ছবি সংগৃহীত

বইমেলা ২০১৬’তে প্রকাশিত আলোচিত ১০ উপন্যাস

priyo.com
লেখক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৯
আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৯

গ্রাফিক্স: মোহাম্মদ বাহাউদ্দিন খান শাকিল। ছবি: সংগৃহীত।

(প্রিয়.কম) প্রতি বছর বইমেলায় প্রচুর বই প্রকাশিত হয়। কিন্তু বেশিরভাগই মান সম্পন্ন না হওয়ায় পাঠক অনেক সময়ই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। পাঠকের কথা বিবেচনা করেই প্রিয়.কম মানসম্পন্ন ও আলোচিত বইগুলো সম্পর্কে পাঠককে জানানোর উদ্যোগ নিয়েছে। অসংখ্য বইয়ের ভেতর থেকে প্রকাশকদের মূল্যায়ন, লেখকদের অভিমত, পাঠকদের অভিমত, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং  গণমাধ্যমের মূল্যায়নের ভিত্তিতে প্রিয়.কমের নির্বাচকরা  আলোচিত ১০টি বই চূড়ান্ত করেছেন। আলোচিত ১০ উপন্যাসের তথ্য নিচে দেওয়া হলো।

১. জিন্দাবাহার : ইমদাদুল হক মিলন
ষাটের দশকের শুরুর দিককার সময়ের গল্প নিয়ে ইমদাদুল হক মিলন লিখেছেন উপন্যাস ‘জিন্দাবাহার’। চলতি বইমেলায় প্রকাশিত জনপ্রিয় এই লেখকের বৃহদায়তনিক গুরুত্বপূর্ণ উপন্যাস এটি।
‘জিন্দাবাহার’ মিলু নামের এক কিশোরের গল্প।যার চোখ দিয়ে পাঠকও জীবনের অদ্ভুত ঘোরে ঘুরপাক খাবেন। তখনকার সদরঘাট, আহসান মঞ্জিল, আরমানিটোলা মাঠ, নয়াবাজার, বাদামতলি’র সঙ্গে পরিচিত লাভ করবেন আজকের পাঠক। এতে এক কিশোরের বেদনার্ত জীবনের ছবি অঙ্কন করেছেন লেখক। যে কিশোরের ভেতর লেখক নিজেকেই আঁকার চেষ্টা করেছেন। ফলে এই উপন্যাস অনেকটাই আত্মজৈবনিক। উপন্যাস পড়ে ষাটের দশকের ইমদাদুল হক মিলনকেই জানতে পারবেন পাঠক। লেখক নিজেই বলেছেন, ‘গলির মুখে সন্ধ্যাবেলা বাতি জ্বালাতে আসত স্বপ্নের বাতিওয়ালা। সেই আলোয় ম্লান হয়ে থাকত জিন্দাবাহার থার্ড লেন। এই উপন্যাসে আমি সেই সময়ের কথা লিখেছি। ফেলে আসা সেই দিনে ফিরিয়ে নিতে চেয়েছি পাঠককে। আসলে ফিরে গেছি নিজেও।’ উপন্যাসটি প্রকাশ করেছে অনন্যা।

২. জেনারেল ও নারীরা : আনিসুল হক
জনপ্রিয় লেখক আনিসুল হক। পাঠকরে মন জয় করে নেওয়া এই লেখকের লেখা নিয়ে বলার কিছু নেই। বইমেলায় প্রকাশিত হয়েছে নতুন উপন্যাস ‘জেনারেল ও নারীরা’। আলোচিত এই উপন্যাসে আনিসুল হক ইতিহাসের আশ্রয়ে গড়ে তুলেছেন গল্পের আখ্যান। পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ছিল অসংখ্য প্রেমিকা। ওই সময় রাষ্ট্রপতি ভবনকে পাকিস্তানের পুলিশরাই অভিধা দিয়েছিল ‘পতিতালয়’। সরকারি রিপোর্টেই শত শত নারীর উল্লেখ পাওয়া যায়, যাঁরা ইয়াহিয়ার কাছে গিয়েছিলেন। নারীলোভী এ প্রেসিডেন্টের এসব ঘটনা ও মুক্তিযুদ্ধের ঘটনাবলি নিয়ে এগিয়েছে এ উপন্যাস।প্রথমা প্রকাশন থেকে বের হওয়া এ উপন্যাসের মূল্য ৩৫০ টাকা।

৩. মেয়েটি কেবল নিয়তির কাছে গিয়েছিল : জাকির তালুকদার
এটি জাকির তালুকদারের দুটি উপন্যাসিকার মলাটবদ্ধ প্রয়াস। আয়তনে ছোট এ বইয়ে জাকির তালুকদারের গল্প বলার ধরন, তাঁর গদ্যের ঝলকানি, বিষয়ের নতুনত্ব, গভীর সত্যেকে ঠিকই খুঁজে পাবেন পাঠক। নিজের অজান্তেই আত্মসমালোচনার আয়নার সামনে হয় তো দাঁড়িয়ে যাবেন পাঠক। বইটি প্রকাশ করেছে গদ্যপদ্য।এটির ক্রয়মূল্য ১৫০ টাকা

৪. রক্ত-অশ্রু-ঘাম : হামীম কামরুল হক
কথাসাহিত্যের জগতে নিজস্ব ভাষা ভঙ্গি নিয়েই হামীম কামরুল হক হাজির হয়েছেন। ‘রক্ত-অশ্রু-ঘাম’ তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এ উপন্যাসে মুক্তিযুদ্ধের গল্প ভিন্নভাবে বলার চেষ্টা করেছেন তিনি। গৎবাঁধা প্লট থেকে বেরিয়ে এখানেও লেখক নির্মাণের চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধকালীন সমাজ-বাস্তবতার সেই রূপ যা কাল্পনিক নয়, মেকি নয়। মুক্তিযুদ্ধকালীন কঠিন বাস্তবতাই উঠে এসেছে উপন্যাসের পরতে পরতে। বইটি প্রকাশ করেছে বেহুলা বাংলা। বইটির মূল্য ১৩৫।

৫.পুবের পূর্ব পুরুষেরা : মাসউদুল হক
ইতিহাসের প্রেক্ষাপটে মাসউদুল হক লিখেছেন উপন্যাস ‘পুবের পুর্ব পুরুষেরা’। ৪০০ বছর আগের মোঘল আমলের ইতিহাসের প্রেক্ষাপটে সুবাদার ইসলাম খাঁর বাংলার দিকে ধেয়ে আসার গল্প, সেসময়ের পর্তুগীজ জলদস্যুদের অত্যাচার, আর বয়ন শিল্পীদের জীবনের দুঃখ কষ্ট তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। ফলে পুবের পূর্বপুরুষেরা শুধু একটি উপন্যাস নয়, এটি একটি ইতিহাসও। বইটি প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ করেছেন জহির উদ্দীন সুমন।মূল্য ২৫০ টাকা।

৬. আরব্যরজনীর ঘোড়া : মাসুমুল আলম
ল্যাতপ্যাত করছে অবদমন। অন্যদিকে বাইকের স্পিডে পিঠমোড়া উন্মত্ততা আর ব্রেক কোনো কারণ ছাড়াই অথবা বেশি জড়িয়ে পড়লে নিমেষেই থুতু—সম্পর্কগুলো অপটিমিস্টিকে ভুগছে না। নারী নিজেকে বেশ্যা শুনে যাচ্ছে যেমন, পুরুষের ছুঁকছুঁকে খাসলতকেও এক্সপ্লয়েট করছে সমান খুঁটিনাটিতে। চরিত্রদের কিন্তু কনফেশনাল কোনো প্রার্থনালয়ে হাজির করেননি মাসুমুল আলম। তাই বিলাপের কেচ্ছা না হয়ে চোখে আঙুল ঠেকায় অবদমন আর যৌনতার জেনারেশন গ্যাপ। নারী-পুরুষের নানামুখী সম্পর্কের বিস্তার অস্বস্তিকর এক জীবনবোধের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। প্রশ্ন জাগে, উচ্চাকাঙ্ক্ষা নাকি কেবল ইউফোরিয়া। হয়তো প্রেমগুলো পজেসিভ হয়ে ওঠে।    
এই আখ্যান তিন নারীর আত্ম-কাহিনি না আসলে, নারীর চোখ দিয়ে দেখা। প্রতিটি পর্ব শেষে প্রতিবেদকরূপে এক পুরুষচরিত্র হাজির হয়ে পাঠককে ধন্দে ফেলে দিচ্ছে কথকত্রয়ের সত্যতা নিয়েই। হয়ে উঠছে বাস্তব-অবাস্তবের ফিউশন। এমনকি প্রতিবেদকের ���ইডেন্টিটিও ধাঁধাঁময়। সাহিত্য বাস্তবের রিপোর্টাজ না, বহু এককের মিশেলে উপলব্ধিগত এক বিনির্মাণ, সে চরিত্র বা ঘটনা যেটাই হোক। মাসুমুল আলম হয়তো নাম-চরিত্র-ঊর্ধ্ব এক অবলোকনকে সামনে আনতে চেয়েছেন। এদিকে, পিতা আর পুত্রদ্বয়ের সাথে কোনো না কোনো ভাবে তিনজন পৃথক নারীর সংযোগ সমাজ-বলয়ে ক্রসকানেকশন হবার সম্ভাবনা জিইয়ে রেখেছে — আবহমান লক্ষণ থেকে কতোটা বিচ্ছিন্ন ব্যক্তি?       
এই উপন্যাস চলতি এক মনোজগতের উপাখ্যান, এবং যে মধ্যবিত্ত মহাচেতনা দ্বারা চালিত হচ্ছে না মোটেই।
বইটি প্রকাশ করেছে উলুখড়। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য ১৫০ টাকা।

৭. শাদা আগুনের চিতা : ইমতিয়ার শামীম
ইমতিয়ার শামীমের কথাসাহিত্যের সঙ্গে মনোযোগী পাঠকের পরিচয় দীর্ঘদিন ধরেই। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর উপন্যাস ‘শাদা আগুনের চিতা’। এই বইয়েও লেখককে খুঁজে পাবেন পাঠক। লেখার ধরন, গল্প বলার অসাধারণ ভঙ্গিতে অবাক হবেন পাঠক। অনুভব করবেন হৃদয় দিয়ে। কেননা ইমতিয়ার শামীমের গল্প তো ভিন্নভাবে চিরচেনা জগতের কথায় বলে। উপন্যাসটি প্রকাশ করেছে গদ্যপদ্য। বইটির মূল্য ১৬৫ টাকা।

৮. একজন সাব-এডিটরের ছেঁড়াখোড়া দিন : রুবাইয়াৎ আহমেদ
আখ্যানের ভেতরে কাহিনি এবং চরিত্রের মিশেলে জমজমাট গল্পই তো থাকে। ‘একজন সাব-এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া দিন’ আখ্যানটিও গড়ে উঠেছে কাহিনি ও গল্পের ডালপালা সঙ্গে নিয়ে। কিন্তু এর গড়ে ওঠা বেড়ে ওঠায় কাহিনির চিরাচরিত বয়ান ছাড়িয়ে মনোযোগটি কেবল প্রধান চরিত্রের বিস্তারে। এবার সেই চরিত্রের নামটি তো জানা চাই। তবে উপন্যাসে প্রথাগত নামের বদলে সবার সামনে তার আদল ভেসে ওঠে ‘আমাদের সাব-এডিটর’ নামে। আর গোটা উপন্যাসে ‘আমাদের সাব-এডিটর’-এর চোখ দিয়েই অমরা দেখি, সমকালীন পৃথিবীর ঝঞ্ঝারূপ- ইরাকের সাদ্দাম পর্ব, তিউনিসিয়ায় আরব-বসন্তের উন্মেষ, লিবিয়ায় গদ্দাফির পতন, মিসরে মোবারক যুগের অবসান থেকে শুরু করে মাইকেল জ্যাকসন ও সানি লিওনের জলসা-জগৎ। আর এই সব ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বিদ্যুচ্চমকের মতো কখনো বা ভেসে ওঠে বাংলাদেশের মুখ। অজস্র সাব-এডিটরের নিত্যকার জীবনও।খবরের মধ্যে কাহিনি এবং খবরের সঙ্গে খবর জোড়া দিয়ে গড়ে ওঠা এই উপন্যাসের লিখনভঙ্গিমা অভিনব। রচনাশৈলী ও নির্মাণের দিক দিয়েও এটি  ভিন্ন ধারার। পড়তে পড়তে উপন্যাসের ছকবদ্ধ, চিরচেনা রূপটি আপনি না-ও পেতে পারেন। তবে নিশ্চিতই আপনার সামনে ধরা দেবে নতুন এক জগৎ। আর ‘আমাদের সাব-এডিটর’ সেখানে বারবারই আপনার সামনে ছুড়ে দেবে রক্তাক্ত প্রশ্নগুচ্ছ!
জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৫ প্রাপ্ত উপন্যাস ‘একজন সাব-এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া দিন’ বইটি প্রকাশ করেছে কাগজ প্রকাশনী।বইটির মূল্য ২০০ টাকা।


৯. নিজের সঙ্গে একা : মাসউদ আহমাদ

‘‘নিজের সঙ্গে একা’ মাসউদ আহমাদের প্রথম উপন্যাস । একজন মায়ের বৃদ্ধাশ্রমের পটভূমিতে লেখা মানবিক আখ্যানের গল্প ‘নিজের সঙ্গে একা’ উপন্যাসটি। মনোজগৎ আচ্ছন্ন করে ফেলা, দুঃখজাগানিয়া এই আখ্যানের বাস্তবতা অন্যরকম। জীবনের বাঁকে মানুষকে কতটা অভিঘাত আর বেদনার সড়ক যে পেরোতে হয়, জীবনের রং ও রূপের বিভা এত বিচিত্র যে তা আমাদের কল্পনাকেও হার মানায়। সময়, সম্পর্ক ও সম্পত্তির লোভে মা-বাবাকে নিয়ে তৈরি হয় মিথ্যে গল্পের ফাঁদ। একজন মা কাতর, ক্লিষ্ট অভিজ্ঞতা আর দীর্ঘশ্বাস বুকে চেপে বৃদ্ধাশ্রমে চলে আসেন নিরাসক্ত এবং একাকী।’’ গণমাধ্যম বইটি নিয়ে এমন তথ্যই দিয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ১৭৫ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন।

১০. টো টো কোম্পানি ও সার্কাশের ঘোড়া : পলাশ মাহবুব
'টো টো কোম্পানি ও সার্কাসের ঘোড়া' টো টো কোম্পানি সিরিজের ৬ষ্ঠ উপন্যাস। বেশ কয়েক বছর ধরে টানা প্রকাশিত হচ্ছে। বরাবরের মতো বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। মূলত অ্যাডভেঞ্চারধর্মী গল্প। এবারের গল্পটি আবর্তিত হয়েছে একটি পুরনো সার্কাস দল এবং তাদের ঘোড়া পালোয়ানকে ঘিরে। দেশের অন্যকোনও সার্কাস দলে ঘোড়া নেই। একমাত্র ইস্ট বেঙ্গল সার্কাসে ঘোড়া আছে। কারণ দলের অধিকারির ঘোড়া রোগ আছে। তিনি ঘোড়া ভালোবাসেন। একদিন চুরি হয়ে যায় ইস্ট বেঙ্গল সার্কাসের বিরল প্রজাতির ঘোড়া পালোয়ান। শুরু হয় টো টো কোম্পানির অভিযান। সন্দেহের তালিকায় উঠে আসে অনেকের নাম। বইটির প্রচ্ছদ করেছেন সোহেল আনাম। দাম : ১২০ টাকা। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশনী।

[বি:দ্র: বই সংক্রান্ত তথ্য ও মন্তব্য গণমাধ্যম ও প্রকাশনা সংস্থার ওয়েবসাইট থেকে সংগৃহীত।]