ছবি সংগৃহীত

ছোট্ট বেলার বিপাশা হায়াত, দেখুন দুটি স্মৃতিময় ছবিতে

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৪, ১৭:১৭
আপডেট: ৩১ মার্চ ২০১৪, ১৭:১৭

প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহন করেন তিনি। আবুল হায়াতের বাবা আব্দুস সালাম ছিলেন চট্টগ্রাম রেলওয়ে ওয়াজিউল্লাহ ইন্সটিটিউটের সাধারন সম্পাদক। স্কুল জীবন কাটে চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মেট্রিকুলেশন (বর্তমান এসএসসি) পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পাস করে ১৯৬২ সালে বুয়েটে ভর্তি হন। বুয়েটে পড়ার সময়ই শেরেবাংলা হলে থাকতেন। এরপর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ১৯৬৭ সালে পাস করে ১৯৬৮ সালেই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে যোগ দেন।

১৯৭০ সালে আবুল হায়াতের সঙ্গে বিয়ে হয় তার মেজ বোনের ননদ “মাহফুজা খাতুন শিরিনের” সঙ্গে। ১৯৭১ সালের ২৬ মার্চ যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই ২৩ মার্চ জন্ম হয় তাদের প্রথম সন্তান বিপাশা হায়াতের। এ ফিচারের প্রথম ছবিতে আবুল হায়াত ও শিরিন দম্পতির কোলে দেখা যাচ্ছে আরেক খ্যাতিমান অভিনেত্রী বিপাশা হায়াতকে! ছোট্ট বিপাশাকে কি চেনা যাচ্ছে প্রিয় পাঠক? পরের ছবিটিতে রয়েছেন দুই কন্যাসহ এই দম্পতি।