ছবি সংগৃহীত

কিশোরী বেলায় কেমন ছিলেন আজকের নওশীন? দেখুন ছবিতে!

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৫, ০৩:৩৮
আপডেট: ২১ জানুয়ারি ২০১৫, ০৩:৩৮

(প্রিয়.কম) নওশীন নাহরীন মৌ, ছোট পর্দার স্বনামধন্য এই অভিনেত্রী খুব অল্প সময়েই পেয়েছে খ্যাতি ও দর্শকের ভালোবাসা। প্রথমে আর যে, তারপর উপস্থাপিকা, তারপর বিজ্ঞাপন চিত্রের মডেল। এরপর নাম লেখালেন ছোট পর্দার নাটকে, তারপর আজকাল পর পর্দার দিকেও হাঁটছেন।

ভীষণ সুন্দরী ও দারুণ আকর্ষণীয় এই নায়িকা কিন্তু ব্যক্তিগত জীবনে এক সন্তানের মা। হ্যাঁ, ছোট্ট একটি পুত্র সন্তান রয়েছে তার। এবং জীবনে অনেক ঝড় ঝাপটা ও কষ্ট সয়ে এখন তিনি অভিনেতা হিল্লোলের ঘরনী। আচ্ছা, ভাবুন তো আপনার প্রিয় নওশীন কেমন ছিলেন দেখতে ছোট্ট বেলায়? কৈশোর তখনও পার হয়নি আর যৌবন আসি আসি করছে, কেমন ছিলেন দেখতে তখন আজকের এই জনপ্রিয় নায়িকা? দেখুন সেই সময়ের একটি মিষ্টি ছবি। নিজের ফেসবুক আইডিতেই ছবিটি শেয়ার করেছেন নওশীন স্বয়ং। হ্যাঁ, আজকের এই রূপসী নায়িকা কৈশোরেও ছিলেন তেমনই সুন্দরী। নীল শাড়িতে কি মিষ্টিই না দেখাচ্ছে তাঁকে! ক্লাস সেভেনে থাকতে তোলা ছবি এটি।