
ছবি সংগৃহীত
আয়নায় ঘর সাজাবার রকমারি কায়দা-কানুন
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৪, ০৬:১৩
আপডেট: ১৯ জানুয়ারি ২০১৪, ০৬:১৩
আপডেট: ১৯ জানুয়ারি ২০১৪, ০৬:১৩
আয়নার ব্যবহার শুধুমাত্র মুখ দেখার কাজেই সীমাবদ্ধ নেই। এর রয়েছে আরও নানান ধরণের ব্যবহার। একটি ঘরের চেহারাই পাল্টে দিতে পারে আয়নার সঠিক ব্যবহার। তারই রেশ ধরে এখনও ঘর সাজানোর অন্যতম উপযোগী উপাদান হিসেবে অনেকে আয়নাকেই বেঁছে নেন। আর যাই হোক অন্তত একটি আয়না না থাকলে ঘরের পুরো সৌন্দর্যই মাঠে মারা যায়। কিন্তু আয়নায় ঘর সাজানোর কিছু নিয়ম আছে। যা মেনে না চললে শত দামি আয়না দিয়ে ঘর ভরে ফেললেও ঘরকে সুন্দর করে সাজাতে পারবেন না। আবার কিছু নিয়ম মানলে সামান্য ছোট আয়না দিয়েও ঘরে আনতে পারবেন সৃজনশীলতার ছোঁয়া। তাহলে জেনে নিন কিভাবে ঘরকে সাজাবেন আয়না দিয়ে।
ঘর বড় দেখাতে আয়নার ব্যবহার
সাধারনত আমরা অন্যান্য রুমের তুলনায় ড্রয়িং রুমটি একটু বড় রাখি। এবং অনেকেই ড্রয়িং রুমে কোন আয়না রাখেন না।
দেয়ালে রাখুন আয়নার পেইন্টিংস
আয়নার পেইন্টিংস শুনে অনেকেরই হাস্যকর মনে হতে পারে। কিন্তু জেনে রাখা ভালো, মোঘল, আরকান, পাল বংশের রাজা-বাদশাদের রাজপ্রাশাদে অসাধারণ কারুশিল্পের পাশাপাশি ব্যবহার করা হতো এই আয়নার পেইন্টিংস। দারুন সব ফ্রেমে আঁকা ছবির পাশাপাশি ব্যাবহার করা হতো ফ্রেমে বাঁধানো আয়না। এতে করে ঘরে যোগ হয় নতুন এক মাত্রা। একটি দেয়ালে নানা আকৃতির আয়না ঝুলিয়ে দিয়ে দেখুন না। নিশ্চিন্ত থাকুন সবার কাছেই আপনার এই শিল্পটি পছন্দ হয়ে যাবে।ঘরে নাটুকে ভাব আনতে আয়না
যত গম্ভীর মানুষই হোন না কেন, আয়নার সামনে দাঁড়িয়ে ছেলেমানুষি করেননি এমন কথা কেউ অস্বীকার করতে পারবেন না। সাইক্রিয়াটিস্টদের মতে আয়না মন ভালো রাখার একটি ভালো উপায়। যারা বেশ বোরিং জীবন যাপন করেন তারা বাসায় একটু মজার আভাস তৈরি করে নিতে পারেন ঘরে আয়না ব্যবহার করে। একটি দেয়ালজোড়া আয়না আনবে আপনার জীবন যাপনে এই পার্থক্য। বেডরুমের কথাই ধরুন। বেডরুমে একটি আয়না লেগেই থাকে। ড্রেসিং টেবিলের আয়নার ওপর ভরসা করে না থেকে বেডরুমের একটি দেয়ালে লাগিয়ে ফেলুন আয়না। রুমের চেহারাটাই বদলে যাবে। সাধারণ জীবনে আসবে একটু নাটুকেপনা।ঘরে আলো আনার ব্যবস্থা করুন আয়না দিয়ে
ঘর যদি দিনের বেলাও অন্ধকার থাকে তবে কি দেখতে ভালো দেখায়? অবশ্যই না। কিন্তু একটি মাত্র জানালা এবং সেই জানালা দিয়ে অল্প আলো রুমে আসলে আপনার তো তেমন কিছুই করার নেই। কিন্তু না, আপনার অবশ্যই কিছু করার আছে। জানালার বিপরীতে একটু বুদ্ধি খাটিয়ে শৈল্পিক ভাবে সাজান আয়না।
শো পিস হিসেবে ব্যাবহার করুন আয়না
সাধারণ শো পিস কম বেশী সবার বাসাতেই দেখা যায়। যারা অন্যরকম জিনিষ ও সবার থেকে আলাদা থাকতে চান তারা ব্যাবহার করতে পারেন আয়নার শো পিস। ব্যাপারটি তেমন কিছুই নয়। আপনাকে আপনার পছন্দের আকার আকৃতির আয়নার ফরমায়েশ করতে হবে আয়নার দোকানে যেয়ে। ড্রয়িং রুমের দেয়ালে এই ধরনের আয়নার শো-পিস বেশ মানিয়ে যায়।
১ ঘণ্টা, ১ মিনিট আগে
১ ঘণ্টা, ১ মিনিট আগে
১ ঘণ্টা, ৫ মিনিট আগে
১ ঘণ্টা, ২৫ মিনিট আগে
১৩ ঘণ্টা, ১৫ মিনিট আগে
১৬ ঘণ্টা, ৪১ মিনিট আগে
২০ ঘণ্টা, ১৪ মিনিট আগে
২০ ঘণ্টা, ১৬ মিনিট আগে
২২ ঘণ্টা, ২১ মিনিট আগে