গাজা থেকে আর মাত্র ১০০ মাইল দূরে আছে 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'। এবারের যাত্রায় আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের এ নৌবহরটি এখনো বড় ধরনের কোনো আক্রমণ বা বাধার সম্মুখীন হয়নি। ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তারা।
এই বহরে থাকা একমাত্র বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম আজ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে লিখেছেন, আমার 'ড্রোন ওয়াচ' দেখাচ্ছে- আরও এক ঘণ্টা যেতে হবে, যেখানে আমরা সাধারণত সম্ভাব্য আক্রমণের প্রতি নজর রাখি। আমার ওয়াচে এর আগে একটি তুর্কি জাহাজ দেখা গেছে, তবে এখন পর্যন্ত বিপজ্জনক কিছু ঘটেনি।
নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।