কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দূষিত পানি প্রসঙ্গে হাইকোর্ট ‘আমরা বিশুদ্ধ পানি চাই’

‘আমাদের দরকার পানি, বিশুদ্ধ পানি। যদি ওয়াসা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তো আরো ভালো।’ গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ঢাকা ওয়াসার আইনজীবীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন। এসময় ওয়াসার আইনজীবী এএম মাসুম ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগৃহীত পানির ৮ নমুনায় ব্যাকটেরিয়াজনিত দূষণ বিষয়ে ওয়াসার বক্তব্য দাখিলের জন্য আরো সময় চান। আদালত আগামী ৩০শে জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। শুনানিতে ওয়াসার আইনজীবী এ এম মাসুম বলেন, আইসিডিডিআরবি ও বুয়েটে ওয়াসার পানি পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। চার সদস্যের কমিটির প্রতিবেদনে মিরপুর ও পাতলা খান লেনে ফিকেল কলিফর্ম পাওয়ার কথা বলা হয়েছিল। ইতিমধ্যে পাতলা খান লেনের পরীক্ষার প্রতিবেদন এসেছে। তবে মিরপুরেরটা আগামী রোববার পাব। এ ছাড়া ওই কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি। জবাবে রিট আবেদনকারী আইনজীবী মো. তানভীর আহমেদ বলেন, আদালতের আদেশের তিন মাস পর কমিটি গঠন হয়েছে। আজ কমিটির রিপোর্টের ওপর জবাব দেয়ার কথা ছিল। এখন তারা আবার সময় চাইছে। এ সময় আদালত বলেন, তারা ওয়াসা সমস্যার সমাধান করতে পারলে ভালো। আমাদের দরকার পানি, বিশুদ্ধ পানি। যদি তারা তা নিশ্চিত করতে পারে, তা ভালো। এরপর আদালত আগামী মঙ্গলবার শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।গত ৭ই জুলাই আদালতের আদেশে গঠিত কমিটি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইসিডিডিআরবির পরীক্ষাগারে পানি পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করে ওয়াসা। ওই প্রতিবেদনে, উৎসসহ ঢাকা ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগৃহীত পানির ৩৪টি নমুনার মধ্যে ৮টিতে ব্যাকটেরিয়াজনিত দূষণ পাওয়া যায়। এই দূষণ রোধে যথাযথ কর্তৃপক্ষের অবিলম্বে পদক্ষেপ নেয়া উচিত বলে কমিটির সুপারিশে বলা হয়। সেদিন আদালত ওই প্রতিবেদনের বিষয়ে হলফনামা আকারে ওয়াসার বক্তব্য দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেন। সেই সঙ্গে ২৪ জুলাই আদেশের জন্য দিন রাখেন। এরই ধারাবাহিকতায় গতকাল বিষয়টি আদালতের কার্যতালিকায় ওঠে। উল্লেখ্য, গত বছরের ১২শে অক্টোবর ‘অনিরাপদ পানি পান করছে সাড়ে সাত কোটি মানুষ’ শিরোনামে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে একই বছরের ১৪ই অক্টোবর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন