ছবি সংগৃহীত

বিয়ের আয়োজনে সাজসজ্জা

Tahmina Sultana Chhanda
লেখক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৩, ০৯:০৫
আপডেট: ১৭ মার্চ ২০১৩, ০৯:০৫

বিয়ে মানেই অনেক লোকের আগমনে গমগমে বাড়ি আর হই হুল্লোড়,আনন্দ। আর বিয়ে যেহেতু একবারই হয় তাই ঘটা করে বিয়ের স্বপ্নটা শুধু বর-কনের একার নয়, বরং পুরো পরিবারেরই। আমাদের সমাজের সব চাইতে সামাজিক অনুষ্ঠানটা এখনও এই বিয়েই। গমগমে বাড়ির বিয়েটাও হওয়া চাই রমরমে, তাই না? বর- কণের পাশাপাশি বিয়ে বাড়ির সাজসজ্জা আর আলোকসজ্জাটাও কিন্তু ভীষণ গুরুত্ব পূর্ণ আর বিশেষ। আয়োজন খারাপ হলে যে বিয়েটাই মাটি!! তাহলে আসুন, চট করে জেনে নিই বিয়ের আয়োজনে কি কি লাগবে সেগুলো নিয়ে একটু বিস্তারিত ... বিয়ের ডেকোরেশন বা সাজসজ্জা বিয়েতে ডেকোরেশন বলতে প্যান্ডেল, চেয়ার, প্লেট, বাটি, গেট সাজানো সবকিছু থাকে। যেহেতু বিয়েতে অনেক লোক সমাগম হয় তাই জিনিশও বেশি লাগে। একদিনের হিশেবে অনেকেই এই অতিরিক্ত জিনিশ বিয়েতে সাপ্লাই দিয়ে থাকে। বিয়েতে প্লেট প্রতি ৫ টাকা, গ্লাস ৩ টাকা, বোল বা রাইস ডিশ ১০ টাকা, হাফ প্লেট ৩ টাকা, চামচ ২ টাকা। তামার হাঁড়ি ১০০ টাকা, অ্যালুমিনিয়ামের ৮০ টাকা। বেসিন ৩০০ টাকা, চুলা ৫০ টাকা, টেবিল ১০০-১৫০ টাকা, টেবিল কাভার ২৫ টাকা। চেয়ার যদি প্লাস্টিকের হয় তাহলে ৮ টাকা প্রতিটা, ফোম চেয়ার ১২ টাকা, আর যদি কাঠের চেয়ারে সাদা কাপড়ে ডেকোরেশন করার হয় তাহলে দাম আরেকটু বেশি পড়বে। প্যান্ডেল ওয়াটার প্রুফ প্রতি বর্গফুট ৮ টাকা, সাধারণ কাপড় প্রতি বর্গফুট ৬ টাকা। গেট সাজানো ৫০০০-৩০০০০ পর্যন্ত আছে। এ ধরনের সুবিধা এলাকাভিত্তিক পাওয়া যায়। মোহাম্মদপুর, রায়েরবাজার, আজিমপুর, ঝিগাতলা এলাক��গুলোতে এই ধরনের সার্ভিস দেয়া হয়ে থাকে। বিয়েতে আলোকসজ্জায় এখন সবাই ভিন্নতা পছন্দ করে। দিন হিসাবে নানা রকম বাতি ভাড়া দেয়া হয় যেমন টিউব লাইট ২৫ টাকা, এনার্জি লাইট ৫০ টাকা। তাছাড়া বিয়েতে যেই জিনিশটা লাগেই তা হল মরিচ বাতি। সাধারণ মরিচ বাতি প্রতি হাজার ২০০ থেকে ২৫০ টাকা। অটো মরিচ বাতি ২৫০ থেকে ৩৫০ টাকা। এখন দেখতে উজ্জ্বল এলইডি মরিচ বাতি প্রতি হাজার ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে পাওয়া যাবে। এছাড়াও হ্যালোজেন ১০০ টাকা, মেটাল লাইট ৫০০ টাকা, পারকান ২০০ টাকা, মুভিং হেড ৮০০ টাকায় পাওয়া যায়। যারা ডেকোরেটর বা লাইটের মিস্ত্রি হিসেবে কাজ করেন তাদের প্রতি শিফটে ৪০০ টাকা হিসেবে মজুরি দেয়া হয়। এক্ষেত্রে ৯টা থেকে ৫টা এক শিফট আর যদি রাতের বিয়ে হয় তাহলে ৫টা থেকে ১২ টা আরেক শিফট ধরা হয়। যারা বিয়ে বাড়িতে বাবুর্চি হিসেবে রান্না করেন তাদের প্যাকেজ হিসেবে টাকা দিতে হয়। বিয়েতে ১০০ জন হলে ২৫০০ টাকা আর ২০০ জন হলে ৫০০০ টাকা এই হারে প্রতিদিনের মজুরি দিতে হয়।