
ছবি সংগৃহীত
রূপসীদের পছন্দের শীর্ষে হাল ফ্যাশনের ৫ শাড়ি (দেখুন ছবিতে)
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৪, ০৬:০৯
আপডেট: ২১ জানুয়ারি ২০১৪, ০৬:০৯
আপডেট: ২১ জানুয়ারি ২০১৪, ০৬:০৯
নারীর ফ্যাশনের প্রসঙ্গ তুললেই সবার প্রথমে শাড়ির কথাই উল্লেখ করতে হয়। শাড়ি ছাড়া নারী যেন অপূর্ণ। আর তাই নারীকে আরো সুন্দর দেখানোর জন্য শাড়ির ফ্যাশনও পরিবর্তন হয় প্রতিনিয়ত। কখনো শাড়ি পরার ঢং-এর পরিবর্তন হয় আবার কখনো শাড়ির ধরণ পরিবর্তন হয়। বর্তমানে শাড়ির বাজার দখল করে আছে নানান ধরণ ও বৈচিত্র্যের শাড়ি। আসুন জেনে নেয়া যাক হাল ফ্যাশনের ৫ ধরণের শাড়ি প্রসঙ্গে।
লেহেঙ্গা শাড়ি
ঠিক লেহেঙ্গাও না আবার শাড়িও নয় এগুলো। অর্ধেকটা থাকে লেহেঙ্গার ধাঁচে কাটা ও সেলাই করা। লেহেঙ্গার সঙ্গে আঁচল সেলাই করা থাকে এবং লেহেঙ্গাটি পরে আঁচলটাকে শাড়ির মত সামনে নিয়ে নিলেই শাড়ি পরার ঝামেলা শেষ। এই শাড়ি গুলো পরতে খুব সুবিধা এবং কম সময়েই পরা যায় বলে নারীরা খুব পছন্দ করে লেহেঙ্গা শাড়ি। যারা লেহেঙ্গা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না কিন্তু ফ্যাশন সচেতন তারা এই শাড়ি গুলো বেছে নিচ্ছেন তাদের প্রথম পছন্দ হিসেবে।
এম্ব্রয়েডারি
হালকা ধরণের সিল্ক, সফট সিল্ক ও শিফনের উপরে সোনালী,রূপালি বা অন্য কোন উজ্জ্বল রঙের এম্ব্রয়েডারি করা শাড়ি গুলো বেশ চলছে ইদানিং। এমব্রয়েডারী করা এই শাড়ি গুলো একদমই হালকা হয়। হালকা শাড়ি বলে এগুলো পড়তে এবং সামাল দিতেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন নারীরা। আর তাই এই জমকালো অথচ হালকা শাড়ির কদর বাড়ছে নারীদের কাছে।
শেড
ইদানিং আবার শেড শাড়ির চল এসেছে। অনেক আগে শেড শাড়ির চল চলে গিয়েছিলো। কিন্তু ঘুরে ফিরে একই ফ্যাশন আবার ফিরে এসেছে। তবে শেড শাড়ীতে চিকন কাতান অথবা জরি পাড় বসানো থাকে এখন।
হাফ হাফ শাড়ি
হাফ হাফ শাড়ি গুলোর কুচি এক রকম থাকে এবং আঁচল আরেক রকম থাকে। স্বাভাবিক শাড়ি পরার পদ্ধতিতেই পড়তে হয় এই শাড়িগুলো। এগুলো নানান রকম কাপড় দিয়ে তৈরী করা হয়। তবে সবচেয়ে বেশি চলছে ভেলভেট ও কাতানের হাফ হাফ শাড়িগুলো এবং শিফনের উপর কুচি এমব্রয়েডারি শাড়ী গুলো।
প্রিন্টেড সিল্ক/জর্জেট
সিল্ক বা জর্জেট কাপড়ের প্রিন্টেড শাড়ি গুলোও নারীদের পছন্দের তালিকায় আছে। বেশ রংচঙে এই শাড়ির গুলোর চাহিদাও বাড়ছে দিন দিন। আপনার পছন্দমত যে কোনো রঙই বেছে নিতে পারবেন এই শাড়িগুলো থেকে। বেশ হালকা ও রংচঙে বলে এই শাড়ি গুলোর চাহিদা বাড়ছে দিন দিন।
২ ঘণ্টা, ২৬ মিনিট আগে
২ ঘণ্টা, ২৯ মিনিট আগে
২ ঘণ্টা, ৩২ মিনিট আগে
২ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
২ ঘণ্টা, ৩৬ মিনিট আগে
৭ ঘণ্টা, ৫৬ মিনিট আগে
৭ ঘণ্টা, ৫৮ মিনিট আগে