
ছবি সংগৃহীত
মাত্র ২ টি উপকরণে ঘরেই তৈরি করে নিন হেভি ক্রিম ও হুইপড ক্রিম!
প্রকাশিত: ১৪ জুন ২০১৫, ১০:৩৭
আপডেট: ১৪ জুন ২০১৫, ১০:৩৭
আপডেট: ১৪ জুন ২০১৫, ১০:৩৭
(প্রিয়.কম) বেকিং করা কেক সাজাতে, ঘরেই আইসক্রিম তৈরিতে এবং বেক করা ও অন্যান্য খাবারের স্বাদ বাড়াতে ক্রিমের তুলনা নেই। এমন অনেক খাবার রয়েছে যেখানে সাধারণ দুধের বদলে ক্রিমের বাবহারে খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। কিন্তু ক্রিম হাতের কাছে সহজে পাওয়া যায় না। বড় সুপারশপে বেশ দাম দিয়েই কিনতে পাওয়া যায় ক্রিম, হেভি ক্রিম ও হুইপড ক্রিম ধরণের জিনিসগুলো। কিন্তু আপনার এই সমস্যার সমাধানও আমাদের জানা রয়েছে। চাইলে খুব সহজে ঘরেই বানিয়ে ফেলতে পারেন ক্রিম। শুধু ক্রিম নয় হুইপড ক্রিম (কেকের উপরে সাজানোর) ক্রিমও বানিয়ে নিতে পারবেন সহজেই, তাও মাত্র ২ টি উপকরণে। জানতে চান কিভাবে? চলুন তাহলে জেনে নেয়া যাক।
উপকরণঃ

পদ্ধতিঃ
- - প্রথমেই দুধ জ্বাল দিয়ে কিছুটা গরম করে নিন। এবং দুধ ফ্রিজে রেখে কিছুটা ঠাণ্ডা করে নিন।
- - এরপর বাটার নরম করে নিন সসপ্যানে অল্প আঁচে। চাইলে ৩০ সেকেন্ড মাইক্রোওয়েভ করে বাটার গলিয়ে নিতে পারেন। মনে রাখবেন বাটার যেনো গরম না হয়। শুধু গলে যাওয়া পর্যন্তই রাখুন।
- - এরপর ঠাণ্ডা হওয়া দুধে বাটার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
- - এবারে মূল কাজের জন্য একটি হ্যান্ড মিক্সার বা স্ট্যান্ড মিক্সার নিয়ে হাই পাওয়ারে বিট করতে থাকুন।
- - ৩ থেকে ৫ মিনিট বিট করে নিলেই দেখবেন দুধের মিশ্রণ ঘন থকথকে হওয়া শুরু করেছে।
- - ব্যস, ক্রিম যতটা ঘন প্রয়োজন ততোটা ঘন করুন। মনে রাখবেন অনেক বেশি সময় ধরে যদি বিট করেন তাহলে স্টিফনেস অনেক বাড়বে। এবং তা হুইপড ক্রিম হয়ে যাবে। খুব সহজ, তাই না। এবার নিজেই চেষ্টা করুন।
- - এরপর একটি এয়ার টাইট বক্সে ঢেলে ফ্রিজে রাখুন ২৪ ঘণ্টা। তৈরি আপনার হেভি ক্রিম ও হুইপড ক্রিম। এই ক্রিম যতো ফ্রেশ তৈরি করে খাবারে ব্যবহার করতে পারবেন ততোই ভালো।
- ট্যাগ:
- খাবার
- লাইফ
- রেসিপি
- কফি ক্রিমার
- ক্রিম রেসিপি
- রেসিপি
১ ঘণ্টা, ৮ মিনিট আগে
১ ঘণ্টা, ১৪ মিনিট আগে
প্রথম আলো
| নিউ ইয়র্ক
১ ঘণ্টা, ১৮ মিনিট আগে
২ ঘণ্টা, ৩৬ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫০ মিনিট আগে
৪ ঘণ্টা, ১ মিনিট আগে
৪ ঘণ্টা, ১৯ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৭ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৮ মিনিট আগে
২৩ ঘণ্টা, ১০ মিনিট আগে
২৩ ঘণ্টা, ১০ মিনিট আগে
২৩ ঘণ্টা, ১১ মিনিট আগে
২৩ ঘণ্টা, ১১ মিনিট আগে