
ছবি সংগৃহীত
ভালোবাসার সেরা ১০ গান
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:১৪
(প্রিয়.কম) সঙ্গীতপ্রেমীদের জন্য রোমান্টিক গান খুবই পছন্দের। আর আজকের এই ভালোবাসার দিনে বিশেষ কয়েকটি রোমান্টিক গান দিনটিকে আরো সুন্দর করে দিবে। ভালোবাসার দিনে শুনতে পারেন এমন ১০ টি রোমান্টিক গান নিয়েই আজকের আয়োজন। ১। আনচেইনড মেলোডি ১৯৫৫ সালে বের হওয়া ‘দ্যা রাইটিয়াস ব্রাদার্স’ এর ‘আনচেইনড মেলোডি’ গানটি বহুল জনপ্রিয় একটি গান। গানটি বিংশ শতাব্দীর সর্বাধিক রেকর্ডকৃত গানগুলোর মধ্যে অন্যতম। [video: https://www.youtube.com/watch?v=qiiyq2xrSI0] ২। আনফরগেটেবল ১৯৫১ সালে রেকর্ড করা ন্যাট কিং কোলের ‘আনফরগেটেবল’ গানটিও অনেক জনপ্রিয় একটি গান। গানটির টাইটেল আগে নির্ধারণ করা হয়েছিল আনকমপেয়ারেবল নামে। কিন্তু পরে তা পরিবর্তন করে ‘আনফরগেটেবল’ রাখা হয়। [video: https://www.youtube.com/watch?v=aXjdMV7SOfE] ৩। কান্ট হেল্প ফলিং ইন লাভ এলভিস প্রিসলির ‘কান্ট হেল্প ফলিং ইন লাভ’ গানটি সর্বকালের রোমান্টিক গানগুলোর মধ্যে অন্যতম। গানটি এলভিস প্রিসলি অভিনীত ‘ব্লু হাওয়াই’ সিনেমাটিতেও ধারণ করা হয়। [video: https://www.youtube.com/watch?v=5V430M59Yn8] ৪। হাউ ডিপ ইজ ইয়োর লাভ হাউ ডিপ ইজ ইয়োর লাভ গানটি ১৯৭৭ সালে ‘বি জিস’ ধারণ করে। গানটি সে সময়ে এতটাই জনপ্রিয়তা পায় যে একটানা ৩৩ সপ্তাহ টপ চার্টে থাকে। [video: https://www.youtube.com/watch?v=XpqqjU7u5Yc] ৫। মাই গার্ল ‘দ্যা টেম্পটেশন’ এর মাই গার্ল গানটি ১৯৬৫ সালে এক নম্বরে উঠে আসে। এই গানটিকে সর্বকালের রোমান্টিক গানগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। [video: https://www.youtube.com/watch?v=6IUG-9jZD-g] ৬। এভরিথিং আই ডু কানাডিয়ান রক সঙ্গীতশিল্পী ব্রায়ান অ্যাডামস এর ‘এভরিথিং আই ডু’ গানটি সর্বকালের রোমান্টিক গানগুলোর মধ্যে একটি। গানটি হলিউড বিলবোর্ড হট হান্ড্রেড এ টানা সাত সপ্তাহ টপে ছিল। [video: https://www.youtube.com/watch?v=ZGoWtY_h4xo] ৭। ওপেন আর্মস অ্যামেরিকান রক ব্যান্ড ‘জার্নি’র ওপেন আর্মস গানটিকে সর্বকালের রোমান্টিক গান গুলোর মধ্যে একটি বলে ধরা হয়। জনপ্রিয় এই গানটি কাভার সং হিসেবে পরে অনেকেই গেয়েছেন। [video: https://www.youtube.com/watch?v=ed9VlzSCBJQ] ৮। আই ডোন্ট ওয়ান্ট দিস নাইট টু এন্ড ২০১১ সালে প্রকাশিত ‘আই ডোন্ট ওয়ান্ট দিস নাইট টু এন্ড’ গানটি অনেক জনপ্রিয় একটি গান। লুক ব্রায়ানের এই গানটি ডাবল প্লাটিনাম সার্টিফিকেট লাভ করে। [video: https://www.youtube.com/watch?v=-jEDdFm3Nx0] ৯। ইফ ইউ ডোন্ট নো মি বাই নাও ‘হ্যারল্ড মেলভিন অ্যান্ড দ্যা ব্লু নোটস’ এর এই গানটি ১৯৭২ সালে বের হওয়ার সঙ্গে সঙ্গেই টপে চলে আসে। গানটি পরে ১৯৮৯ সালে ‘সিমপ্লি রেড’ ব্যান্ডটি কাভার সং হিসেবে গায় এবং তখনও গানটি অ্যামেরিকার হট হান্ড্রেডে ১ নম্বর স্থানে উঠে আসে। [video: https://www.youtube.com/watch?v=UxOZ6gifTjA] ১০। ফেইথফুলি ফেইথফুলি গানটি ‘জার্নি’ ব্যান্ডের ফ্রন্টিয়ার অ্যালবামের সেকেন্ড সিঙ্গেল হিসেবে বের হয়, এবং সেই সময় গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। [video: https://www.youtube.com/watch?v=OMD8hBsA-RI]