মিষ্টি জান্নাতের জন্মদিনের পার্টিতে/ ছবি: সংগৃহীত

কারা কারা ছিলেন মিষ্টি জান্নাতের পার্টিতে?

মিঠু হালদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০১
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০১

(প্রিয়.কম) ঢাকাই ছবির নায়িকা মিষ্টি জান্নাত, অল্প সময়ে সিনেমাতে কাজ করতে এসে নিজের অবস্থান তুলে ধরলেও, ক্যারিয়ারের নিজস্ব অবস্থান সৃষ্টি করতে পারেন নি। ‘লাভ স্টেশন’ ছবি দিয়ে বাপ্পির বিপরীতে অভিষেক ঘটে নায়িকা মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনিবিবি’সহ আরও বেশ কয়েকটি ছবিতে দেখা মিলেছে এ নায়িকার।

মিষ্টি জান্নাতের জন্মদিনের পার্টিতে বাপ্পী, বিপাশা কবির, দিপালী আক্তার তানিয়া, সুমিত সেনগুপ্ত ও তমা মির্জা

এদিকে আজ ২ সেপ্টেম্বর তার জন্মদিন। রাজধানীর একটি রেস্টুরেন্ট সে উপলক্ষ্যে একটি পার্টির আয়োজন করা হয়। যেখানে তার সহশিল্পী ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিলেন-জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী, অভিনয়শিল্পী বিপাশা কবির, দিপালী আক্তার তানিয়া, সুমিত সেনগুপ্ত, তমা মির্জা। আর সে পার্টির বেশ কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেছেন তিনি।

মিষ্টি জান্নাতের জন্মদিনের পার্টিতে বাপ্পী, বিপাশা কবির, দিপালী আক্তার তানিয়া, সুমিত সেনগুপ্ত ও তমা মির্জা

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গত মধ্যরাতে মিষ্টি জান্নাত লিখেছেন,‘আজকের জন্মদিনটা আমার জন্য বেশ সারপ্রাইজিং ছিল। আমার বন্ধু ও ভক্তদের অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। তবে বিশেষ একজনকে মিস করছি। আর কেউ কষ্ট পাবেন না। কারণ জন্মদিনের পার্টিটা আমি আয়োজন করি নি। তবে আমি একটি বড় পার্টির আয়োজন করব। যখন আমি ডাক্তার হব। অপেক্ষায় আছি।’

জান্নাতুল ফেরদৌস মিষ্টি, বাংলা চলচ্চিত্র জগতে তিনি মিষ্টি জান্নাত হিসেবেই পরিচিত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক। ২ সেপ্টেম্বর খুলনায় মিষ্টির জন্ম। ডেন্টাল কলেজে পড়াশোনা করেছেন তিনি।

প্রিয় বিনোদন/গোরা