‘সুলতান সুলেমান: কোসেম’ সিরিয়ালের দৃশ্য। ছবি: সংগৃহীত

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে ‘সুলতান সুলেমান: কোসেম’

সিফাত বিনতে ওয়াহিদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৩
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৩

(প্রিয়.কম) বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির জনপ্রিয় সিরিয়াল সুলতান সুলেমান’। ছয়টি সফল সিজন প্রচারের পর এবার শুরু হতে যাচ্ছে নতুন সিজন সুলতান সুলেমান: কোসেম’। সুলতান সুলেমানের দৌহিত্র সুলতান ৩য় মুরাদের উত্তরসূরি, দৌহিত্র্য সুলতান আহমেদ ও তার সন্তানদের রাজত্বকালকে কেন্দ্র করে নির্মিত তুরস্কের এই জনপ্রিয় মেগাসিরিয়াল।

নতুন সিজনের কাহিনী এগিয়েছে সুলতান আহমেদকে কেন্দ্র করে। খুব অল্প বয়সেই ক্ষমতা লাভ করেন তিনি। এ ছাড়া ‘ভাই হত্যা’ নিষিদ্ধকরণের জন্য ঐতিহাসিকভাবে আলোচিত সুলতান আহমেদ। মহানুভবতা, ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি, ন্যায়বিচারের মতো গুণাবলি তাকে স্মরণীয় করে তোলে। কাহিনীর চিত্রায়নে দেখা যায়, সুলতান আহমেদের মহানুভবতার পেছনে পরোক্ষভাবে ছিল তার সহধর্মিণীর প্রভাব। হুররাম সুলতানের পর অটোম্যান সাম্রাজ্যের অন্যতম মহিয়সী নারী হয়ে ওঠেন সুলতান আহমেদের সহধর্মিণী কোসেম সুলতানশুরু হচ্ছে ‘সুলতান সুলেমান: কোসেম’। ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে সুলতান সুলেমানকোসেম’। ছবি: সংগৃহীত 

এক সাধারণ গ্রিক বণিকের কোমলমতি মেয়ে আনাস্তাসিয়া, যে পরবর্তীতে মাহপেইকার এবং সর্বশেষ কোসেম উপাধি লাভ করেন। তিনি হুররাম সুলতানের মতোই বারবার প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন এবং সর্বশেষ পিতৃহত্যার প্রতিশোধ নিতে নিজেকে শক্তিমান করে তোলেন।

শুরু হচ্ছে ‘সুলতান সুলেমান: কোসেম’। ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে সুলতান সুলেমানকোসেম’। ছবি: সংগৃহীত 

আগামী ১৭ ফেব্রুয়ারি রাত ৭টা ৩০ মিনিট এবং রাত ১০টায় প্রচারিত হতে যাচ্ছে সুলতান সুলেমানের পরবর্তী ধারাবাহিক ‘সুলতান সুলেমান: কোসেম’।

এবারের পর্বগুলোতে ভাই হত্যা, প্রাসাদ চক্রান্ত, যুদ্ধ-বিগ্রহ, রাজ্য জয়, অস্থিতিশীল রাজনৈতিক ঘটনা, ক্ষমতার দ্বন্দ্ব ও লড়াই- এই সিরিয়ালের উপজীব্য বিষয়। কাহিনীর পট পরিবর্তনে প্রতিনিয়ত দর্শকের মনে জাগে নানা প্রশ্ন। তাই আবারও উৎসুক দর্শকের প্রশ্নবাণে জর্জরিত করতে এই চমকার নির্মানশৈলী বাংলা ভাষায় উপস্থাপন করতে যাচ্ছে দীপ্ত টিভি।

প্রিয় বিনোদন/শান্ত