শ্রীমঙ্গলের চা–বাগানে লাল মাকড়সা
প্রথম আলো
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ১৩:০০
এই সময়ে চা-বাগানে চা-পাতাগুলোর রং সবুজ থাকার কথা থাকলেও লাল মাকড়সার আক্রমণে অনেক বাগানে পাতাগুলো রং হারিয়েছে। গাঢ় সবুজ চা-বাগান লাল ও কালচে হয়ে উঠেছে। তবে চা-বাগান কর্তৃপক্ষ দাবি করছে, তাদের দ্রুত পদক্ষেপের কারণে বাগানের চা-গাছগুলো লাল মাকড়সার আক্রমণ থেকে এখন প্রায় সুরক্ষিত। শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া, খাইছড়া চা-বাগানসহ কয়েকটি চা-বাগানে গিয়ে দেখা গেছে, সবুজ পাতার মধ্যে কিছু কিছু পাতা...