স্ত্রী শিশির ও মেয়ে অউব্রির সঙ্গে সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

নিজ এলাকায় যে নামে পরিচিত সাকিব-পত্নী

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯, ২২:০৭
আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯, ২২:০৭

(প্রিয়.কম) কেউ বলেন উম্মে আহমেদ শিশির, কেউ বলেন সাকিব উম্মে আল হাসান। আবার কেউ হয়তো বলেন শিশির আল হাসান। যে যেটাই বলুক না কেন, শিশির নামেই পরিচিত বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী। কিন্তু জন্মস্থান নরসিংদীর মনোহরদীতে এই নামে পরিচিত নন সাকিব-পত্নী। এলাকাবাসীর কাছে তিনি পরিচিত সরদার উম্মে রোমান আহমেদ নামে।

বিয়ের ছয় বছরের মাথায় ২৪ জানুয়ারি, বৃহস্পতিবার প্রথম বারের মতো শ্বশুরবাড়িতে পা রাখেন সাকিব। এ উপলক্ষে এলাকাবাসীর ছিল বাড়তি প্রস্তুতি।

এদিন মনোহরদীতে জামাই সাকিবকে জাঁকজমকপূর্ণ গণসংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার গণমান্য ব্যক্তি ছাড়াও উপস্থিত ছিলেন সাকিব-পত্নী।

সাকিবের আগমন উপলক্ষে সংবর্ধনা মঞ্চে টানানো ব্যানার। ছবি: সংগৃহীত

সাকিব-পত্নী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ব্যানারে তার নামটি যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চের পেছনে টানানো ব্যানারে বড় করে লেখা ছিল সরদার উম্মে রোমান আহমেদের নাম। পাশেই ব্র্যাকেটে লেখা ছিল শিশির আল হাসান। তবে সেটা বেশ ছোট করে।

সাকিব-শিশিরের চার হাত এক হয়েছে ছয় বছরেরও বেশি সময় আগে। ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব-পত্নী শিশির মনোহরদী উপজেলার রামপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সরদার মমতাজউদ্দিন আহমেদ ও সরদার নার্গিস আহমেদের মেয়ে। শিশির তার ডাকনাম।

প্রিয় খেলা/আজাদ চৌধুরী