ছবি সংগৃহীত

অদ্ভুত ডিজাইনে ৭টি কেক দেখে নিন ছবিতে !

নিগার আলম
লেখক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৫, ০৬:৫৯
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫, ০৬:৫৯

ফটো ক্রেডিট:www.boredpanda.com

(প্রিয়.কম)- কেক খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও দারুন। জন্মদিন, বিয়ে, বিবাহ বার্ষিকী বা অন্য যেকোন অনুষ্ঠানে কেক আনা হয়। গাড়ি, পুতুল, কতরকমের ডিজাইনের কেক তৈরি করা হয়। আপনি চাইলে কেকের মাঝে আপনার নিজের ছবিও দিয়ে দিতে পারেন! কিন্তু আপনি কখনও লাইব্রেরি কেক দেখছেন? কিংবা মানুষের গলাকাটা লাশ, অথবা পেঁচানো সাপ? এইরকম অদ্ভুত কিছু ডিজাইনের কেকের ছবি দেখে নিন।

১।  সাপ কেক

এই কেকটি দেখতে সম্পূর্ণ সত্যিকারে সাপের মত।

cutting head cake

২। মাথা কাটা কেক

এই কেকটি দুজন মাথা কাটা মানুষের ডিজাইনে তৈরি করা হয়েছে।

telypoka cake

৩। তেলাপোকা কেক

তেলাপোকার আদলে তৈরি এই কেকটি।

৪। অক্টোপাস কেক

অক্টোপাসের মত দেখতে এই কেকটি।

baby cake

৫। বেবি কেক

একটি ছোট বাচ্চা ঘুমিয়ে আছে এই কেকের ডিজাইনে।

hen cake

৬। মুরগি কেক

একটি মুরগির ডিজাইনে তৈরি এই কেকটির ডিজাইন।

funeral

৭। মৃতদেহ কেক

একটি মৃত মানুষ সমাধির জন্য শুয়ে আছে এই রকম ডিজাইনে  তৈরি করে কেক।