গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে অসন্তোষ

মানবজমিন প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০০:০০

গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আবারো বিক্ষুব্ধ অবস্থার সৃষ্টি হয়েছে। তিন সাঁওতাল হত্যাকারীকে বাদ দিয়ে চার্জশিট দেয়ায় তারা বিক্ষুব্ধ। চলছে তাদের দাবি আন্দোলন-সংগ্রাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ, লুটপাট ও তিন আদিবাসী হত্যার ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছেন পিবিআই। ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের নাম বাদ পড়ায় বিক্ষুব্ধ আদিবাসীরা। এ ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন তারা। পিবিআই জানায় ২০১৬  সালের ৬ই নভেম্বর গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম এলাকায় আদিবাসী পল্লী উচ্ছেদ করতে যায় রংপুর চিনিকল কর্তৃপক্ষ। অন্যদিকে থমাস হেমব্রমের মামলায় বলা হয়, তৎকালীন এম পি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল, মিলের এমডি আব্দুল আউয়াল, ইউএনও আব্দুল হান্নান সহ শ্রমিক, পুলিশ, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বরসহ মাস্তানদের নিয়ে আদিবাসীদের উচ্ছেদ করতে যায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল সহ তারা সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ করে। হামলায় গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু ও ৯ পুলিশও তীরবিদ্ধ হয়। ২০১৬ সালের ২১শে নভেম্বর আদিবাসী স্বপন মুরমু ও থমাস হেমব্রম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার দেয়া হয় পিবিআই গাইবান্ধার ওপর। দীর্ঘ ৩ বছর তদন্তের পর পিবিআই রোববার মামলার চার্জশিট দাখিল করে। এতে অভিযুক্তদের নাম না দেয়ায় সাঁওতালরা আবার বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আদিবাসী নারী নেত্রী প্রিসিলা মুরমু জানান, পিবিআইয়ের রিপোর্টে আভিযুক্ত এমপি আবুল কালামসহ অন্যদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানায়। বলেন, মিথ্যা চার্জশিট দেয়া হয়েছে। আমরা জীবন দিয়েছি আরো দেবো তবু বাপ দাদার ভিটার দাবি ছাড়বো না। মামলার বাদী থমাস হেমব্রম বলেন, মামলা করলাম যাদের নামে তাদের নাম নাই চার্জশিটে। আমি এই চার্জশিট মানিনা। ডা. ফিলিমন বোসকে, আদিবাসী নেতা বলেন, আমরা চার্জশিট প্রত্যাখ্যান করেছি। মূল আসামি এমপি কালাম কে বাদ দেয়া হয়েছে। আমাদের মামলা নিয়ে খেলা হয়েছে। ভুয়া চার্জশিট দাখিল করা হয়েছে। আমরা উচ্চ আদালতে বিচার চাইবো। আন্দোলন করবো। তবু আমাদের অধিকার আদায় করবো। একই দাবিতে গতকাল আদিবাসী সাঁওতালরা গাইবান্ধায় এসে শহরে বিক্ষোভ মিছিল ও ডিবি রোডে মানববন্ধন শেষে রাস্তায় শুয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও