ছবি সংগৃহীত

শীলা আসিফের বিয়ে ও সোশ্যাল মিডিয়া জুড়ে পাঠক প্রতিক্রিয়া

priyo.com
লেখক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৩, ১৭:৪১
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৩, ১৭:৪১

১০-১২ বছর আগের গুজব আজ সত্যি প্রমানিত হল। সেই সময় আসিফ নজরুল ও শীলার বিয়ের জোর গুঞ্জন উঠেছিল। কিন্তু সময় যায়, মানুষ তা ভুলে যায়। কিন্তু আজ সত্যিটা জানা গেলো। জানা যায়, ২ মাস আগে তারা বিয়ে করেছেন। সামাজিক গণমাধ্যম ফেসবুকে শীলা-আসিফের একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় কাবিননামায় সই করছেন শিলা, কাঁধে হাত দিয়ে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছেন আসিফ নজরুল। এই খবরে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। বিভিন্ন গণমাধ্যমে এই খবর পড়ে পাঠকরা নানা মন্তব্য করেছেন এবং জানিয়েছেন নানা প্রতিক্রিয়া। প্রিয়.কম পাঠকদের জন্য বাছাই করে এখানে কিছু দেয়া হলো।

Shauhardo Iqbal: নিতান্তই একটা রুচিহীন বিদঘুটে কৌতূহল - আসিফ নজরুল বা শীলা'র বাচ্চা কতগুলো ( সৎ বাবা বা সৎ মা'ও যদি বাবা-মা হিসেবে বিবেচিত হয় ) ? বিবাহ-ভালবাসা এইগুলা একান্তই মানুষের ব্যক্তিগত ব্যাপার । তবে সমসাময়িক রাজনীতি'র মারপ্যাঁচে হাঁপিয়ে ওঠা মানুষগুলো বিনোদন পেল ! Apatoto Nihoto:
বাংলাদেশে বিয়ে না করে দুইজন একসাথে থাকলে লোকে খারাপ বলবে, আবার বিয়ে করলেও লোকে খারাপ বলবে.. আসিফ নজরুল আর শীলা আহমেদ বিয়ে করেছেন এটা নিয়ে কত ঠাট্টা কত ব্যঙ্গ! কেউ কেউ হুমায়ূন আহমেদকেও টানছে, শীলা আহমেদকে 'বাপকা বেটি' বলে আখ্যায়িত করতে পেরে বেশ আমোদিত বোধ করছে... আমরা এত কট্টর কেন? এত গোঁড়ামি কেন এই দেশের মানুষের মাঝে? হয় আওয়ামী লীগ না হয় রাজাকার অথবা হয় বিএনপি না হয় নাস্তিক... যেন সব কিছুকে ছাঁচে আটকে রাখতেই হবে.. এভাবে ছাড়া আমরা ভাবতে পারি না কেন?
Ashif Entaz Rabi: আমি অনেক বাঙালি মেয়েদের চিনি যারা পর পুরুষের সাথে মানসিক সম্পর্ক রাখে। আমি অনেক বাঙালি মেয়েদের চিনি যারা পর পুরুষের সাথে শারীরিক সম্পর্ক রাখে। আমি অনেক বাঙালি নারীকে চিনি যারা ''ব্যালেন্স'' করে চলতে পারে। একদিকে স্বামী, অন্যদিকে বয়ফ্রেন্ড ... কী দারুন সমন্বয় ... যেন সার্কাসের সেই সরু দড়ির উপর দিয়ে হেঁটে চলা ... অবলীলায়... আমি এইসব নারীদের পারফর্মেন্সে মুগ্ধ। তারা গুণী, এতে আমার কোনো সন্দেহ নেই। আমি তাদের গুণমুগ্ধ, আমি তাদের ফ্যান। কিন্তু আমি শ্রদ্ধা করি শিলা আহমেদকে। শিলা আহমেদ নিজের হৃদয়ের সাথে প্রতারণা করেননি। শিলা আহমেদ কোনো ভন্ডামি করেননি। শিলা আহমেদ কোনো দুই নম্বরি করেননি। শিলা আহমেদ যাকে ভালোবেসেছেন, তাকেই বিয়ে করেছেন। তিনি কোনো ছলনার আশ্রয় নেননি, কোনো ন্যাকামিও করেননি। তার বিয়ের ব্যাপারটা আমার ভালো নাও লাগতে পারে ... কিন্তু তার সততাকে আমি শ্রদ্ধা করি ... তার সাহসকে আমি শ্রদ্ধা করি অন্তর থেকে শ্রদ্ধা করি। শিলা, আই স্যালুট ইউ। এই পতিত এবং পতিতাদের পৃথিবীতে শিলা একজন ব্যতিক্রম নারী। Fida Hasan: >হুমায়ুন কন্যা শীলা আহমেদ, তার নিজেস্বতার পাশাপাশি আমি হুমায়ুনভক্ত বিধায়ও আমার এক ভালোলাগা ছিলো তার প্রতি। বিশেষত, হুমায়ুন-শাওন ক্লাইমেক্স (!) এ তার রিয়াক্ট ছিলো রেস্পেকটেবেল। >ড. আসিফ নজরুল, যখন সে কথা বলে মনে হয় 'গুরু'। স্পস্টভাবে ঠিক রাইট পয়েন্টে কথা সেই বলে কারন সে বুদ্ধিমান আর তাই এইভাবে শুধু সেই দেখতে পায়...! (যদিও ইদানিং সে তার পলিটিক্যাল ইনক্লাইনেশনটা সে নগ্ন ভাবে দেখাচ্ছে) তবুও, তার ড্যাম ভাব আর পিনপয়েন্টে কথা বলা তাকে আমার দৃষ্টি এক অন্যন্যতায় উঠিয়েছিলো। ভালোলাগা ঘিরে ছিলো। >এই দুই ভালোলাগা মানুষের কাছাকাছি থাকার ডিশিসনটা হয়ত আরো ভালোলাগা হতে পারত। কিন্তু কেন যেন বিষয়টা একটা বিতৃস্নার সৃষ্টি করেছে। >>সুন্দর দুটি রঙ্ মিলে নতুন একটা রঙ তৈরি করে তবে সেটা সবসময় সুন্দর হয় না। প্রকৃতির হেয়ালী বোঝা দায়। :::আজ আমার বোন বললো, আমার সেন্টিমেন্ট গেয়োদের মত। হু, বুঝতে পারছি।আমি মোটেই আধুনিক না, দুটি মৌলিক রঙ মিলে যে "Remix" হয় তার সৌন্দর্য আমার এই ব্যাকডেটেড চোখ দর্শন করতে পারে না। আধুনিক হতে আমায় বেগ পেতে হবে। (SIGH, ২০১৩ সালটা কেন শেষ হচ্ছে না...! আর কতো?) Nazia Sharmin Rifka ক্যামনে পসিবল? শীলা আপুর প্রথম হাসব্যান্ড আসিফ নজরুল, হূমায়ুন স্যার শাওনকে বিয়ের পর উনি অভিমানের বশে এই কাজ করেন। কিন্তু সেই বিয়ে টেকেনি, কিছুদিন পরেই ডিভোর্স হয়ে যায়। আপু তার সহপাঠি অপুকে বিয়ে করেন। সেই ঘরে উনাদের দুটা ফুটফুটে বাচ্চাও আছে। তাহলে এখন তো আবার আসিফ নজরুলকে বিয়ে করার কোন যুক্তি থাকতে পারে না। Abdullah Al Shafi হুমায়ূন আহমেদ কন্যা শীলার ভক্তরা মনে মনে জ্বইলা ছাই ..... (ফুটনোট: বয়স যখন কম ছিল আমিও শীলার ভক্ত ছিলাম) MD. Mahabub Shazzad ভেবে পাইনা মানুষ গুলো কখনোই তাদের ছোট ছোট সন্তান গুলোর কথা চিন্তা করেন না।এদের কাছে ব্যক্তি সুখই বেশী প্রাধাণ্য পায়। তবুও অভিনন্দন ।আশা করি এবারেরটা লং লাস্টিং হবে। Rasel Mahmud বিয়ে একটি সামাজিক বন্ধন । আপনারা দুজনবিয়ে করেছেন জেনে, অনেক দোয়া ও ভালবাসা। আপনাদের জীবন অনাবিল সুখে শান্তিতে ভরে উঠুক। Saif Al Khan আসিফ নজরুলের টক- শোর রহস্যময়তা তাহলে এই!! শেষ পর্যন্ত তাকে বুঝতে পারলাম। shibly দোয়া করি এই বিয়েটাই যেন তাদের শেষ বিয়ে হয়। এবং এটিই আমৃত্যু টিকে থাকুক সুখ, শাণ্তি ও সৌন্দর্য নিয়ে। তাদের সন্তানদের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। Nurul Amin বিয়েটাকে শিল্পের পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য অভিনন্দন। MD.ABDUR RAHMAN প্রতিবেদনটি পড়ে জানলাম আসিফ নজরুলের আছে ছয় বছরের একটি সন্তান। শীলা আহমেদের আগের সংসারে আছে দুই সন্তান। জানিনা শিলার ওই সন্তানরা কোথায় আছে? আসিফ নজরুলের সন্তানটি কি তার সাথে থাকেন নাকি প্রাচীর সাথে থাকেন? যদি তারা আসিফ নজরুল আর শিলার সাথেই থেকে থাকে তাহলে আসিফ নজরুল আর শিলা দু’জনই কিন্তু একটা রোলমডেল হতে পারেন। একে অপরের সন্তানকে নিজের সন্তান মনে করে মানুষ করতে পারেন। তাদের নতুন দাম্পত্যজীবনেও আশা করি সন্তান আসবে, সেই সন্তানদের সাথে এই সন্তানদের কোন পার্থক্য না করে তারা সমাজকে দেখিয়ে দিতে পারেন আসলেই মানুষ চাইলে ভাল কিছু করতে পারে। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করি। Mamun Reza বাহ ...দারুন তো.!! আপনি বিয়ে করিতেই থাকিবেন আর আমরা আপনাকে শুভকামনা জানাইতে ই থাকিব.....!!!!