 
                    
                    
                        ছবি সংগৃহীত
শাড়ি পরেও পর্দা করা যায় যেভাবে (ভিডিও)
আপডেট: ২২ আগস্ট ২০১৫, ১৪:২০
(প্রিয়.কম) উপমহাদেশের নারীরা শাড়ি পরতে ভালোবাসেন। কিন্তু অনেকেই সুন্দর ও সাবলীলভাবে শাড়ি পরতে জানেন না। আবার শরীয়াহ মতে শাড়ি পরা জানেন না দেখে অনেকেই এড়িয়ে চলেন প্রিয় শাড়ি। অনেকে বলে থাকেন শাড়ি মুসলিম মহিলাদের পড়া উচিত নয়। তারা বলে থাকেন, বাংলাদেশের অনেক মেয়ে শাড়ি পরেন যাদের শাড়ি পড়ার ধরণটা ইসলামের নিয়ম অনুযায়ী হয় না। কিন্তু অধিকাংশ ইসলামী বিশেষজ্ঞ শাড়ি পড়াকে অগ্রহণযোগ্য বলেননি। তবে শর্ত হলো শাড়ি কোনভাবে পাতলা হতে পারবে না ও ব্লাউজটা হতে হবে ফুল হাতা এবং মাথা, বুক, পিঠ ও পেট ঢেকে রাখতে হবে। তবে ধর্মীয় অনুশাসন মেনে শাড়ি পরাও এখন কঠিন কিছু নয়, শাড়ির সঙ্গে মিল রেখে ওড়না-হিজাব রক্ষা করে শালীনতা। শাড়ি পরেও ইসলামের নীতিমালা মেনে শরীর ঢেকে রাখা যায় বা শালীনভাবে শাড়ি পরা যায়। www.pearl-daisy.com এ ওয়েব সাইটে শাড়ি পরে পর্দা করার একটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হয়েছে। আপনরা দেখে নিতে পারেন। [video:https://www.youtube.com/watch?v=LNhWI-gL2DM]
- ট্যাগ:
- ফ্যাশন
- শরীয়াহ মতে শাড়ি পরার নিয়ম
 
                                
                             
                    
                 
                    
                 
                    
                 
                    
                