
লন্ডন স্টেডিয়ামের গ্যালারিতে ওয়েস্টহামের জয়ের সাক্ষী হয়ে ছিলেন মিয়া খলিফা। ছবি: সংগৃহীত
আর্সেনাল মিডফিল্ডারকে মিয়া খলিফার গালিগালাজ
আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪৬
(প্রিয়.কম) ১২ জানুয়ারি, শনিবার লন্ডন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ওয়েস্টহাম-আর্সেনাল। এই ম্যাচে গানারদের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ওয়েস্টহাম।
১৩ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে গানারদের বিপক্ষে জয়ের স্বাদ পায় ওয়েস্টহাম। এদিন ওয়েস্টহামকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। তার সরব উপস্থিতি আলোড়ন তোলে ফুটবল-বিশ্বে। অবশ্য শুধু উপস্থিতিই নয়, আর্সেনাল মিডফিল্ডারকে গালি দিয়েও আলোচনায় উঠে আসেন মিয়া খলিফা।
এই ম্যাচে শুরুর একাদশেই সুযোগ পান মিডফিল্ডার মাত্তেও গুয়েন্দোওজি। অবশ্য মাঠে বেশ ক’বারই ফাউলের শিকার হন তিনি। সমর্থকদের দাবি, দু-একবার অভিনয় করেও পড়ে গিয়েছিলেন আর্সেনালের এই মিডফিল্ডার। এই বিষয়টি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্তেওকে আক্রমণ করেন ২০১৫ সালে পর্ন থেকে অবসর নেওয়া মিয়া খলিফা।
টুইটারে দেওয়া ওই পোস্টটি মিয়া খলিফা শুরুই করেন বাজে দুটি শব্দ দিয়ে। আর শেষ করেন হাতুড়ির ইমো দিয়ে। টুইটারে সাবেক এই পর্ন তারকা লিখেছেন, ‘** **। মাত্তেও গুয়েন্দোওজি, এই ম্যাচে আমি তোমাকে যতবার পড়ে যেতে দেখলাম, ২০১৪ সালেও আমি ততবার শুয়ে পড়িনি! #সিওওয়াইআই’

গত বছরই এক ইনস্টাগ্রাম পোস্টে ওয়েস্টহামের প্রতি দুর্বলতার কথা আজানিয়েছিলেন মিয়া খলিফা। বর্তমানে ফুটবলবিষয়ক একটি প্রজেক্টের শুটিংয়ে লন্ডন অবস্থান করছেন তিনি। কাজের ফাঁকেই গানারদের বিপক্ষে প্রিয় দলের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি। খেলা শুরুর আগে স্টেডিয়ামের টানেলেও দেখা গেছে তাকে।
ম্যাচ শুরুর আগে মিয়া খলিফা ৩-২-এ ওয়েস্টহাম জিতবে বলে ভবিষ্যদ্বাণীও করেছিলেন। ম্যাচ চলাকালীন এক আর্সেনাল সমর্থককে সাক্ষাৎকারও দেন তিনি। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন তিনি ওয়েস্টহামকে সমর্থন করেন। জবাবে মিয়া খলিফা বলেছিলেন, ‘কারণ তারা আন্ডারডগ!’

এ ছাড়া প্রিয় খেলোয়াড়ের নাম জানতে চাওয়া হলে মিয়া খলিফা বলেন, ‘ফেলিপে আন্ডারসন ওয়েস্টহামের ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। সে আট গোল করেছে। প্রিমিয়ার লিগে শীর্ষে আছে। আমি অবশ্য তার কাছে জানতে চাই, সে চুলে কোন কন্ডিশনার ব্যবহার করে!’
প্রিয় খেলা/আজাদ চৌধুরী