জাপানে কোয়ালিফিকেশন রাউন্ডে রোমান সানা
টোকিও ২০২০ টেস্ট ইভেন্ট রেডি স্টেডি টোকিও টুর্নামেন্টে খেলতে এখন জাপানে রয়েছেন বাংলাদেশের তীরন্দাজ রোমান সানা। ইতিমধ্যে ৬৮ জন তীরন্দাজ নাম নিবন্ধন করেছেন। পুরুষ আরচ্যারদের মধ্যে গতকাল কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৭ জন অংশ নেন। তাদের মধ্যে রুমান সানা ৬৬২ স্কোর করে দশম হন। রোববার থেকে ইলিমিনেশন রাউন্ডের ১/৩২ এবং ১/১৬ এর খেলা অনুষ্ঠিত হবে। ইলিমিনেশন রাউন্ডে ২টি টার্গেট বোর্ডে খেলা অনুষ্ঠিত হবে। ১/৩২ এর দুইটি খেলায় বিজয়ী দু’জন আরচার ৩০ মিনিট পরেই ১/১৬ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। রোমান সানা মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় কাজাখস্তানের দুজেলবায়েভ সুলতানের সঙ্গে ১/৩২ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর দু’দিন পর পুরুষ এককে ইলিমিনেশন রাউন্ডের ১/৮, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই পদ্ধতিতেই টোকিও অলিম্পিক গেমসের আরচারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
- ট্যাগ:
- খেলা
- কোয়ালিফায়ারস রাউন্ড