
বাবা-মায়ের সঙ্গে মীর সাব্বির (বাঁয়ে)। ছবি: সংগৃহীত
বাবাকে নিয়ে মীর সাব্বিরের আবেগঘন স্মৃতিচারণ
আপডেট: ৩১ জুলাই ২০১৮, ১৭:১৮
(প্রিয়.কম) ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। আজকের এই দিনে বাবাকে হারিয়েছেন তিনি। ২০১৫ সালের ৩১ জুলাই, রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন এ অভিনেতার পিতা মীর মাহবুব হোসেন। তাই আজ বাবার মৃত্যুবার্ষিকীতে বেশ আবেগপ্রবণ হয়ে উঠেন তিনি। সেই সঙ্গে বাবাকে নিয়ে বেশ কিছু স্মৃতিচারণও করেন।
৩১ জুলাই, অভিনেতা সাব্বির ফেসবুকে তার বাবা মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট দেন। বাবা-মায়ের সঙ্গে তোলা স্মৃতি জোড়ানো ওই ছবিটি নিয়ে প্রিয়.কমের সঙ্গে আলাপ হয় তার। আলাপকালে তিনি বলেন, ‘সময়টা ছিল ২০১৪ সালের ডিসেম্বর। আব্বা-আম্মাকে নিয়ে আমি একাই ঘুরতে গিয়েছিলাম ইন্ডিয়াতে। দিল্লি, আগ্রা, তাজমহল এসব জায়গাতেই মূলত ঘোরাঘুরি করেছিলাম। সেখান থেকে ফেরার ছয় কী সাত মাস পরেই বাবা মারা যান। আজ বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী। বাসায় সবাই মিলে বাবার জন্য দোয়া করছি। পারিবারিকভাবে দিনটি পালন করা হচ্ছে। শুক্রবার মিলাদের আয়োজন করব।’

২০১৪ সালে বাবা- মায়ের সঙ্গে আগ্রার তাজমহলে তোলা ছবিটি বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেন এ অভিনেতা। সেই ছবির ক্যাপশনে তিনি তার বাবাকে নিয়ে লিখেন, ‘আব্বা কোথায় চলে গেলেন? আমার ফারশাদ (মীর সাব্বিরের বড় ছেলের নাম ফারশাদ), আমার সানদিদ (ছোট ছেলের নাম সানদিদ) বড় হয়ে যাচ্ছে। আমার শুটিং কেমন চলছে? ফোন দিয়ে আর জিজ্ঞেস করেন না। কোথায় চলে গেলেন, আব্বা? যেখানে থাকেন ভালো থাকবেন। আপনার ছয়টি সন্তান আপনার দোয়া নিয়ে, আদোর নিয়ে খুব ভালো আছে। তিনটি বছর আপনি নাই। আপনার ভাই-বোনরা আপনাকে নিয়ে অনেক কথা বলে। অনেক দোয়া করে নিশ্চয়ই। আপনারা দুই ভাই এখন একসাথে আছেন। কেমন আছেন, কোথায় আছেন জানি না।
আব্বা, আমরা সবাই যেন ভালো থাকতে পারি, মিলে মিশে থাকতে পারি। আপনার সব স্মৃতি, আপনার সব ভালোবাসার স্মৃতি যেন রক্ষা করতে পারি, সেই দোয়া চাই।
আল্লাহ, আমাকে শক্তি দাও। আল্লাহ, আব্বাকে বেহেস্ত নসিব কর। আব্বা, আজ আপনার মৃত্যুবার্ষিকীতে বলতে চাই, আপনার নামে একটা মসজিদ, একটা মাদ্রাসা করতে চাই, আপনার সবচেয়ে প্রিয় জায়গায়। আল্লাহ, আমাকে শক্তি দাও। রাব্বি হামহুমা কামা রাব্বাইয়া সাগিরা।’
প্রিয় বিনোদন/গোরা