
ছবি সংগৃহীত
ঝর্ণা ও জলপ্রপাতের মাঝে পার্থক্য কী?
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৪, ১৩:১৪
আপডেট: ১৫ জানুয়ারি ২০১৪, ১৩:১৪
আপডেট: ১৫ জানুয়ারি ২০১৪, ১৩:১৪
“ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!” পৃথিবীতে প্রকৃতির যে সব চমৎকার নিদর্শন আছে তার মাঝে ঝর্ণা ও জলপ্রপাত অন্যতম। পাহারের গা বেয়ে জলের ধারা মনমুগ্ধকর সৌন্দর্য তৈরি করে নেমে আসে! এদের কিছুকে বলা হয় ঝর্ণা, আবার কিছুকে বলা হয় জলপ্রপাত। নামের এরকম পার্থক্য হবার কারণ কি? পার্থক্যটা কি উচ্চতায় না বিশালতায়, নাকি জলধারার তীব্রতায়? ব্যাপারটা কি এমন, যে জলরাশি বেশী উঁচু থেকে পড়ে সেটা জলপ্রপাত, আর কম উঁচু থেকে পড়লে ঝর্ণা? অথবা জলপ্রপাত আকারে বিশাল হয়, সে তুলনায় ঝর্ণা ছোট হয়ে থাকে? ব্যাপারটা আসলে এমন নয়। কিছু জলপ্রপাতের পানি প্রবাহের তীব্রতা অনেক ঝর্ণার চেয়েও কম হয়ে থাকে। আবার কিছু কিছু ঝর্ণা অনেক জলপ্রপাতের চেয়েও আকারে বড় হয়, বেশী উঁচু থেকে পতিত হত। তাহলে ঝর্ণা আর জলপ্রপাতের মাঝে মূল পার্থক্যটা কি?

৩০ মিনিট আগে
৩৪ মিনিট আগে