ছবি সংগৃহীত

আঙুল সাজুক আংটিতে

nusrat jahan champ
লেখক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৪, ১০:৩১
আপডেট: ০৮ জানুয়ারি ২০১৪, ১০:৩১

আংটি - ফ্যাশনের জগতে একটি গুরুত্বপূর্ণ অলংকারের নাম। সময়ের সাথে সাথে যেমন বদলে যায় অলংকারের ট্রেন্ড, তেমনি বদল আসে এর ডিজাইনেও। এই ট্রেন্ড ও ডিজাইনের পরিবর্তন থেকে বাদ যায় না আংটিও! এই যেমন এখন চলছে তর্জমা বা অনামিকাতে বড় একটি আংটির চল। ছোট-মাঝারি আংটি পরতেও নেই কোনো মানা, তবে তা যেন অবশ্যই হয় আপনার বয়স, ব্যক্তিত্ব, পোশাক ও পরিবেশ-উপযোগী! সোনার দামটা এখন নাগালের বাইরে। সোনার আংটির বিকল্প হিসেবে বেছে নিতে পারেন রূপা বা অন্য কোনো ধাতুর ওপর গোল্ড প্লেটেড করা আংটি। এছাড়া পরতে পারেন রূপা, অক্সিডাইজ, অ্যান্টিক ও অন্যান্য ধাতুর আংটিও। এতে থাকতে পারে মিনা, কুন্দন বা পাথরের কাজ।

ধাতব আংটি পরতে না চাইলে বা ধাতুতে অ্যালার্জি থাকলে বেছে নিতে পারেন অন্য উপাদানের আংটি। দেশীয় ঘরানা রঙিন পুঁতি, নারকেলের মালা, বোতাম, কাঠ, পাথর, বেতের তৈরি আংটিও পরতে পারেন অনায়াসে। আংটি হাত ও আঙুলের গড়ন অনুযায়ী পরলে ভালো দেখায়। হাতের ও আঙুলের গড়ন খাটো হলে চারকোণা, গোলাকার অথবা এক ফুলবিশিষ্ট আংটি পরলে ভালো দেখাবে। চিকন ও লম্বা গড়নের আঙুলে সব ধরনের আংটিই মানিয়ে যায়। বড় আংটি পরতে চাইলে যে কোনো একটি আঙুলে একটি আংটিই পরুন, এতেই ভালো দেখাবে। একটা সময় ছিল যখন শুধু আংটি অনামিকাতেই পরা হতো। আজকাল সব আঙুলে এমনকি বৃদ্ধাঙ্গুলেও আংটি পরার চল রয়েছে। বৃদ্ধা ও কনিষ্ঠা আঙুলের আংটি কেনার সময় যতটা সম্ভব সমতল ডিজাইনের আংটি নির্বাচন করুন। বৃদ্ধাঙ্গুলে জিগজ্যাগ, পেঁচানো বা কয়েকটা চিকন আংটি একসাথে করে বড় আংটির মতো করে পরতে পারেন। তর্জনী, মধ্যমা আর অনামিকায় পরতে পারেন যেকোনো ডিজাইনের আংটি। পোশাক ফতুয়া-জিনসের মতো পাশ্চাত্য হোক অথবা শাড়ির মতো দেশী, আংটি মানিয়ে যায় সব ধরনের পোশাকের সাথেই! জমকালো দাওয়াত ও অনুষ্ঠানে পরতে পারেন সোনার প্রলেপ দেয়া আংটি। এতে থাকতে পারে পাথর, কুন্দনের কারুকাজ। এই আংটিগুলো মানিয়ে যায় শাড়ি, সালোয়ার-কামিজ উভয়ের সাথেই! পরতে পারেন কুন্দনের কারুকাজ করা রঙিন আংটিও।
ফতুয়া-জিনসের সাথে দেশী ঢঙের পুঁতি, নারকেলের মালা, কাঠ ইত্যাদির তৈরি আংটি বেশ ভালো লাগবে। বড় একটি বোতাম বা পাথরের আংটিও মানিয়ে যাবে বেশ।

কোথায় পাবেন :

নিউ মার্কেট, গাউসিয়াসহ শহরের বিভিন্ন শপিং মলের গয়নার দোকানগুলো খুঁজলেই পেয়ে যাবেন আপনার পছন্দসই আংটি। আড়ংয়ে রূপা ও সোনার প্রলেপ দেয়া আংটি পাবেন ৫০০ থেকে ৩০০০ টাকায়। পুঁতি ও বিভিন্ন ধাতুর তৈরি আংটি পাবেন ১০০ থেকে ৫০০ টাকায়। অঞ্জন'স-এ কুন্দন, মুক্তা ও পাথর বসানো রূপা এবং গোল্ড প্লেটেড আংটি পাবেন ৪৫০ থেকে ৩০০০ টাকায়। ডায়মন্ড কাটের বিদেশী আংটিগুলো পাবেন ৫০০ থেকে ৩০০০ টাকায়। ফ্যাশন হাউস যাত্রায় পাবেন রূপা, তামা, পিতল, পুঁতি, সুতা ও কাঠের তৈরি আংটি। পিরান ও মাদুলীতে ফিউশনধর্মী ফ্যাশনেবল আংটি। ঢাকার মেট্রো শপিং মল, জেনেটিক প্লাজা, সীমান্ত স্কয়ার, পিংক সিটি ছাড়াও আর্চিজ এবং হলমার্কের দোকানে পাবেন পছন্দের বড় আংটি। দেশী ঘরানা আংটি পেতে পারেন শাহবাগের আজিজ সুপার মার্কেট।