কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অধিনায়কত্ব বাঁচাতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে কোহলি!

মানবজমিন প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ০০:০০

বিশ্বকাপের লম্বা সফরের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে পাঠানোর কথা ভাবছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এবার নিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বিরাট কোহলি। আর প্রাথমিকভাবে কোহলি সফরে না থাকায় রোহিত শর্মাকে ভারতের অধিনায়ক করার কথা ভাবছিলো বিসিসিআই। বিরাট কোহলি সফরে যাওয়ায় আপাতত অধিনয়াকের দায়িত্ব পাচ্ছেন না রোহিত শর্মা। ক্রিকেটমহলের একাংশের ধারণা, অধিনায়কত্ব বাঁচাতেই বিরাট বিশ্রাম নেয়ার ঝুঁকি নিতে চাননি। নিউজিল্যান্ড সফরের শেষ দু’টি ওয়ান ডে ম্যাচে ও টি-২০ সিরিজে কোহলিরে দলের বাইরে রাখা হয়েছিল। তবে পরবর্তী অস্ট্রেলিয়া সিরিজ, ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল), বিশ্বকাপ সব মিলিয়ে টানা ক্রিকেটের মধ্যে আছেন বিরাট কোহলি। ব্যাস্ত সূচিকে সামনে রেখে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বিশ্রামে রাখতে চেয়েছিল বিসিসিআই। তাতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব দেয়া হতো ভারতীয় ওপেনার ও সহ-অধিনায়ক রোহিত শর্মাকে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ক্যারিবিয়ান সফর শুরু করবে টিম ইন্ডিয়া। ৩রা ও ৪ঠা আগস্ট ফ্লোরিডায় খেলা হবে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ। তৃতীয় টি-টোয়েন্টি থেকে সফরের বাকি ম্যাচগুলি খেলা হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলা হবে ২২শে আগস্ট থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও