কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

নুরুল ইসলাম নাহিদ

Fahud Khan
লেখক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৩, ০৯:২৯
আপডেট: ২৬ জানুয়ারি ২০১৩, ০৯:২৯

নুরুল ইসলাম নাহিদ ছাত্রনেতা, রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। নুরুল ইসলাম নাহিদ সিলেট জেলায় বিয়ানীবাজার উপজেলার কসবা নামক গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। পরিবার নুরুল ইসলাম নাহিদের স্ত্রী জোহরা জেসমিন একজন অবঃ প্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই মেয়ে, নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং নাজিয়া সামানথা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। শিক্ষা জীবন তিনি কসবা প্রাথমিক বিদ্যালয় ,বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়, সিলেট এম সি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেছেন। রাজনৈতিক জীবন নুরুল ইসলাম নাহিদের রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক জীবন। একজন সৎ, ভদ্র, পরিচ্ছন্ন, ভাবমূর্তি, নিষ্ঠাবান ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে তিনি সকলমহলে স্বীকৃত। ষাটের দশকে ছাত্র আন্দোলনের ঐতিহ্য ও ধারাবাহিকতা অনুসরণ করে তৎকালীন ছাত্র নেতাদের মধ্যে যে ক’জন আজও রাজনৈতিক ময়দানে সক্রিয় অবদান রাখছেন নাহিদ তাদের মধ্যে অন্যতম। তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ষাটের দশকের শুরুতে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে। "বাংলাদেশ যুব ইউনিয়নের" এ প্রতিষ্ঠাতা সভাপতি সুদীর্ঘ কাল "ছাত্র ইউনিয়নের" ও সভাপতির দায়ীত্ব পালন করেন তাছাড়া এই বৃহৎ ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়ীত্ব পালন করেন। ১৯৯৬ সালে ৭ম ও ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা (সিলেট-৬) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৬ জানুয়ারি ২০০৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। এবং বাংলাদেশের সফল শিক্ষা মন্ত্রী হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সহিত এখন পর্যন্ত দায়িন্ত পালন করছেন। লেখালেখি রাজনীতির বাহিরেও স্কুল জীবন থেকে লেখালেখিতে রয়েছে তাঁর সরব পদচারনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তিনি একজন কলামিষ্ট ও লেখক। দীর্ঘদিন থেকে যা লিখে আসছেন তা তাঁর কাজের সাথে সংশ্লিষ্ট ও সঙ্গতিপূর্ণ চিরাচরিত রাজনীতিবিদতের বাহিরে তিনি যে আলাদা স্বতন্ত্র তা লেখনির মাধ্যমে প্রমাণ করেছেন। তিনি একজন রাজনৈতিক বুদ্ধা হিসেবে তাঁর অবস্থান থেকেই লেখার চেষ্ঠা করেছেন- যা দেশের জন্য এবং সমাজ ও মানুষের স্বার্থ ও জীবনের সাথে সম্পৃক্ত। তার লেখার মধ্যে জনগণ, শিক্ষা ও দেশকে নিয়ে প্রকাশিত লেখার মধ্যে অন্যতম হয়েছে ‘‘শিক্ষানীতি ও অন্যান্য প্রসঙ্গ,’’ ‘‘রাজনীতির সুস্থধারা পূর্ণরুদ্ধারের সংগ্রাম,’’ ‘‘ বঙ্গবন্ধু ও বাংলাদেশ,’’ ‘‘রুখে দাঁড়াও বাঙালী,’’ ‘‘বাংলাদেশের অভূদ্যয় গণতন্ত্রের পথ পরিক্রমা এগুলো অন্যতম।’’ গণতন্ত্র যখন প্রশ্নবিদ্ধ ছিল তখন তাঁর লেখাগুলো জাতিরজীবনে বিভিন্ন অধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর লেখা বইগুলো নতুন প্রজন্মের কাছে একটি সঠিক পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। এছাড়া তার লেখা শিক্ষা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য বহু বিষয়ে বিশ্লেষণমূলক কয়েকশ’ নিবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।