
ছবি সংগৃহীত
উপকারী সবজি ঢেঁড়স
প্রকাশিত: ০২ জুলাই ২০১৩, ০৫:৪৩
আপডেট: ০২ জুলাই ২০১৩, ০৫:৪৩
আপডেট: ০২ জুলাই ২০১৩, ০৫:৪৩
ঢেঁরশ বাংলাদেশের জনপ্রিয় সবজিগুলোর মধ্যে একটি। ঢেঁরশ ভাজি দিয়ে গরম ভাত খেতে অনেকেই পছন্দ করেন। ঢেঁরশ মূলত শীতকালের সবজি হিসেবে বিবেচিত হলেও বর্ষার শুরু থেকেই ঢেঁরশ বাজারে সহজলভ্য হয়ে যায়। ঢেঁরশের ভাজি তো বটেই ঢেঁরশের অন্যান্য তরকারি, ডাল, চচ্চড়ি, ভর্তাও সমান জনপ্রিয়। ঢেঁরশের ইংরেজি নাম হলো Okra। তবে ঢেঁরশ Lady's fingers, Gumbo, Bhindi ইত্যাদি নামেও পরিচিত। ঢেঁরশের Okra নামটি যুক্তরাষ্ট্রে বেশি ব্যবহৃত হয়, তবে উচ্চারণ একেক জায়গায় একেক রকম। Okra শব্দটি এসেছে আফ্রিকার Igbo ভাষা থেকে। ঢেঁরশের বৈজ্ঞানিক নাম Abelmoschus esculentus অথবা Hibiscus esculentus L।

- ঢেঁরশে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সহায়তা করে।
- ঢেঁরশ শিশুদের জন্য খুবই উপকারী। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন ও জিংক। এসব পুষ্টি উপাদান শিশুর হাড় গঠন ও শারীরিক বৃদ্ধির জন্য খুবই জরুরি।
- এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি এবং এ। ভিটামিন সি দাঁত, মাঢ়ি ও ত্বকের রোগ প্রতিরোধে সহায়তা করে এবং ভিটামিন এ চোখের যাবতীয় রোগ প্রতিরোধ করে।
- ঢেঁরশে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, যা অন্ত্র, পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
- ঢেঁরশে বিদ্যমান খাদ্যআঁশ পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

- ঢেঁরশে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সহায়তা করে।
- ঢেঁরশ শিশুদের জন্য খুবই উপকারী। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন ও জিংক। এসব পুষ্টি উপাদান শিশুর হাড় গঠন ও শারীরিক বৃদ্ধির জন্য খুবই জরুরি।
- এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি এবং এ। ভিটামিন সি দাঁত, মাঢ়ি ও ত্বকের রোগ প্রতিরোধে সহায়তা করে এবং ভিটামিন এ চোখের যাবতীয় রোগ প্রতিরোধ করে।
- ঢেঁরশে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, যা অন্ত্র, পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
- ঢেঁরশে বিদ্যমান খাদ্যআঁশ পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
১৭ ঘণ্টা, ৩১ মিনিট আগে