ছবি সংগৃহীত

পরিমনির দশটি এক্সক্লুসিভ ছবি

priyo.com
লেখক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৫, ০৮:১১
আপডেট: ২১ জানুয়ারি ২০১৫, ০৮:১১

(প্রিয়.কম) সিনেমা পাড়ায় পরিমনিকে ঘিরে কৌতূহলের শেষ নেই। কোন সিনেমা মুক্তির আগেই এই অভিনেত্রী বেশ আলোচিত। পরিমনি অভিনীত প্রায় এক ডজন চলচ্চিত্র এ বছর মুক্তির তালিকায় রয়েছে। কিছুদিন আগে চলচ্চিত্র প্রযোজক হিসেবেও নিজের নাম সংযোজন করে চমকে দিয়েছেন সবাইকে। এরমধ্যেই নানা সময়ে নানা কারণে বিতর্কে জড়িয়ে পরেন পরিমনি। দেখুন সিনেমা মুক্তির আগেই জনপ্রিয় হয়ে উঠা পরিমনির দশটি এক্সক্লুসিভ ছবি। ১. pori1 ২. pori22 ৩. pori3 ৪. pori2 ৫. pori6 ৬. pori6 ৭. pori 7 ৮. pori 8 ৯. pori9 ১০. pori10