
ছবি সংগৃহীত
টেলিভিশনে ৭ দিনের ঈদ আয়োজন
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫, ১২:১৫
(প্রিয়.কম) ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের প্রত্যেকটি টিভি চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান মালার। প্রিয়.কম-এর পাঠকদের জন্য চ্যানেলগুলোর অনুষ্ঠানসূচি দেওয়া হলো। বিজ্ঞাপন বিরতিহীন জিটিভি’র ঈদ অনুষ্ঠানমালা বিজ্ঞাপনের যন্ত্রণা নিয়ে অনেকেই ঈদের অনুষ্ঠানমালা দেখেতে টিভির সামনে বসতে চাননা। সেই যন্তণা থেকে মুক্তি পেতে এবার নিশ্চিন্তে বসতে পারেন জিটিভি’ভ পর্দার সামনে। কারণ এবার জিটিভির ঈদের কোন অনুষ্ঠান প্রচারে থাকছে না কোন বিজ্ঞাপন। এবং যথারীতি ঈদুল আযহায় ভিন্ন আয়োজন নিয়ে থাকছে সব অনুষ্ঠানমালা। ঈদের দিন সকাল ৮ টা ৩০মিনিটে রয়েছে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘প্রেমের তাজমহল’ অভিনয়ে রাজীব, রিয়াজ, শাবনূর। দুপুর ১২টা ১০মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘মনের মাঝে তুমি’ অভিনয়ে রিয়াজ, পূর্নিমা। বিকাল ৪টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসি তাই’। সন্ধ্যা ৬ টায় বিরতিহীন বিশেষ নাটক ‘হাইহিল’ রচনা ও পরিচালনা- গৌতম কৈরী ৭টা ৩০মিনিটে বিরতিহীন বরিশালের বিশেষ আঞ্চলিক নাটক ‘নিম পাতার জুস’ রচনা ও পরিচালনা শরাফ আহমেদ জীবন। ৮ টা ৩০ মিনিটে বিরতিহীন বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ’ রচনা ও পরিচালনা- তুহিন হোসেন। রাত ৯টায় মিডিয়ার সেলিব্রেটিদের নিয়ে বিরতিহীন বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেটি ফেস্ট’ অতিথি নিপুন ও পরিমনি। ৯টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ নাটক ‘হৃদয়ের গহিনে’ রচনা ও পরিচালনা চয়নিকা চৌধুরী। ১০টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক ‘ফোর্থ নোট’ রচনা ও পরিচালনা তানিম রহমান অংশু। ১১টা ৩০মিনিটে সেলিব্রেটিদের নিয়ে বিরতিহীন বিশেষ ‘আজকের অনন্যা’ অংশগ্রহনে বাঁধন, আলভি, নিসা, মৌটুসী বিশ্বাস। ঈদের ২য় দিন সকাল ৮ টা ৩০মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘তুমি আমার মনের মানুষ’ অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস। দুপুর ১২টা ১০মিনিটে ছায়াছবি ‘মিয়া বাড়ির চাকর’ অভিনয়ে: রাজ্জাক, শাকিব খান, অপু বিশ্বাস। বিকাল ৪টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’। সন্ধ্যা ৬ টায় বিরতিহীন বিশেষ নাটক ‘চোর’ রচনা ও পরিচালনা- নঈম ইমতিয়াজ নেয়ামুল। ৭টা ৩০মিনিটে বিরতিহীন রাজশাহীর বিশেষ আঞ্চলিক নাটক ‘ভালোবাসার রকম সকম’ রচনা ও পরিচালনা টিংকু। ৮ টা ৩০ মিনিটে বিরতিহীন বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ’ রচনা ও পরিচালনা তুহিন হোসেন। রাত ৯টায় মিডিয়ার সেলিব্রেটিদের নিয়ে বিরতিহীন বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেটি ফেস্ট’ অতিথি ওমর সানী-মৌসুমী। ৯টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ নাটক ‘নীলাঞ্জনা’ রচনা ও পরিচালনা- শিহাব শাহিন। ঈদের ৩য় দিন সকাল ৮ টা ৩০মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘চার সতীনের ঘর’ অভিনয়ে আলমগীর, ববিতা, শাবনূর, মাহফুজ, ময়ূরী। দুপুর ১২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘মোল্লা বাড়ির বউ’ অভিনয়ে রিয়াজ, শাবনূর, এটি এম শামসুজ্জামান। বিকাল ৪টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ টেলিফিল্ম ‘আমাদের গল্প’। ৬ টায় বিরতিহীন বিশেষ নাটক ‘অসম’ রচনা ও পরিচালনা- তৌকির আহমেদ। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে বিরতিহীন পুরান ঢাকার বিশেষ আঞ্চলিক নাটক ‘পুরান ঢাকার ফুল ভাই’ রচনা ও পরিচালনা শরাফ আহমেদ জীবন। ৮ টা ৩০ মিনিটে বিরতিহীন বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ’ রচনা ও পরিচালনা- তুহিন হোসেন। রাত ৯টায় মিডিয়ার সেলিব্রেটিদের নিয়ে বিরতিহীন বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেটি ফেস্ট’ অতিথি :কুমার বিশ্বজিৎ - সামিনা চৌধুরী। ৯টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ নাটক ‘অনুগমন’ রচনা ও পরিচালনা- অনিমেষ আইচ। ১০টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক ‘ফোর্থ নোট’ রচনা ও পরিচালনা - তানিম রহমান অংশু। ১০টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক ‘ফোর্থ নোট’ রচনা ও পরিচালনা - তানিম রহমান অংশু। ঈদের ৪র্থ দিন: সকাল ৮ টা ৩০মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা। দুপুর ১২টা ১০মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘বউ শাশুরীর যুদ্ধ’ অভিনয়ে শাবনুর, ফেরদৌস। বিকাল ৪টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ টেলিফিল্ম ‘অল টাইম দৌড়ের উপর’। ৬ টায় বিরতিহীন বিশেষ নাটক ‘কোকিল অথবা কাকতাল’ রচনা ও পরিচালনা মুসাফির সৈয়দ বাচ্চু। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে বিরতিহীন নোয়াখালী ও চট্টগ্রামের বিশেষ আঞ্চলিক নাটক ‘নোয়াখালি টু চট্টগ্রাম’ রচনা ও পরিচালনা ইমেল হক। ৮ টা ৩০ মিনিটে বিরতিহীন বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ’ রচনা ও পরিচালনা তুহিন হোসেন। রাত ৯টায় মিডিয়ার সেলিব্রেটিদের নিয়ে বিরতিহীন বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেটি ফেস্ট’ অতিথি দীপা খন্দকার, রোজী সিদ্দিকী। ৯টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ নাটক ‘ইমোশনাল ফুল’ রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। ১০টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক ‘ফোর্থ নোট’ রচনা ও পরিচালনা - তানিম রহমান অংশু। ঈদের ৫ম দিন সকাল ৮ টা ৩০মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘জীবন নিয়ে যুদ্ধ’ অভিনয়ে মান্না, শাবনূর। দুপুর ১২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘বাংলার বউ’ অভিনয়ে ফেরদৌস, মৌসুমী। বিকাল ৪টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ টেলিফিল্ম ‘ভিটামিন টি’। ৬ টায় বিরতিহীন বিশেষ নাটক ‘উট’ রচনা ও পরিচালনা- মুনির। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে বিরতিহীন ময়মনসিংহের বিশেষ আঞ্চলিক নাটক ‘বিপন্নতায় এটি একটি গল্প হয়ে উঠতে পারতো ’ রচনা ও পরিচালনা- গোলাম মুক্তাদির শান। ৮ টা ৩০ মিনিটে বিরতিহীন বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ’ রচনা ও পরিচালনা তুহিন হোসেন। রাত ৯টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ নাটক ‘ফ্যান পেইজ’ রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। ১০টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক ‘ফোর্থ নোট�� রচনা ও পরিচালনা - তানিম রহমান অংশু। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৮ টা ৩০ মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘বলোনা ভালোবাসি’ অভিনয়ে ফেরদৌস, পূর্ণিমা, শাকিল খান, শাবনূর। দুপুর ১২টা ১০মিনিটে ঈদের ছায়াছবি ‘জিদ্দি ড্রাইভার’ অভিনয়ে মান্না, পপি। বিকাল ৪টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসা ১০১’। ৬ টায় বিরতিহীন বিশেষ নাটক ‘গল্পটি অন্য রকম’ রচনা ও পরিচালনা- আলভী আহমেদ। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে বিরতিহীন খুলনার বিশেষ আঞ্চলিক নাটক ‘প্রেম কানন’ রচনা ও পরিচালনা- নাজনীন হাসান চুমকী। ৮ টা ৩০ মিনিটে বিরতিহীন বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ’ রচনা ও পরিচালনা- তুহিন হোসেন। রাত ৯টায় মিডিয়ার সেলিব্রেটিদের নিয়ে বিরতিহীন বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেটি ফেস্ট’ অতিথি : ডাঃ এজাজ স্বাধীন খসরু। ৯টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ নাটক ‘আপনার অনুভুতি কী’ রচনা ও পরিচালনা- তানিম রহমান অংশু। ১০টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক ‘ফোর্থ নোট’ রচনা ও পরিচালনা - তানিম রহমান অংশু। ঈদের ৭ম দিন সকাল ৮ টা ৩০মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘বাবা কেন চাকর’ অভিনয়ে রাজ্জাক, বাপ্পারাজ, কাজল, অমিত হাসান, শিল্পী। দুপুর ১২টা ১০মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘মেঘলা আকাশ’ অভিনয়ে ফেরদৌস, মৌসুমী, শাবানা আজমী, শাকিল খান। বিকাল ৪টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ টেলিফিল্ম ‘মাংকি বিজনেস’। ৬ টায় বিরতিহীন বিশেষ নাটক ‘তোমকে চাই’ রচনা ও পরিচালনা- ইমরাউল রাফাত। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ আঞ্চলিক নাটক ‘প্রেম একটি পাতানো সম্পর্ক’ রচনা ও পরিচালনা- মাহমুদুল হাসান টিপু। ৮ টা ৩০ মিনিটে বিরতিহীন বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ’ রচনা ও পরিচালনা- তুহিন হোসেন। রাত ৯টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ নাটক ‘অবাক ভালোবাসা’ রচনা ও পরিচালনা- আশফাক নিপুন। ১০টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক ‘ফোর্থ নোট’ রচনা ও পরিচালনা - তানিম রহমান অংশু। চ্যানেল নাইনের ঈদ আয়োজন অন্যান্য টিভি চ্যানেলের মত চ্যানেল নাইনও আয়োজন করেছে বিশেষ ঈদ অনুষ্ঠানমালার। ঈদের দিন সকাল ১০টা ৩০ মিনিটে রয়েছে বাংলা সিনেমা ‘জীবন মরণের সাথী’। পরিচালনা শাহাদাৎ হোসেন লিটন। অভিনয় শাকিব খান, অপু বিশ্বাস, আলমগীর, দিঘী। দুপুর ২টা ৪৫ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘উৎসর্গ’। পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান অভিনয় অপূর্ব, মম। সন্ধ্যা ৬টায় বিশেষ ধারাবাহিক নাটক ‘ফিটফাট ফুল বাবু’ (১ম পর্ব)। পরিচালনা সহিদ-উন-নবী, অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘রঙ ও রং’। পরিচালনা অনন্য ইমন, অভিনয়ে সজল, স্পর্শিয়া। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক: ‘প্রস্থান পরে’। পরিচালনা তৌকীর আহমেদ, অভিনয়ে তৌকীর আহমেদ, স্বর্ণা, নাদিয়া। ঈদের ২য় দিন সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘জী হুজুর’ পরিচালনা জাকির হোসেন রাজু, অভিনয়ে সাইমন, সারাহ জেরিন প্রমুখ। দুপুর ২টা ৪৫ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘ওয়াটার কালার’ পরিচালনা ইমন শিকদার, অভিনয়ে তারিণ, অপূর্ব ও আরো অনেকে। বিকাল ৬টায় বিশেষ ধারাবাহিক নাটক ফিটফাট ফুল বাবু (২য় পর্ব) পরিচালনা সহিদ-উন-নবী, অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ নাটক ‘সাইলেন্স’ পরিচালনা ইমেল হক, অভিনয় নিশো, তিশা প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘লুকোচুরি গল্প’ পরিচালনা গৌতম কৌরী, অভিনয়: সজল, পিয়া, সেলিম আহমেদ। ঈদের ৩য় দিন সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘শিল্পী’ পরিচালনা চাষী নজরুল ইসলাম। অভিনয়ে আলমগীর, রুনা লায়লা প্রমুখ। দুপুর ২টা ৪৫ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘এই তো কেবল এলে’ পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে তৌকীর আহমেদ, প্রভা, বাবু, মৌসুমী হামিদ। বিকাল ৬টায় বিশেষ ধারাবাহিক নাটক ‘ফিটফাট ফুল বাবু’ (৩য় পর্ব) পরিচালনা সহিদ-উন-নবী। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘প্রেম প্রীতি’, পরিচালনা নাজনীন হাসান চুমকি, অভিনয়ে আবীর, স্পর্শিয়া প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘ডেড সন স্টোরি’, পরিচালনা দীপংকর দীপন, অভিনয়ে জেনি, মীর সাব্বির। ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘নদীর নাম মধুমতী’ পরিচালনায় তানভীর মোকাম্মেল। অভিনয়ে সারা যাকের, রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের প্রমুখ। দুপুর ২টা ৪৫ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘দ্বৈত চরিত্র’, পরিচালনায় রায়হান খান। অভিনয়ে আবুল হায়াত, তারিক আনাম খান, শিল্পী সরকার অপু, অপূর্ব, নওশিন, মিশু সাব্বির প্রমুখ। বিকাল ৬টায় বিশেষ ধারাবাহিক নাটক ‘ফিটফাট ফুল বাবু’ (৪র্থ পর্ব) পরিচালনা সহিদ-উন-নবী। অভিনয়ে চঞ্চল চেধুরী, মৌসুমী হামিদ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘সাইলেন্স অব লাভ, পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে ইরফান সাজ্জাদ, উর্মি প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক বাবা আমার ঈদ, পরিচালনা জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী বিশ্বাস। ঈদের ৫ম দিন সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘সন্ধি’ পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। অভিনয়ে রাজ্জাক, জাফর ইকবাল, সুচরিতা, শবনম। দুপুর ২টা ৪৫ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘নীল মেঘ কুয়াশা আর ভালোবাসা’ পরিচালনায় অনিরুদ্ধ রাসেল। অভিনয়ে শহিদুজ্জামান সেলিম, নাদিয়া, নাঈম, নমিয়া। বিকাল ৬টায় বিশেষ ধারাবাহিক নাটক ‘ফিটফাট ফুল বাবু’ (৫ম পর্ব) পরিচালনা সহিদ-উন-নবী। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। সন্ধ্যা ৭টা ৩০মিনিট বিশেষ নাটক ‘ধোয়া তুলশী পাতা’ পরিচালনা শবনম পারভীন। অভিনয়ে সজল, মিমো, ডা: এজাজ প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘অজ্ঞাত এক তরুণীর গল্প’ পরিচালনা মেহেদী হাসান টিংকু। অভিনয়ে আজদ আবুল কালাম, মিশু সাব্বির, তানিয়া প্রমুল। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘তুমি বড় ভাগ্যবতী’ পরিচালনায় আবুল কালাম। অভিনয়ে ফেরদৌস, শাবনূর, রাজীব। দুপুর ২টা ৪৫ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘অন্তরালে’ পরিচালনায় এস এ হক অলিক। অভিনয়ে সজল, মৌসুমী হামিদ প্রমুখ। বিকাল ৬টায় বিশেষ ধারাবাহিক নাটক ‘ফিটফাট ফুল বাবু’ (৬ষ্ঠ পর্ব) পরিচালনা সহিদ-উন-নবী, অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘তেলরঙা তরুণী’, পরিচালনা রাজীব হাসান। অভিনয়ে রওশন হাসান, ঈষানা, মাহমুদ সাজ্জাদ, সঞ্জয় রাজ। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘অন্ধকারে কুয়াশা’, পরিচালনা অঞ্জন আইচ, অভিনয়ে সজল, ফারাহ রুমা। এনটিভি’র ৭ দিনব্যাপী ঈদ আয়োজন এবারের ঈদে থাকছে এনটিভির সাত দিন ব্যাপী ঈদ আয়োজন। বরাবরের মতই নাটক,টেলিফিল্ম, চলচ্চিত্র দিয়ে ঈদের আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল ১০টা ০৫ মিনিটে বাংলা ছায়াছবি: বলোনা তুমি আমার। পরিচালক: এম বি মানিক। অভিনয়ে: শাকিব খান, শখ, তমা মির্জা, নিরব, আহমেদ শরীফ, সুচরিতা প্রমূখ। ২টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম: পেন্ডুলাম। রচনা ও পরিচালনা: মাহবুব নীল। অভিনয়ে: আফরান নিশো, প্রভা, তানজিন তিশা, পিয়া বিপাশা, টয়া, মুনিরা মিঠু প্রমূখ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক: নিশ্চিত প্রেমের ৭টি উপায়। পর্ব-১। রচনা: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, নওশাবা, সুষমা সরকার, আনন্দ খালেদ, উজ্জল মাহমুদ প্রমূখ। ০৮টা ০৫ মিনিটে রয়েছে নাটক: গানওয়ালা। রচনা ও পরিচালনা: এজাজ মুন্না। অভিনয়ে: তারিন, রাহুল আনন্দ, শ্যামল মাওলা, খালিকুজ্জামান, ওয়াসিম খান প্রমূখ। ০৯টা ০৫ সঙ্গীতানুষ্ঠান: হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দী। প্রযোজক: আলফ্রেড খোকন। উপস্থাপনা: ফারাহ শারমিন। অংশগ্রহণে: শাওন আহমেদ ও এস.আই. টুটুল। ০৯টা ৫৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: দুষ্টু ছেলের দল। পর্ব-১। রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমূখ। ১১টা ১৫ মিনিটে রয়েছে নাটক: দ্য ব্রিফকেস। রচনা: লতিফুল ইসলাম শিবলী। পরিচালনা: সানি চৌধুরী। অভিনয়ে: আজাদ আবুল কালাম, সুমাইয়া শিমু, মাজনুন মিজান প্রমূখ। ঈদের পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে সঙ্গীতানুষ্ঠান: এক মুঠো গান। প্রযোজনা: ওয়াহিদুল ইসলাম শুভ্র। অংশগ্রহণে: কোণাল, রিংকু, জয় শাহরিয়ার ও শারমিন রমা। ৯টা ৩০ মিনিটে রয়েছে কমেডি শো 'শিরোনাম'। প্রযোজনা: হাসান ইউসুফ খান। উপস্থাপনা: নাভিদ মাহবুব। অংশগ্রহণে: ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া ও শবনম পারভীন। ১০ টা ০৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি: ইউ টার্ন। পরিচালনা: আলভী আহমেদ। অভিনয়ে: শিপন, মৌটুসী, সোনিয়া, আইরিন, আদনান, শহিদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমূখ। ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম: আমার বেলা যে যায়। রচনা: বদরুল আনাম সৌদ। পরিচালনা: আরিফ খান। অভিনয়ে: আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, মাহফুজ আহমেদ, পূর্ণিমা প্রমূখ। ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক: নিশ্চিত প্রেমের ৭টি উপায়। পর্ব-২। রচনা: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, নওশাবা, সুষমা সরকার, আনন্দ খালেদ, উজ্জল মাহমুদ প্রমূখ। রাত ৮টা ০৫ মিনিটে নাটক: তুমি আমাকে বলোনি। রচনা: মারুফ রেহমান। পরিচালনা: মাহফুজ আহমেদ। অভিনয়ে: নোবেল, অপি করিম, মাহফুজ আহমেদ, নাজিরা আহমেদ মৌ প্রমূখ। ৯টা ০৫ নৃত্যানুষ্ঠান: রিদম অব জয় । প্রযোজনা: জোনায়েদ বিন জিয়া। অংশগ্রহণে: নিপুণ, নাদিয়া, ভাবনা, সুপ্রিয়া ও সাবিলা নূর। ৯টা ৫৫ ধারাবাহিক নাটক: দুষ্টু ছেলের দল। পর্ব-২। রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমূখ। ১১টা ১৫ মিনিটে নাটক: ডিস্ক। রচনা ও পরিচালনা: ফরহাদ আহমেদ। অভিনয়ে: অপূর্ব, মম, আব্দুল কাদের, প্রীতম, সাঞ্জু, ইমন প্রমূখ। ঈদের ৩য় দিন সকাল ৮টা ২০ মিনিটে সঙ্গীতানুষ্ঠান: আমার গানের নিমন্ত্রণে। প্রযোজনা: হুমায়ূন ফরিদ। অংশগ্রহণে: কণা, নির্ঝর, অনিমা রায় ও প্রিয়াঙ্কা। ১০টা ০৫ বাংলা ছায়াছবি: বিয়ে বাড়ি। পরিচালনা: শাহীন সুনম। অভিনয়ে: শাকিব, রোমানা, রাজ্জাক, ববিতা প্রমূখ। ২টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম: চক্র। রচনা ও পরিচালনা: ওয়াহিদ আনাম। অভিনয়ে: নূসরাত ইমরোজ তিশা, শতাব্দী ওয়াদুদ, অর্চিতা স্পর্শিয়া, লুৎফর রহমান জর্জ, মিশু সাব্বির, রাশেদ মামুন অপু, শম্পা হাসনাইন, চাষী আলম, গোলাম রাব্বানী মিন্টু প্রমূখ। ৫টা ২০ মিনিটে প্রচার হবে ব্যান্ডসঙ্গীত: গীতল চিঠি। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহনে: জলের গান। ০৬টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক: নিশ্চিত প্রেমের ৭টি উপায়। পর্ব-৩। রচনা: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, নওশাবা, সুষমা সরকার, আনন্দ খালেদ, উজ্জল মাহমুদ প্রমূখ। ০৮টা ০৫ মিনিটে নাটক: বুবুনের বাসর রাত। রচনা ও পরিচালনা: অনিমেষ আইচ। অভিনয়ে: সাজু খাদেম, ভাবনা, সাবিলা নূর, এ্যালেন শুভ্র, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমূখ। ০৯টা ০৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান: রাজনীতির বাইরে। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী। উপস্থাপনা: আব্দুন নূর তুষার। অংশগ্রহণে: হুসেইন মোহাম্মদ এরশাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, নজরুল ইসলাম খান। ০৯টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক: দুষ্টু ছেলের দল। পর্ব-৩। রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমূখ। ১১টা ১৫ মিনিটে নাটক: অতঃপর অরিন্দম কহিল। রচনা ও পরিচালনা: কামরুল হাসান। অভিনয়ে: আরফান নিশো, সাদিয়া জাহান প্রভা প্রমূখ। ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ০৫ মিনিটে বাংলা ছায়াছবি: ঘরে ঘরে যুদ্ধ। পরিচালনা: আজিজুর রহমান। অভিনয়ে: শাবানা, আলমগীর, শাবনাজ, নাঈম, বাপ্পারাজ, সোনিয়া, দিলদার প্রমূখ। ০২টা ৩০ মিনিটে টেলিফিল্ম: মৌরানী। রচনা: আনিসুল হক। পরিচালনা: আবু রায়হান জুয়েল। অভিনয়ে: রিয়াজ, তিশা, মৌসুমী হামিদ, ড. ইনামুল হক, আজাদ আবুল কালাম, মাজনুন মিজান। ০৬টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক: নিশ্চিত প্রেমের ৭টি উপায়। পর্ব-৪। রচনা: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, নওশাবা, সুষমা সরকার, আনন্দ খালেদ, উজ্জল মাহমুদ প্রমূখ। ০৮টা ০৫ মিনিটে নাটক: প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন। রচনা: নূর সিদ্দিকী। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: মোশাররফ করিম, পূর্ণিমা, ইরেশ যাকের প্রমূখ। ০৯টা ০৫ মিনিটে রয়েছে গেইম শো: নট আউট। প্রযোজনা: কাজী মোস্তফা। উপস্থাপনা: নাবিলা। অংশগহণে: তাসকিন, সৌম্য সরকার, নাসির ও এনামূল। ০৯টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক: দুষ্টু ছেলের দল। পর্ব-৪। রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমূখ। ১১টা ১৫ মিনিটে নাটক: রুবি রায়। রচনা ও পরিচালনা: সৌর্য্য দীপ্ত সূর্য্য। অভিনয়ে: মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, মাজনুন মিজান প্রমূখ। ঈদের ৫ম দিন সকাল ৮টা ২০ মিনিটে সঙ্গীতানুষ্ঠান: কথা ও সুরে আমাদের গান। প্রযোজনা: হাসান ইউসুফ খান। অংশগ্রহণে: মিমি, কর্নিয়া, নির্ঝর, অপু ও ইমরান। ১০টা ০৫ মিনিটে বাংলা ছায়াছবি: বর্তমান। পরিচালনা: কাজী হায়াৎ। অভিনয়ে: মৌসুমী, মান্না, ডিপজল, কাজী হায়াৎ প্রমূখ। ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম: ফ্রকে মুখ গুঁজে কাঁদে চুল এলোমেলো। রচনা ও পরিচালনা মাসুদ হাসান উজ্জ্বল। অভিনয়ে: ওমর আয়াজ অনি, অপর্ণা ঘোষ, শাহতাজ প্রমূখ। ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক: নিশ্চিত প্রেমের ৭টি উপায়। পর্ব-৫। রচনা: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, নওশাবা, সুষমা সরকার, আনন্দ খালেদ, উজ্জল মাহমুদ প্রমূখ। ০৮টা ০৫ মিনিটে নাটক: সময় অসময়। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: শহীদুজ্জামান সেলিম। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মৌটুসী, হাসিন প্রমূখ। ৯টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক: দুষ্টু ছেলের দল। পর্ব-৫। রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক র“মেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমূখ। রাত ১১টা ১৫ মিনিটে নাটক: মুখোশের আড়ালে। রচনা: তৌফিক নেওয়াজ। পরিচালনা: কৌশিক শংকর দাস। অভিনয়ে: আফরান নিশো, ফারহানা মিলি প্রমূখ। ঈদের ৬ষ্ঠ দিন: সকাল ৮ টা ২০মিনিটে সঙ্গীতানুষ্ঠান: ইন হারমনি উইথ কুমার বিশ্বজিৎ। প্রযোজক: হুমায়ূন ফরিদ। শিল্পী: কুমার বিশ্বজিৎ, সাব্বির, কিশোর ও পুলক। ৯টা ৩০মিনিটে পাপেট শো: চাঁদ মামার বাড়ি। পরিচালনা: মুস্তাফা মনোয়ার। ১০টা ০৫ মিনিটে বাংলা ছায়াছবি: সে আমার মন কেড়েছে। পরিচালনা: সোহানুর রহমান সোহান। অভিনয়ে: শাকিব খান, তিন্নি, আলমগীর, দিতি প্রমূখ। ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম: মন জানালা। গল্প: দিলারা হাশেম। নাট্যরূপ: মেজবাহ উদ্দিন সুমন ও মুরাদ আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনা: নজরুল ইসলাম রাজু। অভিনয়ে: অপূর্ব, তারিন, শার্লিন ফারজানা, মনির খান শিমূল, শর্মিলী আহমেদ, কুমকুম হাসান, শুভ প্রমূখ। ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক: নিশ্চিত প্রেমের ৭টি উপায়। পর্ব-৬। রচনা: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, নওশাবা, সুষমা সরকার, আনন্দ খালেদ, উজ্জল মাহমুদ প্রমূখ। রাত ৮টা ০৫ মিনিটে নাটক: রান অফ লাক। রচনা ও পরিচালনা: শাফায়েত মনসুর রানা। অভিনয়ে: জন কবির, অপর্ণা ঘোষ, মেহরাব হোসেন অপি প্রমুখ। রাত ৯টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক: দুষ্টু ছেলের দল। পর্ব-৬। রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক র“মেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমূখ। ১১টা ১৫ মিনিটে নাটক: তারা খান। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: মোশাররফ করিম, আ খ ম হাসান, সিমলা, দিলু প্রমূখ। ঈদের ৭ম দিন সকাল ৯টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান: নৃত্য ছন্দ আনন্দ। প্রযোজক: জোনায়েদ বিন জিয়া। অংশগ্রহণে: শখ, বিদ্যা সিনহা মীম, রিয়া, মেহজাবিন ও মোনালিসা। ১০টা ০৫ মিনিটে বাংলা ছায়াছবি: গরীবের ভাই। পরিচালনা: পি এ কাজল। অভিনয়ে: ডিপজল, রেসি, রোমানা, ইমন, সাকিবা, মিশা সওদাগর প্রমূখ। ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম: বালি। রচনা ও পরিচালনা: সুমন ধর। অভিনয়ে: সাদিয়া ইসলাম মৌ, আগুন, শম্পা রেজা, তানিয়া হোসেন প্রমূখ। ৬টা ৩ মিনিটে ধারাবাহিক নাটক: নিশ্চিত প্রেমের ৭টি উপায়। পর্ব-৭। রচনা: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, নওশাবা, সুষমা সরকার, আনন্দ খালেদ, উজ্জল মাহমুদ প্রমূখ। রাত ৮টা ০৫ মিনিটে নাটক: এক বিকেলের সুখ দুঃখ। গল্প: আনিস চৌধুরী। চিত্রনাট্য: সাগর জাহান। পরিচালনা: রতন রিপন। অভিনয়ে: অপি করিম, সজল, মুনিরা মিঠু প্রমূখ। ৯টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক: দুষ্টু ছেলের দল। পর্ব-৭। রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমূখ। ১১টা ১৫ মিনিটে নাটক: দূরত্ব বজায় রাখুন। রচনা: হামেদ হাসান নোমান। পরিচালনা: মিলন ভট্টাচার্য্য। অভিনয়ে: আফরান নিশো, শখ, পিয়া বিপাশা প্রমূখ। ঈদ আয়োজনে এটিএন বাংলা বরাবরের মতো এবারও ভিন্ন আয়োজন নিয়ে এটিএন বাংলায় থাকছে ছয়দিন ব্যাপী বিশেষ ঈদ আয়োজন। ঈদের দিন সকাল ১০টা ২০ মিনিটে রয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘অনেক সাধনার পরে’ পরিচালনাঃ আবুল কালাম আজাদ। অভিনয়ে শান্ত, অঞ্জলী, নিঝুম, রুবিনা, প্রবীর মিত্র, রেহানা জলি প্রমূখ। দুপুর ৩টা ১০মিনিটে টেলিফিল্ম ‘নিলাম বৌ’ রচনা ও পরিচালনাঃ ফেরদৌস হাসান। অভিনয়েঃ রিয়াজ, নিপুন, দিলারা জামান, আবদুল্লাহ রানা প্রমুখ। বিকেল ৫টা ২৫মিনিটে ৬ খণ্ডের নাটক ‘এই শহরে মেয়েরা একা’ (পর্ব-০১) রচনা ও পরিচালনাঃ মোহন খান। সন্ধ্যা ৭টা ৪০মিনিটে ৬ খন্ডের নাটক ‘ভ্যাগাবন্ড’ (পর্ব-১) রচনা ও পরিচালনা আলভী আহমেদ। অভিনয়েঃ রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, প্রভা, ফারহানা মিলি। রাত ৮টা ১৫মিনিটে ৫ খন্ডের নাটক ‘প্যারাসিটামল দুইবেলা’ (পর্ব-১) রচনাঃ মারুফ রেহমান, পরিচালনা রতন রিপন। অভিনয়ে মোশারফ করিম, শখ, আরফান, জয়রাজ প্রমূখ। রাত ৮টা ৫০মিনিটে বিশেষ নাটক ‘ভুল থেকে নির্ভুল’ রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে ডলি জহুর, মীর সাব্বির, কুসুম সিকদার, ডঃ এনামুল হক, আব্দুল কাদের, সাবেরী আলম, শিরিন আলম, সুভাশিষ ভৌমিক, নিসা, সাজ্জাদ সাজু প্রমুখ। রাত ১১টা ৪৫মিনিটে সেলিব্রেটি শো ‘স্টার মোমেন্টস’। উপস্থাপনা ফেরদৌস বাপ্পি, পরিচালনাঃ রুমানা আফরোজ। অংশগ্রহণে অনন্ত, বর্ষা, মৌসুমী, নুসরাত ফারিয়া, শিপন। ঈদের পরের দিন সকাল ১০টা ২০মিনিটে বাংলা ছায়াছবি ‘হিরো দ্যা সুপার স্টার’ পরিচালনাঃ বদিউল আলম খোকন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, ববি, মিশা সওদাগর প্রমূখ। দুপুর ৩টা ১০মিনিটে টেলিফিল্ম ‘কহো কন্যা কবুল’ রচনা ও পরিচালনাঃ রওনক হাসান। অভিনয়ে সুমাইয়া শিমু, মীর সাব্বির, মৌসুমী হামিদ, রওনক হাসান, রহমত আলী প্রমূখ। বিকেল ৫টা ২৫মিনিটে ৬ খন্ডের নাটক ‘এই শহরে মেয়েরা একা’ (পর্ব-০২) রচনা ও পরিচালনা মোহন খান। রাত ৭টা ৪০মিনিটে ৬ খন্ডের নাটক ‘ভ্যাগাবন্ড’ (পর্ব-২) রচনা ও পরিচালনাঃ আলভী আহমেদ। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, প্রভা, ফারহানা মিলি। রাত ৮টা ১৫মিনিটে ৫ খন্ডের নাটক ‘প্যারাসিটামল দুইবেলা’ (পর্ব-২) রচনাঃ মারুফ রেহমান, পরিচালনাঃ রতন রিপন। অভিনয়ে মোশারফ করিম, শখ, আরফান, জয়রাজ প্রমূখ। রাত ১০টা ৪০মিনিটে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আমি আছি থাকবো’ শিল্পীঃ সাবিনা ইয়াসমীন। উপস্থাপনা মাহফুজ আহমেদ, পরিচালনাঃ রুমানা আফরোজ। রাত ১১টা ৪৫মিনিটে বিশেষ নাটক ‘কানপড়া’। রচনা বরজাহান হোসেন, পরিচালনা শামীম জামান। অভিনয়েঃ মোশারফ করিম, আলভী, শামীম জামান প্রমূখ। ঈদের ৩য় দিন সকাল ১০টা ২০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মোষ্ট ওয়েলকাম-২’ পরিচালনাঃ অনন্ত জলিল। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা, সোহেল রানা, চম্পা, প্রবীর মিত্র, মিশা সওদাগর প্রমূখ। দুপুর ৩টা ১০মিনিটে টেলিফিল্ম ‘অবশেষে একদিন’ রচনাঃ স্বাধীন শাহ, পরিচালনাঃ দেবাশীষ বড়ুয়া দীপ। অভিনয়েঃ শখ, নিলয় প্রমূখ। বিকেল ৫টা ২৫মিনিটে ৬ খন্ডের নাটক ‘এই শহরে মেয়েরা একা’ (পর্ব-০৩) রচনা ও পরিচালনাঃ মোহন খান। রাত ৭টা ৪০মিনিটে ৬ খন্ডের নাটক ‘ভ্যাগাবন্ড’ (পর্ব-৩) রচনা ও পরিচালনা আলভী আহমেদ। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, প্রভা, ফারহানা মিলি। রাত ৮টা ১৫মিনিটে ৫ খন্ডের নাটক ‘প্যারাসিটামল দুইবেলা’ (পর্ব-৩) রচনাঃ মারুফ রেহমান, পরিচালনাঃ রতন রিপন। অভিনয়ে মোশারফ করিম, শখ, আরফান, জয়রাজ প্রমূখ। রাত ৮টা ৫০মিনিটে বিশেষ নাটক ‘নীল নিরবতা’ রচনাঃ জোবেরা রহমান লীনু, পরিচালনা দিপু হাজরা। অভিনয়ে অপূর্ব, বাঁধন, জাহিদ হোসেন শোভন, অহনা প্রমূখ। রাত ১১টা ৪৫মিনিটে বিশেষ নাটক ‘সাদা নিশি লাল নিশি’ রচনা মাসুম রেজা, পরিচালনাঃ আবু রায়হান জুয়েল। অভিনয়েঃ তিশা, শ্যামল মাওলা, মাসুম রেজা। ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ২০মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘স্বপ্ন যে তুই’ পরিচালনাঃ মনিরুল ইসলাম সোহেল। অভিনয়ে ইমন, আঁচল, কাজী হায়াৎ, সাদেক বাচ্চু প্রমুখ। দুপুর ৩টা ১০মিনিটে টেলিফিল্ম ‘নীলা সুন্দরী’ রচনা ও পরিচালনা আশিষ রায়। অভিনয়ে আলভী, আমিন খান, অহনা, বাবুল আহমেদ বিকেল ৫টা ২৫মিনিটে ৬ খন্ডের নাটক ‘এই শহরে মেয়েরা একা’ (পর্ব-০৪) রচনা ও পরিচালনা মোহন খান। রাত ৭টা ৪০মিনিটে ৬ খন্ডের নাটক ‘ভ্যাগাবন্ড’ (পর্ব-৪) রচনা ও পরিচালনা আলভী আহমেদ। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, প্রভা, ফারহানা মিলি। রাত ৮টা ১৫মিনিটে ৫ খন্ডের নাটক ‘প্যারাসিটামল দুইবেলা’ (পর্ব-৪) রচনাঃ মারুফ রেহমান, পরিচালনা রতন রিপন। অভিনয়ে মোশারফ করিম, শখ, আরফান, জয়রাজ প্রমূখ। রাত ৮টা ৫০মিনিটে বিশেষ নাটক ‘হেঁচকি’। রচনা লিটু সাখাওয়াত, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন, নাদিয়া, শায়লা সাবি, কে এস ফিরোজ প্রমূখ। রাত ১১টা ৪৫মিনিটে বিশেষ নাটক ‘ভাড়াটে’ রচনা রিজওয়ান খান, পরিচালনা কায়সার আহমেদ। অভিনয়ে মীর সাব্বির, আলভী, আবিদ রেহান প্রমুখ। ঈদের ৫ম দিন সকাল ১০টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি ‘এক টাকার দেন মোহর’ পরিচালনাঃ এম বি মানিক। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা, সুজাতা, উজ্জল, সুচরিতা, মিশা সওদাগর। দুপুর ৩টা ১০মিনিটে টেলিফিল্ম ‘ভালবেসে যদি সুখ নাহি’ রচনাঃ শফিকুর রহমান শান্তনু, পরিচালনাঃ শাহিন সরকার। অভিনয়ে, ইমন, পিয়া বিপাশা, প্রিয়া আমান। বিকেল ৫টা ২৫মিনিটে ৬ খন্ডের নাটক ‘এই শহরে মেয়েরা একা’ (পর্ব-৫) রচনা ও পরিচালনাঃ মোহন খান। রাত ৭টা ৪০মিনিটে ৬ খন্ডের নাটক ‘ভ্যাগাবন্ড’ (পর্ব-৫) রচনা ও পরিচালনা আলভী আহমেদ। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, প্রভা, ফারহানা মিলি। রাত ৮টা ১৫মিনিটে ৫ খন্ডের নাটক ‘প্যারাসিটামল দুইবেলা’ (পর্ব-৫) রচনা মারুফ রেহমান, পরিচালনা রতন রিপন। অভিনয়ে মোশারফ করিম, শখ, আরফান, জয়রাজ প্রমূখ। রাত ৮টা ৫০মিনিটে বিশেষ নাটক ‘সবুজে জলোচ্ছাস’ রচনা মশিউর আলম, পরিচালনা রেজাউল হক রাজারাজ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মীম প্রমূখ। রাত ১১টা ৪৫মিনিটে বিশেষ নাটক ‘দরজার ওপাশে’, রচনা জাকারিয়া সৌখিন, পরিচালনা-বি ইউ শুভ। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ২০মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মাই নেম ইজ খান’ পরিচালনা বদিউল আলম খোকন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা, উজ্জল, মিশা সওদাগর প্রমূখ। দুপুর ৩টা ১০মিনিটে টেলিফিল্ম ‘রাজকন্যা’ রচনাঃ শাহরিয়ার নাজিম জয়, পরিচালনা অনুলেখা চৌধুরী। অভিনয়ে তারিন, অপূর্ব, শর্মিলী আহমেদ প্রমূখ। বিকেল ৫টা ২৫মিনিটে ৬ খন্ডের নাটক ‘এই শহরে মেয়েরা একা’ (পর্ব-০৬) রচনা ও পরিচালনাঃ মোহন খান। রাত ৭টা ৪০মিনিটে ৬ খন্ডের নাটক ‘ভ্যাগাবন্ড’ (পর্ব-৬) রচনা ও পরিচালনা আলভী আহমেদ। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, প্রভা, ফারহানা মিলি। রাত ৮টা ৫০মিনিটে বিশেষ নাটক ‘তোমায় পাবো বলে’ রচনাঃ সাগর জাহান, পরিচালনা ইশরাত আহমেদ অভিনয়ে রিয়াজ, শায়লা সাবি। রাত ১০টা ৪০মিনিটে নাটক ‘ফেরা না ফেরার মাঝখানে’ রচনাঃ পান্থ শাহরিয়ার, পরিচালনাঃ শহীদুজ্জামান সেলিম। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, রিচি, মাহফুজ আহমেদ। ১১টা ৪৫মিনিটে বিশেষ নাটক ‘জার্নি টু কক্সবাজার’ রচনা ও পরিচালনা মোহাম্মদ এমদাদুল অভিনয়ে অহনা, ডি এ তায়েব প্রমুখ। প্রিয় তারকা আর ভিন্ন আয়োজনে বাংলাভিশনের ঈদ প্রিয় তারকা, বিশেষ দিবস, ভিন্ন আয়োজন আর দর্শক বিনোদন মানেই বাংলাভিশন। প্রতিবারের মতো এবারও ঈদ-উল-আযহায় বাংলাভিশনে সাত দিনব্যাপী থাকছে ৬ পর্বের ২টি ধারাবাহিক নাটক, ১২টি নাটক, ৫টি টেলিফিল্ম, ৬টি বাংলা সিনেমা এবং ১৭টি ভিন্নধর্মী নিজস্ব অনুষ্ঠান। থাকছে ২টি ৬ পর্বের ধারাবহিক নাটক সিকান্দার বক্স এখন নিজ গ্রামে সাগর জাহানের রচনা ও পরিচালনায় ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’ বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন, ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, আনিকা কবির শখ, তানিয়া আহমেদ, ফার“ক আহমেদ, আখম হাসান, আরফান আহমেদ, সামিহা, জুঁই করিম, আহসান কবির, হারুন মাসুদ, শাহনেওয়াজ রিপন, ইরেশ যাকের, শামীমা নাজনীন প্রমুখ। ওয়াইফ মানে ইস্তিরি বৃন্দাবন দাসের রচনা ও সালাহ্উদ্দিন লাভলুর পরিচালনায় ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে নাটকটি প্রচার হবে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, সোনিয়া, ওয়াহিদা মলিক জলি, আখম হাসান, শিল্পী সরকার অপু, শাহনাজ খুশী প্রমুখ। আছে ৫টি টেলিফিল্ম মোহন খান-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘মেঘ পাখি একা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন, ২৫ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। এ টেলিফিল্মে অভিনয় করেছেন সজল, ফারাহ রুমা, তানজিন তিশা, প্রিয়া আমান, সমাপ্তি, স্বাধীন খসরু, শেলী, নিলয় প্রমুখ। সুমন আনোয়ার-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘গুলবাহার’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন, ২৬ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, ইশরাত নিশাত, ইরেশ যাকের, আফরান নিশো, শিল্পী সরকার অপু, বেবী প্রমুখ। মাসুদ মেজান-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘লাইফ সাপোর্ট’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৩য় দিন, ২৭ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, আল আমিন সবুজ, জিনান, সারাহ্ প্রমুখ। মাহমুদ দিদার-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘রেইনবো’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন, ২৮ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন রিচি সোলায়মান, প্রভা, স্বাগতা, পাভেল ইসলাম, নিয়াজ মোর্শেদ প্রমুখ। শহিদুল হক স্বপন-এর রচনা ও অঞ্জন আইচ-এর পরিচালনায় টেলিফিল্ম ‘ঘুম পিয়ানো একদিন ভালোবাসা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৫ম দিন, ২৯ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন সজল, মম, সাবেরী আলম, ফারুক আহমেদ প্রমূখ। রয়েছে ১২ টি নাটক এম এস রানা-এর রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামূল-এর পরিচালনায় নাটক ‘ডিসাইড টু সুইসাইড’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন, ২৫ সেপ্টেম্বর রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তিশা প্রমুখ। রওনক হাসান-এর রচনা ও পরিচালনায় নাটক ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন, ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫মিনিটে। নাটকে অভিনয় করেছেন রিচি সোলায়মান, ইরেশ যাকের, কল্যাণ, রওনক হাসান প্রমুখ। ইমরাউল রাফাত-এর পরিচালনায় নাটক ‘প্রিয়তমেষু’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন, ২৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন তাহসান, মেহজাবিন, নাঈম প্রমুখ। আজাদ আবুল কালাম-এর রচনা ও পরিচালনায় নাটক ‘আলপিনের আত্মপ্রতিকৃতি’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন, ২৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন তারিন, সানজিদা প্রীতি, আজাদ আবুল কালাম প্রমুখ। আশরাফুল চঞ্চল-এর রচনা ও পরিচালনায় নাটক ‘অনিন্দিতা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৩য় দিন, ২৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন রিয়াজ, মম, নাদিয়া, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জাকির হোসেন উজ্জ্বল-এর রচনা ও নুজহাত আলভী আহমেদ-এর পরিচালনায় নাটক ‘সিনড্রেলা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৩য় দিন, ২৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন অপি করিম, সজল, শর্মিলী আহমেদ প্রমুখ। জীবন শাহদাৎ-এর রচনা ও পরিচালনায় নাটক ‘আজ শুভদিন’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন, ২৮ সেপ্টেম্বর রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তাহসান, ফারিয়া শাহরিন প্রমুখ। মাসুম শাহরীয়ার-এর রচনা ও ফাহমিদা ইরফান-এর পরিচালনায় নাটক ‘লাইজু বনাম লাইজু’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন, ২৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫মিনিটে। নাটকে অভিনয় করেছেন নাদিয়া, নাঈম, উর্মিলা, প্রনীল, অশোক ব্যাপারী প্রমুখ। বৃন্দাবন দাস-এর রচনা ও সাইদুর রহমান রাসেল-এর পরিচালনায় নাটক ‘সন্তান’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৫ম দিন, ২৯ সেপ্টেম্বর রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশি, চাঁদনী, দিব্য জ্যোতি, বাকার বকুল প্রমুখ। ফজলুল সেলিম-এর রচনা ও শামীম জামান-এর পরিচালনায় নাটক ‘আবারও আতা তোতা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৫ম দিন, ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫মিনিটে। নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, কুসুম শিকদার, আলভী, শামীম জামান প্রমুখ। সাদরুদ্দিন তপু খান-এর রচনা ও পরিচালনায় নাটক ‘কট ম্যারেজ’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন, ৩০ সেপ্টেম্বর রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা, মাজনুন মিজান প্রমুখ। শামীমা শাম্মী-এর রচনা ও পরিচালনায় নাটক ‘এবং নীল ক্যানভাস’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন, ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন ইমন, প্রভা, তানভীর, মীম, লায়লা হাসান প্রমুখ। ৬টি বাংলা সিনেমা ‘প্রেমিক নাম্বার ওয়ান’ অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ�� প্রচার সময়: ঈদের দিন, ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা ১০ মিনিট। ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ অভিনয়ে: রিয়াজ, শাবনূর, দিতি প্রমুখ। প্রচার সময়: ঈদের ২য় দিন, ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা ১০ মিনিট। ‘মনে প্রাণে আছো তুমি’ অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। প্রচার সময়: ঈদের ৩য় দিন, ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা ১০ মিনিট। ‘ঘরের লক্ষী’ অভিনয়ে: ফেরদৌস, শাবনূর, আলমগীর, ববিতা প্রমুখ। প্রচার সময়: ঈদের ৪র্থ দিন, ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা ১০ মিনিট। ‘সন্তান আমার অহংকার’ অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। প্রচার সময়: ঈদের ৫ম দিন, ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা ১০ মিনিট। ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ অভিনয়ে: রিয়াজ, পূর্ণিমা, রাজ্জাক, দিতি প্রমুখ। প্রচার সময়: ঈদের ৬ষ্ঠ দিন, ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ১০ মিনিট। বাংলাভিশনের নিজস্ব ঈদ অনুষ্ঠান ঈদের রান্না নিয়ে আমাদের রান্নাঘরের বিশেষ পর্বে অতিথি অভিনয়শিল্পী মেহজাবিন। অনুষ্ঠানে তাঁরা রান্না করেছেন ঈদের স্পেশাল রেসিপি। অরুণা বিশ্বাসের উপস্থাপনায় ‘আমাদের রান্নাঘর’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের আগের দিন, ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারিকুল ইসলাম সজল। জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ-এর অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘জুয়েল আইচের যাদুর বাঁশি’ প্রচার হবে বাংলাভিশনে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া হোসাইন। অনুষ্ঠানে জুয়েল আইচ কথা বলেছেন জাদুশিল্পে নানা অভিজ্ঞতা নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। ‘জুয়েল আইচের যাদুর বাঁশি’ প্রচার হবে ঈদের ৩য় দিন, ২৭ সেপ্টেম্বর রাত ৯টা ৪০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা। বরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন-এর সাথে আলাপচারিতা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘শুধু গান গেয়ে পরিচয়’ প্রচার হবে বাংলাভিশনে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিনাত জাহান মুন্নী।অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন কথা বলেছেন সঙ্গীতশিল্পে নানা অভিজ্ঞতা নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুর“ত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। ‘শুধু গান গেয়ে পরিচয়’ প্রচার হবে ঈদের ২য় দিন, ২৬ সেপ্টেম্বর রাত ৯টা ৪০ মিনিটে। চিত্রনায়িকা নিপুণ ও পরিমনি’র অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের দুই নায়িকা’ প্রচার হবে বাংলাভিশনে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপি করিম।অনুষ্ঠানে চিত্রনায়িকা নিপুণ ও পরিমনি কথা বলেছেন অভিনয়ের নানা অভিজ্ঞতা নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। ‘আমাদের দুই নায়িকা’ প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন, ৩০ সেপ্টেম্বর রাত ৯টা ৪০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। এই প্রজন্মের জনপ্রিয় রম্য অভিনেতা আরফান ও প্রাণ রায়ের সাথে মীরাক্কেলখ্যাত চারজন কৌতুকশিল্পী আবু হেনা রনি, সজল, শাওন ও শরশের জমজমাট আড্ডা ‘রম্য যাদুকর’ প্রচারিত হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। ঈদের এই অনুষ্ঠানে আড্ডায় উঠে এসেছে মজার মজার গল্প। অনুষ্ঠানে তারা ব্যক্তিজীবনের নানা মজার মজার ঘটনা তুলে ধরার পাশাপাশি জানিয়েছেন মজার অভিজ্ঞতার কথা। ‘রম্য যাদুকর’ প্রচার হবে ঈদের ২য় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরিফ হোসেন। রাধা-রমনের কালজয়ী সঙ্গীতের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ভোমর কইও গিয়া’ প্রচার হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন কোনাল, সালমা, বিউটি, নিশিতা বড়–য়া। তাঁরা অনুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি রাধা-রমনের কালজয়ী গান নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফাহমিদা নবী। ‘ভোমর কইও গিয়া’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন, ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা। বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীদের নিয়ে ব্যাতিক্রমী গেমস্ শো-এর অনুষ্ঠান ‘পে স্টেশন’ প্রচার হবে বাংলাভিশনে। গেমস্ শো-এ অংশ নিয়েছেন সামিহা, শামীমা তুষ্টি, কর্নিয়া, অহনা, ঝিলিক, ইমি, নিসা, রন্টি দাস, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, শামীম জামান, আহসান হাবিব নাসিম, স্বাধীন খসরু ও আবু হেনা রনি। অনুষ্ঠানে তাঁরা দুই গ্রুপে বিভক্ত হয়ে অনেকগুলো মজার মজার গেমস্ খেলেছেন। দুই গ্রুপের দলনেতা ছিলেন আহসান হাবিব নাসিম ও স্বাধীন। দুটি গ্রুপ থেকে একক ভাবে তিনজন সেরা নির্বাচিত হন। তাঁরা হলেন শামীম জামান, রন্টি দাস ও সামিহা। বিজয়ীদের জন্য ওয়ালটনের সৌজন্যে প্রথম পুরষ্কার ফ্রিজ, মিনিস্টার-এর সৌজন্যে দ্বিতীয় পুরষ্কার এলইডি টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার বাংলাভিশনের সৌজন্যে ওয়াটার পিউরিফাইয়ার। এছাড়াও অঞ্জনস্-এর সৌজন্যে সকল অংশগ্রহণকারীর জন্য গিফট্ বক্স। নিরব খানের উপস্থাপনায় ‘পে স্টেশন’ বাংলাভিশনের প্রচার হবে ঈদের দিন, ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপব। বিশেষ সঙ্গীতানুষ্ঠান আইয়ুব বাচ্চু ও বাপ্পা মজুমদারের অংশগ্রহণে গানের অনুষ্ঠান ‘রূপালী গিটার’ প্রচার হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। অনুষ্ঠানে তাঁরা গেয়েছেন কয়েকটি জনপ্রিয় গান। ‘রূপালী গিটার’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন, ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন। আরটিভির ছয়দিনের ঈদ আয়োজন এবারের ঈদেও থাকছে আরটিভির ছয়দিন ব্যাপী ঈদ আয়োজন। এর মধ্যে নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র অন্যতম। ৬ পর্বের ধারাবাহিক নাটক রয়েছে ৩টি প্যারা দু’জন বন্ধুর অভাব ও প্রতারনা সেই সাথে নানা হাস্যরসের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ৬ পর্বের ধারাবাহিক নাটক প্যারা। আরিফ রহমান এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত আরটিভিতে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মোশাররফ করিম, হাসান মাসুদ, মারজুক রাসেল, বাঁধন, সুমন পাটোয়ারী, সোহেল খান, তারিক স্বপন। কপালে যদি থাকে হাড় সৌদি আরব থেকে কোরবানীর দুম্বার মাংস আসে এদেশের গরীব মানুষদের মধ্যে বিতরণের জন্য। এসব মাংস মূলত ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়। স্থানীয় চেয়ারম্যান মেম্বারগণ তালিকা তৈরী করে, সেই মত চেয়ারম্যান মাংস বিতরণ করে। এ মাংস বিতরণের মজাদার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ৬ পর্বের ধারাবাহিক নাটক কাপালে যদি থাকে হাড়। বৃন্দাবন দাসের রচনা ও সালাউদ্দিন লাভলু’র পরিচালনায় নাটকটি প্রচারা হবে আরটিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত রাত ৮ টা ৫০ মিনিটে। নাটকে বিবিন্ন চরিত্রে অভিনয় করেছেন, চঞ্হল, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, প্রসূণ আজাদ প্রমূখ। ফরমাল-ইন রি-অ্যাকশন মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় আরটিভিতে প্রচার হবে ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত রাত ১১ টা ৫ মিনিটে ৬ পর্বের ধারবাহিক নাটক ফরমাল-ইন রি-অ্যাকশন। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জাহিদ হাসান, নিপুন, ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, ইকবাল বাবু, নুর আলম নয়ন, রিমি করিম, হায়দার মিথুন প্রমূখ। নাটক ও অন্যান্য অনুষ্ঠান: ঈদের দিন স্টার গেইম শো মজার সব খেলা নিয়ে নির্মাণ করা হয়েছে। স্টার গেইম শো। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন মজার গেইমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দিয়েছেন আড্ডা। স্টার গেইম শো তে অংশগ্রহণ করেছেন, নীরব, ইমন, সায়মন, আসিফ, আইরিন, সুজানা, শবনম ফারিয়া, ইশানা, উপস্থাপনায়: মারিয়া নূর। সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় স্টার গেইম শো প্রচার হবে আরটিভিতে ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে। ঈদ স্পেশাল লাইভ মিউজিক ঈদের দিন ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ঈদ স্পেশাল লাইভ মিউজিক। সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় অনুষ্ঠানে গাইবেন রাজিব, ঝিলিক, আতিক, লিজা। ঈদের দ্বিতীয় দিন ড্যান্সিং মাহি মাহিয়া মাহি। অল্প সময়েই বাংলা সিনেমায় নিজের যোগ্যতা দিয়ে দর্শকের মনে স্থান করে নিয়েছেন। ব্যস্ত আছেন অনেকগুলো বিগ বাজেটের সিনেমার কাজ নিয়ে । এত ব্যস্ততার মধ্যেও তিনি প্রথমবারের মত আরটিভি’র জন্য একক নাচের অনুষ্ঠান করলেন। ‘ড্যান্সিং মাহি’ নামের এ অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে ঈদের দ্বিতীয় ঈদ বিকেলে ৫টা ৩০ মিনিটে। নাটক জমজ-৪ এর আগে প্রচারিত নাটক জমজ এর তিনিটি সিক্যুয়াল প্রচারিত হয়েছে। দর্শকের কাছে পেয়েছে দারুণ জনপ্রিয়তা । এবার এ সিক্যুয়ালের জমজ ৪ নির্মাণ হলো। নাটকে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এবারে কাহিনী মূলত গ্রামের এক বিয়ে খেতে গিয়ে নানা নানা ঘটনার মধ্য দিয়ে নির্মাণ করা হয়েছে। অনিমেষ আইচের চিত্রনাট্যে ও আজাদ কালামের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন, মোশাররফ করিম, নিশা প্রমূখ। নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে। ঈদ স্পেশাল লাইভ মিউজিক ঈদের দ্বিতীয় দিন ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ঈদ স্পেশাল লাইভ মিউজিক । শাহরিয়ার ইসলাম এর প্রযোজনায় অনুষ্ঠানে গাইবেন বাদশা বুলবুল, অনুপমা মুক্তি, অলক সেন। ঈদের তৃতীয় দিন ‘স্টারস ড্যান্স’ কেউ ব্যস্ত অভিনেত্রী, কেউ উপস্থাপিকা, কেউ ব্যস্ত মডেল কেউ আবার কণ্ঠশিল্পী । এবার এ রকম কিছু স্টার নিয়ে নির্মিতি হয়েছে নাচের অনুষ্ঠান স্টারস ড্যান্স। সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মেহেজাবিন, সোনিয়া হোসেন, সাবিলা নূর, মারিয়া নূর ও লিজা। স্টারস ড্যান্স প্রচার হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেল ৫ টা ৩০ মিনিটে। ‘টু এয়ার পোর্ট’ গত রোজার ঈদে তাহসান তিশা জুটি হয়ে অভিনয় করেন মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় 'এ্যাংরি বার্ড' নামক একটি নাটকে। সে নাটক বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। এবার এ জুটি একই পরিচালকের 'টু এয়ারর্পোট' নামক একটি নাটকে জুটি হয়ে কাজ করেছেন। নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ২০ মিনিটে। ঈদের চতুর্থ দিন ‘আমি ভিলেন হতে চাই’ ছোট বেলা থেকে মোশাররফ করিমের স্বপ্ন ভিলেন হবে। বাংলা সিনেমার ভিলেন। এ জন্য গ্রাম থেকে সে ভিলেন হওয়ার উদ্দেশ্যে ঢাকা আসে। এফডিসির গেটে দাঁড়িয়ে থাকে কিন্তু কেউ ডাকে না। একসময় সিনেমার এ প্রোডাকশন ম্যানেজার এর সহযোগিতায় ভিলেন ডন এর সাথে পরিচয় হয়। তার সুযোগও ঘটে। নায়িকার শ্লীতাহানি ঘটানোর দৃশ্য করতে হবে। এটা শুনে হারিয়ে যায় রাজু। কাহিনীর মোড় নেয় অন্য দিকে । এমনই এক কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ভিলেন। আর বি প্রীতম এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে রাত ৯টা ২০ মিনিটে। ‘মাস্তি আনলিমিটেড’ মাবরুর রশিদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় আরটিভিতে রাত ১১ টা ২৫ মিনিটে প্রচার হবে নাটক 'মাস্তি আনলিমিটেড'। অভিনয়ে: সালমান মুক্তাদির, সৌমিক, শেহতাজ, নায়লা নাইম। ঈদের পঞ্চম দিন ‘বোকা খোকা’ জাকির হোসেন উজ্জলের রচনা ও শামীম জামানের পরিচালনায় আরটিভিতে ঈদের পঞ্চমদিন রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে নাটক 'বোকা খোকা'। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, শামীম জামান প্রমূখ। ‘লাইক অ্যান্ড শেয়ার’ শাফায়েত মনসুর রানা রচনা ও পরিচালনায় রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে নাটক 'লাইক এন্ড শেয়ার'। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জন কবির, মিশু সাব্বির, রানা, সাবিলা। ঈদ স্পেশাল মিউজিক ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ঈদ স্পেশাল লাইভ মিউজিক। শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানে গাইবেন সজল, পুতুল, মেহেরাব, রাজু। ‘টিউন অব লাভ’ ইমেল হক এর রচনা ও পরিচালনায় আরটিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটক টিউন অব লাভ। নাটকে দেখা যাবে, গায়েহলুদ, জন্মদিনসহ নানা ধরনের সামাজিক অনুষ্ঠানে গান গাইতে যায় তিশা। তাদের একটা গানের দলও আছে। দলের মাঝে তিশাকে নিয়ে শুররু হয় নানা ধরনের টানাপোড়েন। এভাবেই এগিয়ে চলে গল্প। নাটকটি নিয়ে তিশার সঙ্গে অভিনয় করেছেন আরফান নিশো। ঈদ স্পেশাল লাইভ মিউজিক ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ঈদ স্পেশাল লাইভ মিউজিক । শাহ আমীর খসরু’র প্রযোজনায় অনুষ্ঠানে গাইবেন বিউটি, কাজী শুভ, পলাশ, কনা। চ্যানেল আইতে ঈদুল আজহার আয়োজন আসন্ন ঈদ উপলক্ষে এর মধ্যেই চ্যানেল গুলো বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করবে। তার ধারাবাহিকতায় চ্যানেল আই সাত দিন ব্যাপি আয়োজন করেছে নানা অনুষ্ঠান মালা। এর মধ্যে রয়েছে চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, ম্যগাজিন অনুষ্ঠানসহ আরও বিভিন্ন অনুষ্ঠান। প্রিয়.কমের পাঠকের জন্য দেয়া হলো চ্যানেল আইয়ের সাত দিনের অনুষ্ঠানমালার সময় সূচি। ৬ চলচ্চিত্রের প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার পবিত্র ঈদুল ফিতরে ৬টি চলচ্চিত্রের প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আই। এগুলোর মধ্যে রয়েছে চলচ্চিত্র ‘প্রার্থনা’। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদুল আজহার দিন বিকেল ২টা ৩০ মিনিটে। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী নাগ, জারা জাকিব, নওশীন, তৌকীর আহমেদ প্রমুখ। চলচ্চিত্র ‘জিরো ডিগ্রী’। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও নির্মাণ করেছেন অনিমেষ আইচ। অভিনয়ে মাহফুজ আহমেদ, জয়া আহসান, রুহি, ইফতেখার রাজিব, তারেক আনাম খান, টেলি সামাদ, ইরেশ জাকের, মীর রাব্বি প্রমুখ। চলচ্চিত্র ‘কমন জেন্ডার’। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০.৩০ মিনিটে। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নোমান রবিন। অভিনয়ে ডলি জহুর, সোহেল খান, হাসান মাসুদ, রোজী সিদ্দিকী, সাজু খাদেম, শহিদুল আলম সাচ্চু, সালেহ আহমেদ, চিত্রলেখা গুহ, বাপ্পী আশরাফ প্রমুখ। বাংলায় ডাবকৃত সাড়া জাগানো হলিউড মুভি ‘হোম এলোন’।ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের চতুর্থদিন সকাল ১০টা ৩০ মিনিটে। কাহিনী: জন হিউজেস এবং মুভিটি পরিচালনা করেছেন চার্জ কলম্বাস। এ মুভিতে অভিনয় করেছেন ম্যাকুলেন কালস্টিন, জো জেসি, ডেনিয়েল স্টেন, জন হার্ড, রবার্ট ক্লুনস, ক্যাথরিন ওয়ারা, এঞ্জেরা গ্রোথেন, হিলারি, হানকিন প্রমুখ। চলচ্চিত্র ‘গাড়ীওয়ালা’। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদেও পঞ্চম দিন সকাল ১০টা ৩০ মিনিটে। কাহিনী, চিত্রনাট্য ও নির্মাণ করেছেন আশরাফ শিশির। অভিনশিল্পীরা হলেন রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী, কাব্য প্রমুখ। চলচ্চিত্র ‘তোমার কাছে ঋণি’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন। অভিনয়ে ববিতা, প্রবীর মিত্র, তমা মির্জা, সায়মন প্রমুখ। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সেরা নির্মাতার ১০ টেলিছবি ঈদুল আজহার অনুষ্ঠানমালায় চ্যানেল আই প্রচার করবে জনপ্রিয় নির্মাতাদের নির্মাণে বিভিন্ন টেলিছবি। এ ধারাবাহিকতায় ঈদে দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত প্রচার হবে ১০ টেলিছবি। ঈদের দিন: দুপুর ১২টা ০৫ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘বঙ্গত’। রচনা ও পরিচালনা রাজিব হাসান। অভিনয়ে মৌসুমী হামিদ, সাজ্জা, প্রণব, সোহেল খান প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন: বিকেল ২.৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘বাতাসের মানুষ’। ফিদিয়া কামালের রচনায় এটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, শবনম ফারিয়া, আরফান নিশো প্রমুখ। ঈদের তৃতীয় দিন : টেলিছবি ‘ওভারট্রাম্প’ প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে। ফারুক হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে মৌ, সজল, ফারিয়া প্রমুখ। টেলিছবি ‘বাগান বাড়ির রহস্য’ প্রচার হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। রচনা আনিসুল হক ও পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া, তৌসিফ, অপর্না, অবাক ও মুনিরা মিঠু প্রমুখ। ঈদের চতুর্থ দিন: ‘ফেলে আসা লাল গোলাপ’ টেলিছবিটি প্রচার হবে বিকেল ২.৩০ মিনিটে। গল্প : ইমদাদুল হক মিলন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, জিতু আহসান, চন্দ্রমনি প্রমুখ। বিকেল ৪.৩০ মিনিটে প্রচার হবে ‘মানুষ হতে সাবধান’। রচনা ও পরিচালনা ইফতেখার আহমেদ ফাহমি। এ টেলিফিল্মে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া, আখম হাসান প্রমুখ। ঈদের পঞ্চম দিন: গোলাম রাব্বানীর রচনা ও ইউসুফ চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার ২০ বছর’ টেলিছবিটি দেখানো হবে বিকেল ২টা ৩৫ মিনিটে। এতে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী প্রমুখ। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় ‘হাঙ্গাঁমা’ টেলিছবি দেখানো হবে বিকেল ৪.৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, ইভানা, মিথিলা, নীলা প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন: গীতালি হাসানের রচনা ও ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় টেলিছবি ‘নিমন্ত্রণ রইল সবার’ দেখানো হবে বিকেল ২টা ৩৫ মিনিটে। অভিনয়ে মেহজাবীন, সাজ্জাদ, সোহেল খান প্রমুখ। টেলিছবি ‘মধ্যরাতের ঐরাবত’। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। প্রচার হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। অভিনয় শিল্পীরা হলেন- তারিক আনাম খান, রিচি সোলায়মান প্রমুখ। হুমায়ূন আহমেদের নাটকসহ ১৩ নাটক ঈদুল আজহার অনুষ্ঠানমালায় চ্যানেল আই’তে প্রচার হবে হুমায়ূন আহমেদের নাটকসহ সেরা নির্মাতাদের রচনা ও পরিচালনায় ১৩ নাটক। নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ৭মদিন পযর্ন্ত। ঈদের দিন: হুমায়ূন আহমেদের নাটক ‘ভালোবাসার গল্প’। গল্প: হুমায়ূন আহমেদ, নাট্যরূপ : মারুফ রেহমান, পরিচালনায় মেহের আফরোজ শাওন। এ নাটকে অভিনয় করেছেন শবনম ফারিয়া, স্বাধীন খসরু, জয়িতা, ঝুনা চৌধুরী, নওমিতা, ডা. এজাজ, মতিউল আলম প্রমুখ। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। মাসুম রেজার রচনা ও সালাউদ্দিন লাভলু‘র পরিচালনায় ‘ইতি, সুজন ও একটি লাটিম’ নাটকটি প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে। এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিথিলা ও সালাহউদ্দিন লাভলু প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন: ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘আমাকে ডিজেল দিন’ নাটকটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, সজল, দিলারা জামান, হাসান ইমাম প্রমুখ। ঈদের তৃতীয় দিন: রাবেয়া খাতুনের গল্পে ‘অন্তঃস্রোত’ নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে রয়েছেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান ও স্বাগতা। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। নাটক ‘ডানা মেলে’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। অভিনয়ে মেহজাবিন, ইমন প্রমুখ। ঈদের চতুর্থ দিন : নাটক ‘কবিতা সুন্দর’। বিপাশা হায়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয়ে নিরব, হিমি, প্রাণ রায়, কুমকুম হাসান প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। নাটক ‘তোমার চোখে দেখেছিলাম, আমার প্রথম সর্বনাশ’। শামীম শাহেদের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপি করিম, আলভী আহমেদ প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। ঈদের পঞ্চম দিন : নাটক ‘বিভোর বনলতা’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে মেহজাবীন, আজাদ, তাওসিফ প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। নাটক ‘প্রফেসর শেয়াল’। শফিকুর রহমান শান্তনু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। অভিনয়ে আবদুল কাদের, তাজরিন তিশা, নকিব চৌধুরী, সুষমা, হৃদি প্রমুখ। প্রচার হবে ৯.৩৫ মিনিটে। ঈদের ষষ্ঠ দিন : নাটক ‘মঙ্গলছায়া’। রচনা তৌহিদ হাসান। পরিচালনায় তৌহিদ মিটুল। অভিনয়ে ত্রপা মজুমদার, শহীদুজ্জামান সেলিম, ওয়াহিদা মলিকজলি, সুষমা সরকার প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। আহমেদ তাওকীরের রচনায় এবং সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটক ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ প্রচার রাত ৯টা ৩৫ মিনিটে। এ নাটকে অভিনয় করেছেন নিপুণ, আবদুলাহ রানা, রাহুল আনান্দ প্রমুখ। ঈদের ৭ম দিন : নাটক ‘নায়ক জামাই। ফেরারী ফরহাদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রবিন খান। অভিনয়ে আমিন খান, তমা মির্জা, সিদ্দিক, সীমানা, মাজনুন মিজান, ফার“ক আহমেদ, শবনম পারভীন প্রমুখ। প্রচার হবে ৭টা ৫০ মিনিটে। এছাড়া ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পযর্ন্ত। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক ‘দিনদুপুরে দিনাজপুরে’। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের এ ধারাবাহিক নির্মাণের পাশাপাশি ‘ছোটকাকু’চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। আরো অভিনয়ে রয়েছেন অর্ষা, সীমান্ত, প্রবাল, মুনিয়া ইসলাম, হিন্দোল, এ কে আজাদ সেতু, নিয়াজ মোরশেদ প্রমুখ। মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়েজন যথারীতি মাছরাঙা টেলিভিশনেও থাকছে ঈদ উল আযহা ২০১৫-এর বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে বিশেষ নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক। ধারাবাহিক নাটক ‘ঈদের নাটক’ রচনা- রুম্মান রশীদ খান পরিচালনা- নুজহাত আলভী আহমেদ প্রচার- ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে। এতে অভিনয়ে করেছেন আসিফ, নাদিয়া আফরীন, সজল, কল্যাণ, মনিরা মিঠু, আরফান প্রমুখ। ‘ব্রেকআপ স্টোরি’ তুহিন রাসেলের রচনায় পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ।িএটি প্রচার হবে ঈদের দিন দুপুর ১২ টা ১০ মিনিট। অভিনয়ে: আফরান নিশো, অপর্ণা প্রমুখ। ‘জেগে ওঠার গল্প’ রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি প্রচার: ঈদের ২য় দিন দুপুর ১২ টা ১০ মিনিট। অভিনয়ে: মিলন ভট্টাচার্য, লেনিন, আনোয়ার, আলআমিন প্রমুখ। ‘প্রজাপতি ভালোবাসা’ রচনা- মেজবাহ উদ্দিন সুমন পরিচালনা- রুবেল হোসেন প্রচার: ঈদের ৩য় দিন দুপুর ১২ টা ১০ মিনিট। অভিনয়ে: নাঈম, মম, নাদিয়া নদী প্রমুখ। ‘অন্ধকারের জোনাকী’ রচনা: ফারিয়া হোসেন পরিচালনা: চয়নিকা চৌধুরী প্রচার: ঈদের ৪র্থ দিন দুপুর ১২ টা ১০ মিনিট। অভিনয়ে, তৌকীর আহমেদ, মম, মৌ প্রমুখ। ‘যদি মনে পড়ে যায়’ রচনা ও পরিচালনা : মেহেদী হাসান জনি প্রচার : ঈদের ৫ম দিন দুপুর ১২ টা ১০ মিনিট। অভিনয়ে: অপূর্ব, মম প্রমূখ। ‘অচেনা মেঘের সন্ধানে’ রচনা ও পরিচালনা: কৌশিক শংকর দাশ প্রচার: ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ১২ টা ১০ মিনিট। অভিনয়ে: নিশো, শার্লিন, কুমকুম হাসান প্রমুখ। ‘চোখে রাখ চোখ’ রচনা: মাতিয়া বানু শুকু পরিচালনা: নুজহাত আলভী আহমেদ প্রচার: ঈদের দিন রাত ১০ টা ৩০ মিনিটে। অভিনয়ে: সজল, মেহজাবিন প্রমুখ। ‘মেডেল’ রচনা ও পরিচালনা- নাসির আল মামুন প্রচার- ঈদের ২য় দিন রাত ১০ টা ৩০ মিনিটে। অভিনয়ে- মোশাররফ করিম, কচি খন্দকার, মিলন ভট্ট, মারজুক রাসেল প্রমুখ। ‘অপর পৃষ্ঠা দ্রষ্টব্য’ রচনা: মিনহাজ আল দ্বীন পরিচালনা: মাহমুদ মাহিন ও মিনহাজ আল দ্বীন প্রচার: ঈদের ৩য় দিন রাত ১০ টা ৩০ মিনিটে। অভিনয়ে: স্পর্শিয়া, জ্যোতিকা জ্যোতি, ডা. এজাজ, স্বাধীন খসরু, শামীমা নাজনীন প্রমুখ। ‘কমার্শিয়াল ব্রেক’ রচনা ও পরিচালনা : ইমরাউল রাফাত প্রচার : ঈদের ৪র্থ দিন রাত ১০ টা ৩০ মিনিটে। অভিনয়ে: তিশা, নিশো, হিল্লোল প্রমুখ। ‘এ এক অদ্ভুত ভালোবাসা’ রচনা: সাগর জাহান পরিচালনা: রতন রিপন প্রচার: ঈদের ৫ম দিন রাত ১০ টা ৩০ মিনিটে। অভিনয়ে- তিশা, নিশো প্রমুখ। ‘শেষ কবিতা’ রচনা: আহসান কবির লিটন পরিচালনা: পারভেজ আমিন প্রচার: ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০ টা ৩০ মিনিটে। অভিনয়ে: ইন্তেখাব দিনার, নাদিয়া প্রমুখ। ‘ডলার ও ডায়মন্ড’ রচনা ও পরিচালনা: অণিমেষ আইচ প্রচার ঈদের দিন রাত ৯.০০ মিনিটে। অভিনয়ে: সাজিদ, ভাবনা, অপূর্ব মজুমদার প্রমুখ। ‘ড্রেসকোড লুঙ্গি’ রচনা: মারুফ রেহমান পরিচালনা : মারুফ মিঠু প্রচার: ঈদের ৩য় দিন রাত ৯.০০ মিনিটে। অভিনয়ে: মীর সাব্বির, টয়া প্রমুখ। ‘ব্রাদার্স’ রচনা ও পরিচালনা : মাবরুর রশীদ বান্নাহ প্রচার: ঈদের ৪র্থ দিন রাত ৯টায়। অভিনয়ে: জোভান, শাওন, নাদিয়া, শিমুল প্রমুখ। ‘আর্ট জসিম’ রচনা ও পরিচালনা : ইমরাউল রাফাত প্রচার: ঈদের ৫ম দিন রাত ৯টায়। অভিনয়ে- সাজু খাদেম, ইভানা, আব্দুল্লাহ রানা প্রমুখ। ‘ডেথ অব এ ম্যান’ রচনা ও পরিচালনা: বদরুল আনাম সৌদ প্রচার : ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯টায়। অভিনয়ে: সুবর্ণা মুস্তাফা, জিতু, নাদিয়া প্রমুখ।
- ট্যাগ:
- বিনোদন
- টিভি
- ঈদ ২০১৫
- ঈদের অনুষ্ঠানমালা