
ছবি সংগৃহীত
ইংল্যান্ডে স্থায়ী হচ্ছেন সিঁথি
আপডেট: ০১ জুন ২০১৩, ১৩:৩৪
গত বছরের ১৯শে রাজ শেখর সাহার সঙ্গে বিয়ে হয় সিঁথি সাহা। রাজ ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে ব্যবসা করছেন। আর তাই বিয়ের পর থেকে প্রস্তুতি নিচ্ছিলেন স্থায়ীভাবে ইংল্যান্ডে যাওয়ার। আর তাই প্রস্তুতি নিচ্ছিলেন হাতের কাজগুলো শেষ করার। যদিও তার একক অ্যালবামের কাজ এখনো শেষ করতে পারেননি। যে গানগুলো করেছেন সেগুলো থেকে অন্তত একটির মিউজিক ভিডিও দেশ ছাড়ার আগে শ্রোতা-দর্শকদের দিয়ে যেতে চাচ্ছেন তিনি। তবে পাঁচ মাস পর দেশে এসেই নিজের এ অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেবেন বলেও জানিয়েছেন এ গায়িকা। এদিকে লন্ডন গিয়ে পিএইচডি করবেন বলে ঠিক করেছেন সিঁথি। তাই গবেষণাতেই বেশি সময় দিচ্ছেন এখন। ইতিমধ্যে সিঁথি নিজের একক অ্যালবামের চারটি গানের কাজ শেষ করেছেন। গানগুলো সুর করেছেন কুমার বিশ্বজিৎ, বেলাল খান প্রমুখ। নিজের ইংল্যান্ড যাওয়া ও গান প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, বিয়ের পর পরই আসলে ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে সেটা হয়নি। তবে এই সময়টা পেয়ে যাওয়ার কারণে অ্যালবামের কাজ অনেকটা এগিয়ে নিতে পেরেছি। এবার দেশ ছাড়ার আগে এখান থেকে একটি ভিডিও নির্মাণ করে তা শ্রোতা-দর্শকদের দিয়ে যেতে চাই। আর যে গানগুলো করেছি সেগুলো এফএমে অপ্রকাশিত গান হিসেবে ছেড়ে দেবো বলে ভাবছি। পাঁচ মাস পর আমি দেশে আসছি। তখন একক অ্যালবামটি প্রকাশ করবো। তবে আমি যেখানেই থাকি না কেন গান আমার হৃদয়ে সব সময় থাকবে। গান চর্চা-গাওয়া কখনই থেমে যাবে না। ইংল্যান্ডে বসেও আশা করছি শ্রোতাদের জন্য গান করতে পারবো।