You have reached your daily news limit

Please log in to continue


ঘর ভাঙছে ববি ডার্লিংয়ের!

ববি ডার্লিং বিগ বসের সিজনে  প্রতিযোগী হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন। ২০১৫ সালে শল্য চিকিৎসার মাধ্যমে নারীতে রূপান্তরিত হন তিনি। তখন তার নাম হয় পাখি শর্মা। এর পরের বছরই ভোপালের গায়ত্রী মন্দিরে ব্যবসায়ী রামনিক শর্মাকে বিয়ে করেন তিনি। সেই সময় এই বিয়ে উঠে এসেছিল ব্যাপক আলোচনায়। সেই বিয়ের তিন বছরও পেরোয়নি। এর মধ্যেই ববি ডার্লিংকে দেখা গেল বান্দ্রার এক আদালতে। এ বিষয়ক একটি খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। সে খবরে আরো বলা হয়, বিবাহবিচ্ছেদের মামলা করার জন্যই আদালতে গিয়েছেন বলে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন ববি। তিনি বলেছেন, রামনিকের সঙ্গে রোজদিন অশান্তির থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত নিয়েছি। বিবাহ বিচ্ছেদ নিয়ে ববি আরও জানিয়েছেন, মদ্যপান করে তাকে মারধর করতেন রামনিক। পাশাপাশি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে ভেবে অযথা সন্দেহ করার অভিযোগও রামনিকের বিরুদ্ধে তুলেছেন তিনি। এর আগে ২০১৭ সালে রামনিকের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও পণের দাবিতে অত্যাচারের অভিযোগ করেছিলেন ববি। বিগ বসে অংশগ্রহণের পাশাপাশি ‘পেজ থ্রি’, ‘কাঠপুতলি’ সহ একাধিক বলিউড ছবিতে অভিনয়ও করেছেন ববি ডার্লিং।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন