ছবি সংগৃহীত

প্রিয় গন্তব্য: ঘুরে আসুন বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্র

আফসানা সুমী
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৫
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৫

মেঘলা পর্যটনকেন্দ্র বান্দরবানের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। ছবি: ড. জিনিয়া রহমান। 
 
(প্রিয়.কম) চারিদিকে উঁচুনিচু পাহাড় আর মাঝে টলটলে স্বচ্ছ পানির লেক- এই সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা কঠিন। প্রকৃতির এই অপার দানকে পুঁজি করে বান্দরবানে গড়ে উঠেছে মেঘলা পর্যটন কেন্দ্র। কোন এক ছুটিতে পরিবার নিয়ে চমৎকার একটি ট্যুর হতে পারে এখানে।
 
মেঘলা থেকে দেখা যায় এমন পাহাড়ি দৃশ্য। ছবি: ড. জিনিয়া রহমান। 
 
কী কী আছে মেঘলায়:
লেকের উপর দিয়ে চলে গেছে আকর্ষণীয় ২টি ঝুলন্ত সেতু, রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর কথা মনে পড়ে এটি দেখলে। মেঘলায় চিত্তবিনোদনের বিভিন্ন উপকরণের মধ্যে রয়েছে- চিড়িয়াখানা, শিশুপার্ক, সাফারি পার্ক, প্যাডেল বোট, ক্যাবল কার, উন্মুক্ত মঞ্চ ও চা বাগান। ক্যাবল কারের অভিজ্ঞতাটি বেশ মজার আর রোমাঞ্চকর।
 
মেঘলায় রোমাঞ্চকর ক্যাবল কার। ছবি: ড. জিনিয়া রহমান। 
 
এখানে সবুজ প্রকৃতি, লেকের স্বচ্ছ পানি আর পাহাড়ের চূঁড়ায় চড়ে দেখতে পাবেন ঢেউ খেলানো বান্দরবানের নয়নাভিরাম দৃশ্য। পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতে পারেন, নিতে পারেন সবুজ বনের স্বাদ আরও কাছ থেকে। মেঘলা পর্যটন কেন্দ্রের পাশেই রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বান্দরবান পর্যটন হোটেলটি। সাময়িক অবস্থানের জন্য এটি একটি চমৎকার রেষ্ট হাউজ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়।
 
ঝুলন্ত ব্রীজ। ছবি: ড. জিনিয়া রহমান। 
 
প্রবেশ মূল্য:
মেঘলা পর্যটন কমপ্লেক্সে জনপ্রতি প্রবেশ ফি ২০ টাকা এবং গাড়ির পার্কিংয়ের জন্য ১৫০-২০০ টাকা।
 

চিড়িয়াখানায় দেখা হবে নানান বণ্য প্রাণীর সাথে। ছবি: ড. জিনিয়া রহমান। 

কীভাবে যাবেন:
ঢাকা থেকে বান্দরবানের বেশ কয়েকটি বাস আছে যেমন শ্যামলি, হানিফ, ইউনিক, এস আলম, ডলফিন। রাত ১০ টায় অথবা সাড়ে ১১টার দিকে কলাবাগান, সায়েদাবাদ বা ফকিরাপুল থেকে এসব বাস বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাসে জন প্রতি ভাড়া ৫৫০ টাকা। এসি ৯৫০ টাকা।
 
চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে পারেন। বদ্দারহাট থেকে বান্দরবানের উদ্দেশ্যে পূবালী ও পূর্বানী পরিবহনের বাস যায়। এসব বাসে জনপ্রতি ভাড়া ২২০ টাকা।
 

নিজ হাতেই খাবার খাওয়াতে পারেন তাকে। ছবি: ড. জিনিয়া রহমান। 

এরপর বান্দরবান বাস ষ্টেশন থেকে মেঘলা পর্যটন কমপ্লেক্স যেতে লোকাল বাসে জনপ্রতি ১০-১২ টাকা এবং টেক্সি রিজার্ভ ১০০-১২০ টাকা এবং ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার ও চাঁদের গাড়ী ৪৫০-৫০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে।
 
কোথায় থাকবেন:
মেঘলা পর্যটন কেন্দ্রে জেলা প্রশাসনের রেস্ট হাউজটিতে থাকতে চাইলে খরচ পড়বে দিন প্রতি এক রুম ২৫০০ টাকা। যোগাযোগ নম্বর: ০৩৬১-৬২৭৪১ ও ০৩৬১-৬২৭৪২।
 
বান্দরবানে অসংখ্য রিসোর্ট, হোটেল, মোটেল এবং রেস্টহাউজ রয়েছে। যেখানে ৬০০ থেকে ৩ হাজার টাকায় রাত্রিযাপন করতে পারবেন।

প্রিয় ট্রাভেল/ ড. জিনিয়া রহমান