ সময় গ্রামে যেতেই হবে। সিঁথি জানান, পূজায় কোনো না কোনো দায়িত্বে তিনি থাকেন। এই গায়িকা বলেন, ‘এটা আলাদা একটা আনন্দ। আমাদের বাড়িতেই সবাই আসে পূজা দিতে। সবার সঙ্গে দেখা হয়। নাচ–গানে দারুণ সময় কাটে। আত্মীয়স্বজন, দর্শক আসেন। কখনো খালি গলায় করতে হচ্ছে গান। অনেক গরম, তারপরও সব মিলিয়ে মেয়ে, পাড়া–প্রতিবেশী সবাইকে নিয়ে সময়টা দারুণ উপভোগ করি।’ তিনি জানান, আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তাঁর গানের শো রয়েছে। ঢাকায় এসে গান গেয়ে আবার গ্রামে ফিরে যাবেন।