ব্যান্ড তারকা তানযীর তুহিন। ছবি: শামছুল হক রিপন/প্রিয়.কম

নতুন গানের তালিকা দিলেন তানযীর তুহিন

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৮, ১৯:৩০
আপডেট: ০১ মার্চ ২০১৮, ১৯:৩০

(প্রিয়.কম) ভক্ত ও শ্রোতাদের অনুরোধে নতুন ব্যান্ড আভাসের গানের একটি তালিকা প্রকাশ করেছেন জনপ্রিয় শিল্পী তারকা তানযীর তুহিন

২৮ ফেব্রুয়ারি, বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তুহিন এই তালিকা প্রকাশ করেন। 

তালিকায় থাকা গানগুলো হচ্ছে ‘আভাস’, ‘ওরা’, ‘ভয়’, ‘ছায়াশূন্য’, ‘মানুষ-১’, ‘গোপন বৈঠক’, ‘কিছু জারজ’, ‘কাফেলা’, ‘সারাদিন’, ‘পোস্টমর্টেম’ ও ‘আজম খান’।

স্ট্যাটাসে তুহিন জানান, এ গানগুলোর মধ্যে বেশিরভাগই এ বছর আসবে। তবে দুই-তিনটি গান আসবে সামনের বছর। এ গানগুলোর কথা, সুর ও রেকর্ডের কাজ চলছে।

গানের কথা ছাড়াও শারীরিক অবস্থা জানিয়ে তুহিন  লিখেন, ‘অনেক বন্ধু শরীর আর নতুন গানের সম্পর্কে জানতে চেয়েছেন ।কৃতজ্ঞতা সবাইকে। শারীরিক অসুস্থতা ও পরবর্তী সময়টাতে বিপদ কাটিয়ে উঠতে সাহস দেওয়ার জন্যে।’

‘এখন অনেকটা সুস্থ। নতুন গানের চেষ্টা চলছে। চেষ্টা করছি গুছিয়ে নিতে। গানের লিরিক, কম্পোজিশন ও রেকর্ডের কাজ চলছে। ব্যান্ড আভাস ও অসাধারণ কিছু মানুষের আন্তরিকতা ও চেষ্টায়।’

প্রিয় বিনোদন/আজহার