‘স্টোকস মিথ্যাচার করেছেন’

মানবজমিন প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯, ০০:০০

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের আম্পায়ারিং নিয়ে এখনও চলছে আলোচনা সমালোচনা। দু’দিন আগে শেষ ওভারে ওভার থ্রোতে ইংল্যান্ডকে ৬ রান দেয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করেছেন ওই ম্যাচের ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা। তার দেয়া ওই সিদ্ধান্ত শেষ পর্যন্ত টুর্নামেন্টের ভাগ্য গড়ে দিলেও এ ভুলে কোনো অনুশোচনা বোধ করছেন না বলেও জানিয়েছেন লঙ্কান এই আম্পায়ার। স্টোকস ফাইনালের পর বারবার অনুশোচনা করে বলে আসছিলেন তিনি নাকি ওই চার রান ফিরিয়ে নেয়ার অনুরোধ করেছিলেন ফিল্ড আম্পায়ারকে। ব্রিটিশ মিডিয়ায় বেশ ফলাও করে প্রচারিত হয়েছিল স্টোকসের এই বিবৃতি। নিজের ভুল স্বীকার করার পাশাপাশি স্টোকের এই দাবিও নাচক করে দিয়েছেন ধর্মসেনা। তিনি বলেন ওই সময়ে এমন কোনো কথাই বলেননি স্টোকস। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার এবারের বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারের চতুর্থ বলে রান নেয়ার সময় বাউন্ডারি লাইন থেকে গাপটিলের ছোঁড়া বল বেন স্টোকসের ব্যাটে লেগে চার হয়ে যায়। তবে শুধুমাত্র এই চার নিয়েই বিতর্ক ছড়িয়ে পড়েনি। অনেকেই এর সঙ্গে দাবি করেন, মোট ছয় রান দেয়া উচিত হয়নি। কারণ বল যখন থ্রো করা হয়েছিল তখন দুই ব্যাটসম্যান একে অপরকে ক্রস করেননি। তাই হিসেব মতো এটি পাঁচ রান হওয়ার কথা। কিন্তু ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ইংল্যান্ডকে ৬ রান প্রদান করেন। ৩ বলে ৯ রানের সমীকরণ থেকে ভাগ্যগুণে ইংল্যান্ড পৌঁছে যায় ২ বলে ৩ রানের সহজ সমীকরনে।ওই বিতর্কিত সিদ্ধান্তই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের টার্নিং পয়েন্ট। শেষ দুই বলে ২ রান নিলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে দুই দলই সমান ১৫ রান করে নিলে ম্যাচের মীমাংসা হয় বাউন্ডারি সংখ্যার ভিত্তিতে। সেখানে এগিয়ে থেকে ইতিহাসে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ইংল্যান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও