পুঁজিবাজারে দরপতন অব্যাহত, লেনদেন আরো তলানিতে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারের (১৪ ডিসেম্বর) ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৫ ডিসেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি ডিএসইর লেনদেন আরো তলানিতে নেমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৮টির, বিপরীতে ২৭২টির দর কমেছে। আর ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫৩টি, ‘বি’ ক্যাটাগরির ৬৫টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৭৪টি সিকিউরিটিজ রয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পুঁজিবাজার