ছবি সংগৃহীত

গেম রিভিউ: নিড ফর স্পিড : রাইভালস

Dewan Osman Mahdi
লেখক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০১৪, ০৫:৫১
আপডেট: ০৪ জানুয়ারি ২০১৪, ০৫:৫১

nfs (প্রিয় টেক) নিড ফর স্পিড শুনলেই আমাদের মাথায় আসে বিলাসবহুল গাড়ি নিয়ে দ্রুত গতিতে রেস করা! কিছুদিন আগেই মুক্তি পেল এই নিড ফর স্পিড সিরিজের বিশতম সংস্করণ নিড ফর স্পিড রাইভালস। ইলেকট্রনিক আর্টস এর সৌজন্যে ঘোস্ট গেমস নামক ডেভেলপার এর মাধ্যমে এই গেমটি গেল বছর ১৩ নভেম্বর ২০১৩-এ মুক্তি পায়। গেমটি অনেকটা আগের সংস্করণ “হট পারসুইট” এবং “মোস্ট ওয়ান্টেড” এর মিশ্রণ যেখানে রেসিং এর সাথে রয়েছে পুলিসি তৎপরতা। গেমার এখনে রেসার অথবা পুলিশ উভয় হিসেবেই খেলতে পারবেন। রেসার হলে গতির খেলায় মেতে উঠতে পারবেন দারুণ সব গাড়ি নিয়ে। আবার পুলিশ হলে সেই রেসারদেরই হাজতে পাঠানোর জন্য তাদের তাড়া করতে হবে। need for speed “জেফাইর” নামক একজন দুর্দান্ত রেসারের পুলিশ ফাঁকি দেওয়ার ভিডিও দেখে অন্যান্য রেসাররাও উদ্বুদ্ধ হয়ে ওঠে। এরপরেই লেগে যায় রেসারদের সাথে পুলিশের সংঘাত। রেসারদের দমন করার জন্য এফবিআই-এর সহায়তায় পুলিশ ভেহিকেল রেসপন্স টিম তৈরি করে। রেসাররাও কম যায় না! তারাও ক্ষিপ্রগতির গাড়ি নিয়ে নেমে পড়ে রাস্তায়। এভাবেই পুরো গেম জুড়ে এগিয়ে যাবে পুলিশ বনাম রেসারদের এক রোমাঞ্চকর কাহিনী। তবে পূর্বের গেমগুলো থেকে এই গেইমটি আরও উত্তেজনাময় হবে কারণ খেলার মধ্যে যখন-তখন হাজির হবে পুলিশের হেলিকপ্টার। গেমটি “ফ্রস্টবাইট ৩” ইঞ্জিনে তৈরি করা হয়েছে এবং এতে ডাইনামিক ওয়েদার সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে এর গ্রাফিক্স আরও জীবন্ত হয়ে উঠেছে। রাইভালস এর আরেকটি চমক দীর্ঘ ১১ বছর পর নিড ফর স্পিড-এ প্রকৃত “ফেরারী” গাড়ি নিয়ে খেলতে পারা। গেমটিতে ফেরারী ৪৫৮ ইতালিয়া, ফেরারী ৫৯৯ জিটিও, এনজো ফেরারী-এর মতো গাড়ি নিয়ে খেলা যাবে। ফেরারী ছাড়াও অ্যাশটন মারটিন, ল্যাম্বরগিনি, মারসিডিস বেঞ্জ, পোরশে-এর মত গাড়ি তো আছেই। nfs rivals গেমটির আরেকটি নতুন ফিচার হল “অল ড্রাইভ”; এর মাধ্যমে গেইমাররা সিঙ্গেল প্লেয়ার এবং মাল্টিপ্লেয়ার এর মিশ্রণে খেলতে পারবেন। এর মাধ্যমে অনলাইনে বন্ধুদের সাথে “কো অপ” করে অথবা একে অপরের বিপক্ষেও খেলা যাবে। দারুণ এবং উত্তেজনাময় এই গেমটি পিসি, এক্সবক্স৩৬০, এক্সবক্স ওয়ান, পিএস৩ এবং পিএস৪ এ খেলা যাবে। গেমের সিস্টেম রিকোয়্যারমেন্টস: প্রসেসর : ইন্টেল কোর ২ ডুয়ো ২.৬ গিগাহার্জ র‌্যাম : ৪ গিগাবাইট গ্রাফিকস : ইন্টেল এইচডি ৪০০০ বা রেডিয়ন এইচডি ৩৬০০ বা জিফোর্স ৬৮০০জিটি হার্ডডিস্ক : ৩০ গিগাবাইট খালি জায়গা।