বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
যার কণ্ঠ এখন বাজছে বিশ্বের নানা প্রান্তে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গাড়ির স্পিকার থেকে সাও পাওলোর টিকটক ড্যান্স পর্যন্ত- সর্বত্রই! বিশ্বজুড়ে অনেকে তাকে চিনলেও হয়তো তার নামটা জানে না- বলা হচ্ছে কে-পপ শিল্পী ইজেই এর কথা।
সম্প্রতি আমেরিকান অ্যানিমেটেড মিউজিক্যাল আরবান ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্র, 'কে পপ ডেমন হান্টার্স' এর টাইটেল সং গোল্ডেন মুক্তি পেয়েছে, যেটি গেয়েছেন ইজেই। বর্তমানে গানটি রয়েছে ইউটিউবের টপ চার্টে। একইসঙ্গে রাতারাতি তারকা বনেও গিয়েছেন এই সংগীত রচয়িতা ও গায়িকা।
কে-পপ জগতে বর্তমানে আলোচিত নাম ইজেই। তবে তার আসল নাম হলো লি ইউন-জায়ে। এই শিল্পীর তারকা হওয়ার স্বপ্ন শুরু হয়েছিল কে-পপ ইন্ডাস্ট্রিজের এসএম এন্টারটেইনমেন্টের মতো নামজাদা প্রশিক্ষণ কক্ষে। যেখান থেকে মূলত বিটিএস বা ব্ল্যাকপিঙ্কের মতো তারকারা সফল হয়েছেন। সেখানে ছিলেন ইজেই, তবে তার অভিজ্ঞতা ছিল ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে সময়টিকে তার জন্য সবচেয়ে কঠোর শিক্ষা এবং সবচেয়ে গভীর একাকীত্ব বলে বর্ণনা করেন।