ছবি সংগৃহীত

সেবা প্রকাশনীর স্টলে ভিড় থাকছেই

আরিফ আরমান বাদল
সহ-সম্পাদক, বিজনেস এন্ড টেক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ০৮:৩৮
আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ০৮:৩৮

(প্রিয়.কম) ‘আমি থ্রিলারধর্মী বই পড়তে পছন্দ করি তাই সেবা প্রকাশনীর বই পড়ি।’ বলছিলেন সেবা প্রকাশনী থেকে সদ্য বই কেনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র জাকারিয়া। জাকারিয়ার মত এরকম অনেক তরুণ-তরুণী সেবা প্রকাশনীর সামনে ভিড় করে আছে বই কেনার জন্য। গোয়েন্দা উপন্যাস, অনূদিত গল্প, ভৌতিক গল্প, ওয়েস্টার্নসহ বিভিন্ন ধরণের বই কিনছেন তারা। এবার সেবা প্রকাশনী বইমেলা উপলক্ষে ১০টি নতুন বই প্রকাশ করেছে জানান স্টলে থাকা সেবার কর্মী। বইগুলো হল- তিন গোয়েন্দা ভলিউম-১৩৪, অনূদিত গ্রন্থ নাডা দ্য লিলি, দি আইভরি চাইল্ড, দি লায়ন্স স্কিম, স্যার আর্থার কোনান ডয়েলের শেষ যাত্রা,রোমান্টিক উপন্যাস সায়েম সোলায়মানের ভালোবাসা ভাল নয়, ওয়েস্টার্ন- মাসুদ আনোয়ারের নিঃসঙ্গ নেকড়ে, ডিউক জনের সুবর্ণ সমাধি, মুনতাসির রহমান অর্ণবের হাঙ্গামা, মাসুদ রানা সিরিজের পাতকিনী। মেলার শুরু থেকেই বেচাবিক্রি ভাল হচ্ছে বলে প্রিয়.কম-কে জানান বিক্রেতারা। মাসুদ রানা, তিন গোয়েন্দা বিক্রির শীর্ষে। তারা আরও বলেন, সেবা প্রকাশনী ১৯৬৪ সাল থেকে পাঠকদের জন্য ব্যতিক্রমধর্মী বই প্রকাশ করে আসছে। সেবা প্রকাশনীর লক্ষ্যই হচ্ছে পাঠক সৃষ্টি করা। আমাদের বইয়ের মান সব সময়ই একই। নিউজপ্রিন্ট কাগজে ছাপা হয় সেজন্যে বইয়ের দাম কম থাকে। আমরা বিশ্বখ্যাত লেখকদের বই অনুবাদ করে সুলভ মূল্যে বিক্রি করে থাকি। বইয়ের দামের ব্যাপারে তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর বইয়ের দাম একটু বেশি। কারণ দিন দিন কাগজের দাম বাড়ছে। হরাতাল অবরোধ হলেও সর্বোপরি ভালই বই বিক্রি হচ্ছে বলে জানান প্রকাশনী কর্তৃপক্ষ। এদিকে সেবা প্রকাশনী থেকে বই কিনে বাড়ি ফেরা আহসানাউল্লাহ ইউনিভার্সিটির ছাত্র রাফি বলেন,‘আমি অনূদিত গল্প পড়তে ভালবাসি। তাই ব্যাগভর্তি অনূদিত গল্প কিনে নিয়ে বাড়ি ফিরছি।’ তার হাতে ছিল ‘দ্য পিপল অব দ্য মিস্ট’, ‘নাডা দি লিলি’, হেনরি রাইডার হ্যাগার্ডের ‘শী এ্যা- আ্যালান’। এছাড়া ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী ঈশিতা রিটার্ন অব ড্রাকুলা, হেনরি হ্যাগার্ডের শী,রিটার্ন অব শী কিনেছেন। তিনি সেবা প্রকাশনীর বই পড়তে ভালোবাসেন বলে জানান। তিনি আরও বলেন, বইয়ের দাম একটু বেড়েছে কিন্তু এটা কোন ব্যাপার না। হরতাল আছে তাই রাস্তাঘাট ফাঁকা পাবো, তাড়াতাড়ি বাড়ি যেতে পারব। এক প্রকার ভালই হয়েছে।