তিন মোড়লের বাইরে আইসিসির গুরুত্বপূর্ণ পদে এহসান মানি
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স (এফসিএ) কমিটির প্রধান হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি। লন্ডনের আইসিসির বার্ষিক সভায় এই নিয়োগ দেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বিগত এক দশক পর আইসিসির গুরুত্বপূর্ণ কমিটি অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ধরে রেখেছিল ‘তিন মোড়ল’ খ্যাত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে।১৭ বছর পর আবারো আইসিসির সম্মানের পদ এফসিএ প্রধান হলেন এহসান মানি। তিনি আইসিসির প্রথম অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক কমিটির প্রধান ছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০০২ পর্যন্ত এহসান মানি এই পদে ছিলেন। আইসিসির প্রথম সম্প্রচারস্বত্ব এনে দেন মানি। তখন সে চক্তির মূল্য ছিল ৫৫০ মিলিয়ন ডলার।ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স আইসিসির অন্যতম গুরুত্বপূর্ন কমিটি। আইসিসির বিভিন্ন ইভেন্টের বাজেট প্রণয়ন ছাড়াও সদস্যদেশগুলোর মধ্যে অর্থ বণ্টনের দায়িত্বও পালন করে থাকে এ কমিটি। গত ১০ বছরে এই তিন মোড়লের প্রতিনিধিদের বাইরে শুধু একজন ব্যক্তিই এ কমিটির নেতৃত্ব দিতে পেরেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের সাবেক প্রধান অ্যালান আইজ্যাক (২০১১-১২)। তবে ২০১৪ সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে মূল ক্ষমতাধর করে আইসিসির সংবিধানে যে সংশোধনী আনা হয়েছিল, তখন সংস্থাটির সভাপতির দায়িত্বে ছিলেন আইজ্যাক।দ্বিতীয়বার আইসিসির এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার পর এহসান মানি বলেন, ‘আইসিসি চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে গুরুত্বপূর্ণ এই কমিটির প্রধান করায়। এবং সানু শাওয়ানি এবং তার দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দেয়ায়।’এহসান মানি ছাড়াও এই কমিটিতে রয়েছেন ইন্দ্রো নুয়ী, অমিতাভ চৌধুরী (বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সম্পাদক), ক্রিস নেনজানিম (দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সভাপতি), ইমরান খাজা (আইসিসির সহ-সভাপতি), এয়ার্ল এডিংস (ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান) এবং কোলিন গ্রাভেস (ইংল্যান্ডে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান)।