ছবি সংগৃহীত

পরকীয়া প্রেম নিয়ে চলচ্চিত্র

priyo.com
লেখক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫১
আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫১

(প্রিয়.কম) যুগের হাওয়ায় বদলে গেছে অনেক কিছুই। পত্রিকার পাতা খুললেই পরকীয়া প্রেমের বলি নরনারীদের ছবি ভেসে ওঠে। এবার সেই পরকীয়া প্রেম নিয়ে বানানো হলো সিনেমা। ছবির নামও ‘পরকীয়া প্রেম’। ছবিতে তিন তারকার পিরকীয়া প্রেম দেখানো হবে। পরকীয়ায় জড়িয়ে যাওয়া এই তিন তারকা হচ্ছেন সাইফ খান, জেফ ও নবাগতা রোদেলা তিথী। জসিম উদ্দীন জাকিরের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন মিথিলা, কাবিলা, ববি, জ্যাকি, বাদল, রেবেকা, সিরাজ ও হায়দার প্রমুখ। পরিচালক জানান,‘ছবিটির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। খুব শীঘ্রই আমরা ছবিটি সেন্সরে জমা দিবো।’ ছবিটি প্রযোজনা করেছে এ ওয়ান ফিল্মস