কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুপার হিরো হওয়ার যোগ্য হতে পারিনি: নেইমার

মানবজমিন প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ০০:০০

ধর্ষণ কাণ্ড থেকে ইনজুরি, বির্তকের শেষ নেই ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। রেকর্ড চুক্তিতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছিলেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। এবার আবার নেইমারের বার্সায় ফেরার জোড়ালো গুঞ্চন শোনা যাচ্ছে। প্রায় সময় সংবাদের শিরোনাম হচ্ছেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। তবে তিনি এবার নিজেই জানিয়েছেন, ‘এখনো আমি রোল মডেল বা সুপার হিরো হওয়ার যোগ্য হতে পারিনি। জীবনে অনেক খারাপ সময়ের সঙ্গে জড়িয়ে গেছি। আমি চেষ্টা করছি পরিবারের সদস্যদের এবং বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়ে পরিস্থিতি বদলাতে।২০১৯-২০ মৌসুমের প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রথম অনুশীলনে যোগ না দেয়ায় বেশ সমালোচনায় পরতে হয়েছে নেইমারকে। তবে শ্রীঘ্রই পিএসজির অনুশীলনের যোগ দেবেন বলে জানিয়েছেন নেইমার। স্থানীয় গনমাধ্যমে ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেন, ‘আমি এখনো সেই সুপার হিরো হয়ে উঠতে পারিনি, যে বিশ্বের সব চাপ সামলাতে পারবো। কিন্তু আমি চেষ্টা করছি। আমি জানি  আমার এখন কি করতে হবে। তা শুধু আমার পরিবার কিংবা আমার ছেলের জন্য নয়। অনেকেই এখন আমাকে দেখে।’গত ৮ই জুলাই কোপা আমেরিকার শিরোপা ঘরের তুলেছে ব্রাজিল। ইনজুরির কারণে ব্রাজিলের হয়ে ঘরের মাঠে কোপা আমেরিকা খেলতে পারেননি নেইমার। নিজে না খেলতে পারলেও দলের জয়ে খুশি এই ব্রাজিলয়ান। তিনি বলেন,  ‘কোপা আমেরিকা খেলতে না পারায় খুব খারাপ লেগেছে। আমার কাছে এই প্রতিযোগিতা খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়াতে অনেক খুশি। এখন আমার লক্ষ্য ভালো খেলা। তার জন্য সতীর্থ এবং বন্ধুরা যে পাশে আছে সেটা দেখে ভালো লাগছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও