ছবি সংগৃহীত

অবৈধভাবে ফরেক্স ট্রেডিংয়ে বাংলাদেশ ব্যাংকের ‘না’

techadmin
লেখক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১২, ১৫:১২
আপডেট: ১৩ জানুয়ারি ২০১২, ১৫:১২

(প্রিয় টেক) অনলাইন মুদ্রা কেনাবেচা ব্যবসা ‘ফরেক্স’ করার জন্য অবৈধভাবে মুদ্রা কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ওয়েবসাইটে প্রকাশিত একটি গণবিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে। কেবল বৈধ উপায়েই এধরনের লেনদেনের জন্য বলা হয়েছে এতে।

BB
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনলাইন ফরেক্স এবং ট্রেডিং ব্যবসা থেকে বড়মাত্রায় লাভের প্রলোভন দেখানো হচ্ছে, প্রশিক্ষণ কোর্সে ভর্তির আকর্ষণের লক্ষ্যে বেশ কিছু বেআইনী বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। তথ্য প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ইদানিং এ ধরণের বিজ্ঞাপণ প্রকাশ করা হচ্ছে। এসব বিজ্ঞাপণে বিদেশী মুদ্রার ব্যবসার লক্ষ্যে ডেবিট কার্ডে কারেন্সি লোডের ব্যবস্থার আশ্বাসও দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় লেনদেনের জন্য অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত ডিলার/মনিচেঞ্জার ছাড়া অন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠান এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিক্রয় করা যায় না। ১৯৪৭ সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অনুযায়ী এধরণের মুদ্রা কেনাবেচা অবৈধ। এধরণের মাধ্যম থেকে তাই বিদেশী মুদ্রা কেনাবেচা না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে ওইসব বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংকগুলোর দেয়া আন্তর্জাতিক লেনদেন করা যায় এমন ক্রেডিট কার্ড দিয়ে বৈধভাবে ফরেক্স ব্যবসা করার সুযোগ রয়েছে, তবে এ সুবিধা এখনও এতটা সহজলভ্য নয় বলেই অবৈধভাবেই অর্থ লেনদেন করতে হয় ফরেক্স ব্যবসায়ীদের। ইতিমধ্যে আমাদের দেশে অনলাইন ফরেক্স ব্যবসা বেশ জনপ্রিয়তা পেয়েছে। তরুণরাই সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছেন এধরণের ব্যবসায়।