
ছবি সংগৃহীত
সর্বকালের সেরা কিছু গেম
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৫, ২০:০১
আপডেট: ২৫ আগস্ট ২০১৫, ২০:০১
আপডেট: ২৫ আগস্ট ২০১৫, ২০:০১
ভিডিও গেম খেলে আমরা আনন্দ পেলেও এবং গেমের সাথে ফান কথাটি জড়িত থাকলেও ভিডিও গেম ইন্ডাস্ট্রি কিন্তু মজার কিছু নয়, বরং এটি অনেক বেশি সিরিয়াস এবং লাভবান একটি জায়গা। এজন্যই গবেষকরা বলেছেন এবছর ভিডিও গেম ইন্ডাস্ট্রি ১০০ বিলিয়নের মত লভ্যাংশ আয় করতে সক্ষম হবে। যাই হোক, আজ আমি ভিডিও গেম সেলস উইকি এবং এনসাইক্লোপিডিয়া গামিয়া ঘেটে এমন কিছু গেম নিয়ে একটি তালিকা তৈরি করেছি যেগুলো হচ্ছে সর্বকালের সেরা কিছু গেম। চলুন, ছোট্ট করে গেমগুলো সম্পর্কে জেনে নেই।
Space Invaders
Arcade/Atari 2600 ঘরনার গেমটি কামিয়েছে প্রায় ১৩.৯ বিলিয়ন ডলার। টাইটোর তৈরি স্পেস ইনভেডারস নামের এই গেমটি বিশ্বের প্রথম ভিডিও গেম না হলেও গ্লোবালি যে কয়টি গেম খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলো সেগুলোর মধ্যে সম্ভবত এই গেমটিই প্রথম। একটি সূত্র থেকে জানা যায়, এই গেমটি জাপানে প্রথম লঞ্চ করার পর জাপানে কয়েন সংকট পর্যন্ত দেখা দিয়েছিলো।
Pac-Man
চমৎকার এই জনপ্রিয় গেমটি মূলত Arcade ঘরনার। গেমটি কনসোল, মোবাইল এবং কম্পিউটারেও খেলা যায়। ১৯৮০ সালে তৈরি এই গেমটির আয় করা অর্থের পরিমাণ প্রায় ১২.৮ বিলিয়ন ডলার।
Street Fighter II
স্ট্রিট ফাইটার খেলেনি এমন কেউ কি আদৌ এই পৃথিবীতে আছে? আমার বিশ্বাস যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের মধ্যে অন্তত ৮০ শতাংশ মানুষই এই গেমটি খেলেছেন। ১৯৯১ সালে তৈরি হওয়া গেমটি এতটাই জনপ্রিয় হয়েছিলো যার ফলাফল স্বরূপ ২০১৬ সালেও আমরা এর নতুন সংস্করণ "Street Fighter V" দেখতে পাবো বলেই আশা করছি। গেমটি এপর্যন্ত আয় করেছে প্রায় ১০.৬ বিলিয়ন ডলারের মত অর্থ।
World of Warcraft
কম্পিউটারের এই গেমটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালের দিকে। চমৎকার এই মাল্টিপ্লেয়ার অনলাইন গেমটিতে গেমাররা বিজার্ডস ওয়ারক্রাফট ইউনিভার্সের ক্যারেকটারের রোল প্লে করে গেমটি খেলতে পারতেন। চমৎকার এই অনলাইন মাল্টিপ্লেয়ার গেমটির আয়কৃত অর্থের পরিমাণ প্রায় ৮.৫ বিলিয়ন ডলার।
CrossFire
কোরিয়ান ডেভেলপারদের তৈরি এই কম্পিউটার গেমটি হচ্ছে একটি অনলাইন ট্যাকটিকাল শুটিং গেম এবং এই গেমটির বিশ্বব্যাপী রয়েছে প্রায় ৫০ মিলিয়নেরও বেশি খেলোয়াড়। গেমটির আয়কৃত অর্থের পরিমাণ প্রায় ৬.৮ বিলিয়ন ডলার।
Wii Sports
গেমটি খেলা যেত শুধুমাত্র নিনটেন্ডোর উইই কনসোলেই। Wii Sports গেমটির আয়কৃত অর্থের মূল্য প্রায় ৬ বিলিয়ন ডলার।
Lineage Series
দক্ষিণ কোরিয়ার তৈরি এই গেমটি একটি অনলাইন আরপিজি ঘরনার গেম যা ডেভেলপ করেছিলো NCSoft প্রতিষ্ঠানটি যা প্রায় ১৪ মিলিয়নেরও বেশি মানুষ খেলেছিলো এবং এই গেমটিতে ছিলো ইন-গেম পারচেস সুবিধার যা গেমটির প্রধান আয়ের উৎস ছিলো। ১৯৯৮ সালের মুক্তি পাওয়া এই কম্পিউটার গেমটির আয়কৃত অর্থের পরিমাণ প্রায় ৫.৭ বিলিয়ন ডলার।
Wii Fit
এই গেমটিও নিনটেন্ডোর উইই কনসোলের জন্য নির্মিত একটি গেম যা মূলত মানুষকে নানা প্রকার ব্যায়াম করতে সাহায্য করতো। ২০০৭ সালে তৈরি এই গেমটির আয়কৃত অর্থের পরিমাণ প্রায় ৫ বিলিয়ন ডলার।
Donkey Kong
১৯৮১ সালে নির্মাণ করা এই গেমটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল। আমি নিজেই ছোটবেলায় খুবই পছন্দ করতাম খেলাটি। কোন এক কারণে কখনোই খুব বেশি লেভেল পার করতে পারতাম না। যাই হোক, গেমটি আয়কৃত অর্থ প্রায় ৪.৪ বিলিয়ন ডলার।
Dungeon Fighter Online
২০০৫ সালের দিকে কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছিলো Dungeon Fighter Online নামের এই কোরিয়ান গেমটি যা আমেরিকায় খুব বেশি জনপ্রিয়তা না পেলেও দক্ষিণ কোরিয়ায় বেশ সাড়া ফেলেছিল এবং এখনও অনেকেই এই গেমটি খেলে থাকেন। গেমটির আয়কৃত অর্থের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ডলার।
৮ ঘণ্টা, ১৪ মিনিট আগে
১১ ঘণ্টা, ২৮ মিনিট আগে
১১ ঘণ্টা, ২৮ মিনিট আগে
১১ ঘণ্টা, ২৯ মিনিট আগে
১৪ ঘণ্টা, ১৩ মিনিট আগে
১৪ ঘণ্টা, ১৩ মিনিট আগে
১৪ ঘণ্টা, ২৩ মিনিট আগে
১৪ ঘণ্টা, ২৪ মিনিট আগে
২০ ঘণ্টা, ৩১ মিনিট আগে
২১ ঘণ্টা, ১৩ মিনিট আগে
২১ ঘণ্টা, ১৫ মিনিট আগে