পরিবারের নতুন সদস্যটির ছবি তোলা হয় অনেক আয়োজন করেই। ছবি কৃতজ্ঞতা: কাওসার মুজিব অপূর্ব

নবজাতক শিশুর যে ১০টি ছবি অবশ্যই তুলবেন!

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১২
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১২

(প্রিয়.কম) সন্তান ভূমিষ্ঠ হবার দিনটি সব পিতামাতার কাছেই অবিস্মরণীয়। এই দিনটিকে স্মৃতির পাতায় আরো উজ্জ্বল করে রাখতে সব পরিবারেই নবজাতক শিশুর ছবি তোলার রেওয়াজ আছে বটে। শিশুকে নিয়ে ব্যস্ততায় কেটে যায় অনেক সময়, হয়তো তেমন কোনো পরিকল্পনা ছাড়াই শিশুর ছবি তোলা হয়। কিন্তু আপনি যদি একটু পরিকল্পনা করে, একটা তালিকা করে কয়েকটা ছবি নিজে বা পরিচিত কাউকে দিয়ে তুলিয়ে রাখতে পারেন, তবে দারুণ হয়! ভবিষ্যতে এই ছবিগুলো দেখলে এক নিমিষেই আপনার মনে পড়ে যাবে সেই দিনটির কথা। চলুন, দেখে নিই এমন ১০টি ছবি যা তোলা দরকার নবজাতকের জীবনের প্রথম দিনটিতেই!

বাবার সাথে

ছবি কৃতজ্ঞতা: আসিফ শাহরিয়ার

১) বাবামায়ের সাথে 

শুরু হয়েছিল দুজন মানুষকে দিয়ে, এখন হঠাৎ পরিবারের সদস্য সংখ্যা তিন! বাবার সাথে বা মায়ের সাথে আলাদাভাবে ছবি তুলতে পারেন, আবার একসাথেও তিনজনে ছবি তুলে ধরে রাখতে পারেন আনকোরা এই মুহূর্তটি। 

বোনের সাথে শিশু

ছবি কৃতজ্ঞতা: শ্রাবণী জামান লোপা

২) বড় ভাই-বোনের সাথে 

শিশু একটু বড় হতে হতে ভাইবোনের সাথে এক সময়ে সাপে-নেউলে ঝগড়া লাগবে, দিনরাত মারামারি করবে। কিন্তু শিশুটিকে প্রথম দেখার সময়ে ভাই বা বোনের যে নিখাদ ভালোবাসার মুহূর্তটি, তা ক্যামেরায় ধরে রাখা কিন্তু জরুরী! 

৩) নানা-নানি এবং দাদা-দাদির সাথে

দিনটি যে শুধু বাবামায়ের জন্য আনন্দের তা কিন্তু নয়, তাদের বাবামায়ের জন্যও দারুণ শুভ একটি দিন। নাতি-নাতনির সাথে আনন্দঘন প্রথম মুহূর্তটির ছবি কিন্তু অবশ্যই তুলবেন। 

৪) পায়ের ছাপ রাখা

শিশুর স্মৃতি রাখার জন্য বেবি ডায়েরি ব্যবহার করেন অনেকে। তাতে বাচ্চার পায়ের ছাপ রাখার একটা জায়গা থাকে। সেটা ব্যবহার না করলেও শিশুর পায়ে আলতা পরিয়ে একটি কাগজে তার ছাপ নিয়ে নিন এবং তার ছবিও তুলে রাখুন। খুবই সুন্দর একটি মুহূর্ত এটি। 

পায়ের ছবি

ছবি কৃতজ্ঞতা: উপমা রাইসা নাজিম

৫) বাবুর পায়ের ছবি

ছোট্ট বাচ্চার গোলগাল হাত-পা, পায়ের অসম্ভব ছোট ছোট আঙ্গুল- দেখলে কার না আদর করতে ইচ্ছে হয়? আপনার শিশুর ছোট্ট পাওয়ের ছবি তুলে রাখুন, এই পা-গুলোই একদিন সাড়া পৃথিবী চষে বেড়াবে। 

মুখভঙ্গি

ছবি কৃতজ্ঞতা: শ্রাবনী জামান লোপা

৬) মজাদার কোনো মুখভঙ্গি

ছোট্ট মানুষটি প্রথম পৃথিবীতে এসেছে, তার তো সবকিছু বুঝে উঠতে অনেক সময় লাগবে। প্রথমবার তার ছোট্ট মুখ কুঁচকে কান্নার ভঙ্গী, হাই তোলা অথবা জিহ্বা বের করে ভেংচি কাটা- এটা অনেকদিন মনে থাকবে আপনার।

৭) বাচ্চার গভীর ঘুম

বাচ্চার ঘুমন্ত একটি মুখের চাইতে নিষ্পাপ আর কি আছে পৃথিবীতে, বলুন? প্রথমবার তার ঘুমন্ত মুখের ছবিটি ধরে রাখুন ক্যামেরায়।

মায়ের কোলে

ছবি কৃতজ্ঞতা: শ্রাবনী জামান লোপা

৮) মায়ের কোলে প্রথমবার

নয়  মাস যাকে নিজের শরীরে ধারণ করেছেন, তাকে প্রথমবার কাছে পাওয়ার শিহরণের তুলনা হয় না। মায়ের কাছে শিশুকে দেওয়ার প্রথম মুহূর্তটি তাই একেবারেই আলাদা। আর এই ছবিটি মায়ের কাছে মূল্যবান হয়ে থাকবে সারাটি জীবন। 

৯) বাচ্চার আইডি ট্যাগ

অনেক বাচ্চার নাম আগে থেকে ঠিক করা থাকে। অনেকের আবার জন্মের বেশ কিছু সময় পর নাম দেওয়া হয়। সে সময়টুকুতে বাচ্চার হাতে বা পায়ে আইডি ট্যাগ পরানো থাকে। জীবনের এই সময়টুকুর ছবি তুলে রাখতে ভুলবেন না। 

আঙ্গুল ধরা

ছবি: কাওসার মুজিব অপূর্ব

১০) আঙ্গুল ধরার মুহূর্ত

হ্যাঁ, বাচ্চা হয়তো বুঝেশুনে আঙ্গুলে ধরে না, বরং তার ছোট্ট হাতের তালুতে বড় কেউ আঙ্গুলে গুঁজে দিলে সে রিফ্লেক্স থেকেই আঙ্গুল ধরে ফেলে। কিন্তু তারপরেও এই প্রথম মুহূর্তটি অনেক শ্বাশ্বত, ছবি তুলে রাখার মতো। 

সূত্র: Popsugar

সম্পাদনা: রুমানা বৈশাখী