ছবি সংগৃহীত

অবিশ্বাস্য প্রাণবন্ত হাতে আঁকা ১০টি অসাধারণ ছবি, যা প্রথম দেখায় চমকে দেবে আপনাকে!

Kaniz DIya
লেখক
প্রকাশিত: ০৩ জুন ২০১৪, ১৭:২৩
আপডেট: ০৩ জুন ২০১৪, ১৭:২৩

(প্রিয়.কম) শিল্পীর হাতে রঙ তুলি তুলে দিলে তিনি কী করতে পারেন? অনেকেই এই প্রশ্নের জবাবে বলবেন ‘ছবিই একে দেবেন, এ আর নতুন কি’। কিন্তু ছবিটি কতোটা প্রাণবন্ত হবে তা সম্পর্কে কেউই ধারণা রাখতে পারেন না। একজন শিল্পীর হাতে রঙ তুলি তুলে দিয়ে তাকে ক্যানভাসের সামনে দাঁড় করিয়ে দিলে কি হবে দেখতে চান? তাহলে দেখে নিন আমাদের আজকের এই ফিচারটি। পুরো ফিচারটি দেখার আগে মাথায় রাখবেন এখানের কোনো ছবিই ক্যামেরায় তোলা নয়। সবই শিল্পীদের হাতে আঁকা। কিছু প্রমাণ ও রয়েছে, বিশ্বাস না হলে খুঁটিয়ে দেখে নিতে পারেন। তাহলে নিজের চোখকে তৈরি করে ফেলুন অসাধারণ কিছু দেখার জন্য। রইলো অস্বাভাবিক সুন্দর ১০টি ছবি, যেগুলো প্রথম দেখায় কিছুতেই বিশ্বাস হবে না আপনার। (১) কভারে যে ছবিটি দেখছেন তা কোনো ফটোগ্রাফারের তোলা একটি বাচ্চা মেয়ের চোখ বন্ধ করা ছবি নয়। এটি ক্যানভাসের ওপর অ্যাক্রেলিক রঙ দিয়ে আঁকা একটি ছবি। এই ছবিটি এঁকেছেন ‘কামাল্কি লউরেনো’। বিশ্বাস করতে না পারলে নিচের ছবিটি দেখে নিজের ভুল ভাঙান।

(২) বাথ টাবে বসে থাকা এই মানব দেহ এবং আশেপাশের সকল কিছু জীবন্ত বলে মনে হলেও এটি লিনেনের ওপর তেল রঙে এঁকেছেন ‘লী প্রাইস’ নামক একজন শিল্পী।
(৩) এই ছবিটি দেখে ভুল করে বসবেন না যে ন্যাশনাল জিওগ্রাফী চ্যানেলের কোনো ফটোগ্রাফারের খুব কাছ থেকে একটি হাতির ক্যামেরায় তোলা ছবি। এই ছবিটি এঁকেছেন ‘রে হারে’ ক্যানভাসের ওপরে অ্যাক্রেলিক রঙে।
(৪) দেখেই হাত বাড়িয়ে আঙুর তুলে খেতে ইচ্ছে করছে তাই না? চেরিগুলোও অনেক লোভনীয়। হ্যাঁ, এটিও হাতে আঁকা ছবি, কোনো ক্যামেরায় তোলা নয়। এই ছবিটির আঁকিয়ে ‘পেড্রো ক্যাম্পোস’।
(৫) মাথা ও মুখের ওপর বয়ে যাওয়া পানির ধারা এবং ছবিটির প্রেক্ষাপট আমাদের ধোঁকায় ফেলে দেয়। কিছু এটিও একটি হাতে আঁকা ছবি। সব চাইতে আশ্চর্যজনক কথা হলো এটি শুধুমাত্র কাগজের ওপর পেন্সিলে আঁকা একটি ছবি, যা এঁকেছেন ‘দৃক দযিমিরস্কি’।
(৬) প্রথম দেখায় মনে হতে পারে আলো ছায়ার খেলায় দাঁড়িয়ে থাকা কোনো কৌতূহলী শিশুর ক্যামেরায় তোলা একটি ছবি। কিন্তু এটি ক্যানভাসে তেল রঙ ও অ্যাক্রেলিক রঙ দিয়ে আঁকা একটি জীবন্ত ছবি। এই ছবিটি এঁকেছেন ‘গটফ্রাইড হেলনওয়িন’।
(৭) এই ছবিটিও দেখলে সকলের মনে প্রথমেই আসবে এটি ক্যামেরায় তোলা একটি ছিমছাম শহরের দৃশ্য। কিন্তু এটিও আসলে হাতে আঁকা একটি ছবি। এই ছবিটি আঁকা হয়েছে কাঠের প্যানেলের ওপর তেল রঙে। আর যিনি এঁকেছেন তিনি হলেন ‘মাইক বেনি’ ।
(৮) অসাধারণ প্রাণবন্ত এবং দেহের প্রতিটি রেখা আঁকা এই ছবিটি লিনেনের ওপর তেল রঙে আঁকা।
বিশ্বাস না হলে দেখে নিন শিল্পী ‘ওমর অরটিজ’কে ছবিটি আঁকারত অবস্থায়।
(৯) অনেক আগের যুগের সাদা কালো ছবির যুগের ক্যামেরায় তোলা কোনো ছবি ভেবে ভুল করলে ভুল ভেঙে নিন। এই ছবিটি শুধুমাত্র কাগজের ওপর পেন্সিলে আঁকা হয়েছে।
দেখে নিন কিভাবে ছবিটি এঁকেছেন শিল্পী ‘পল চ্যাডেন’।
(১০) অসাধারণ রূপসী এই রমণীর ছবিটি আঁকা হয়েছে বল পয়েন্ট কলমে। ছবিটি এঁকেছেন ‘স্যামুয়েল সিলভা’।