ছবি সংগৃহীত

১০ জন জেলা এবং দায়রা জজকে বদলি

priyo.com
লেখক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:০৯
আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:০৯

বাংলাদেশ সুপ্রিমকোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে সরকার ১০ জন জেলা এবং দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা এবং ৬ জন যুগ্ম-জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে। সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মো. মোক্তার আহমেদকে জামালপুরের বিশেষ জজ; হবিগঞ্জের জেলা ও দায়রা জজ কে এম জুলফিকার আলীকে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ; পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল ইসলামকে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ; ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব-উল-হককে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফখরুদ্দিনকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা; ঢাকার বিশেষ জজ আদালত নং-৮ এর বিশেষ জজ শামস-উল-আরেফিনকে রাঙ্গামাটির জেলা ও দায়রা জজ; জামালপুরের বিশেষ জজ মো. মোহসীন মোল্লাকে মাদারীপুরের জেলা ও দায়রা জজ; রাজবাড়ির জেল ও দায়রা জজ মাহমুদুল কবিরকে নীলফামারীর জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। এছাড়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদারকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ এবং ময়মনসিংহের বিশেষ জজ হুমায়ুন কবিরকে ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে। এদিকে যুগ্ম-জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা মো. রস্তম আলীকে মাগুরার যুগ্ম-জেলা ও দায়রা জজ; আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা সালাউদ্দিন মো. আকরামকে লালমনিরহাটের যুগ্ম-জেলা ও দায়রা জজ; বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকারকে খুলনার যুগ্ম-জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। পাবনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁকে চট্টগ্রামের অর্থঋণ আদালতের জজ এবং ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা ফেরদৌসকে ঢাকার অর্থঋণ আদালতের জজ পদে বদলি করা হয়েছে। এছাড়া চাঁদপুরের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আব্দুর রহমানকে যুগ্ম-জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে ময়মনসিংহের যুগ্ম-জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।