সংগীতশিল্পী প্রীতম হাসান। ছবি: সংগৃহীত

‘পিৎজা ভাই’র জন্য গাইলেন প্রীতম হাসান

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০০:৩০
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০০:৩০

(প্রিয়.কম) দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের গান ‘আমি আমার মতো’।

প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল থেকে ২৩ নভেম্বর রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গানের সুর-সংগীতও করেছেন প্রীতম। রাকিব হাসান রাহুল গানের কথা লিখেছেন। বায়োস্কোপ অরিজিনাল অ্যাপের জন্য নির্মিত শর্টফিল্ম ‘পিৎজা ভাই’তেও গানটি ব্যবহৃত হয়েছে।

শর্টফিল্মটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ুন। এতে অভিনয় করেছেন রাহাত রহমান, মিশ্মরী রশিদ, জুয়েনা কবির ও বায়েজিদ হক জোয়ার্দার।

প্রীতম হাসান বলেন ‘এই শর্টফিল্মের গল্পটি একেবারেই ব্যতিক্রম। সেই গল্প অনুসারেই গানটি করেছি। যার ফলে গানের গল্পেও সেটা ফুটে উঠছে। আশাকরি গানটি সবার ভালো লাগবে।’

প্রিয় বিনোদন/গোরা